New

শ্বেতপত্র

বিষাক্ত শাপ : আহম্মেদুল কবির


হৃদয়ের মাঝখানে কালো দাগ
সুখ হারিয়েছি কবে
অমাবস্যার পর জেগে ওঠা চাঁদ 
মিথ্যাকথা অবুঝরা মানে।

অনেকে সুখি হয় সুখে থাকে
কথার পাহাড় জমিয়ে
শেষ নিঃশ্বাস ত্যাগ করে।

সুখের নামে যা দেখা হলো 
মিথ্যার আলমারিতে পুষে রাখি
সেইসব বিষাক্ত শাপ।

একটি মন্তব্য পোস্ট করুন

2 মন্তব্যসমূহ

  1. কিসমত জাহান টুনিসোমবার, ৩১ মার্চ, ২০২৫

    তোমার মনে এত কস্ট কেন গো
    তোমার জন্ন আমি খাসদিলে ঈদের নামাজে বসে দোয়া করি

    নাইস কবিতা
    কবিকে ধন্ন্যবাদ সম্পাদোককে আইলাভইউ

    উত্তরমুছুন

অমার্জিত মন্তব্য করে কোনো মন্তব্যকারী আইনী জটিলতায় পড়লে তার দায় সম্পাদকের না৷