New

শ্বেতপত্র

আহম্মেদুল কবিরের কবিতা

নিস্ফল প্রাপ্তি

সূর্যটা ডুবে যাবে
সারাদিনের ক্লান্তি শেষে,
প্রাপ্তি কিছুই নেই তাঁর 
শুধু একপাল গাধাকে
ঘাস খাওয়ানো ছাড়া!


ধিক্কার

জীবন্ত পুড়ে দগ্ধ প্রতি ঘন্টায় 
প্রাথর্নায় কী আসে যায়?
রাজা-প্রজা সব চোর
তাদের কথা শোনে কি আল্লায়!


অস্তিত্বের খোঁজে

আমি আমার অস্তিত্বকে খুঁজি,
সত্য ও স্নিগ্ধতাকে খুঁজি
খুঁজে ফিরি বার-বার,
দেখি পুনঃজন্ম আবার।


শোক সমাচার
        
কালো চিহ্নটায় জানিয়ে দিল
শোক!
আহত হৃদয়ের আলমারিতে
সাজাওনি কোন দুঃখ!
ভান করো ভালোবাসি
তারপরেও বলি
জয় হয় হোক।

একটি মন্তব্য পোস্ট করুন

90 মন্তব্যসমূহ

  1. ধন্যবাদ শ্বেতপত্র সংশ্লিষ্ট সকলকে
    শ্বেতপত্র এগিয়ে যাক নন্দিত আলোকে।

    উত্তরমুছুন
  2. বিখ্যাত কবি শামসুল S চৌধুরীরবিবার, ১৩ আগস্ট, ২০২৩

    ওয়াও, নাইস, জোস, ওসাম, ফ্যান্টাস্টিক, ফাটাফাটি, চমৎকার, দুর্দান্ত, ওয়ানডার ফুল, বিউটিফুল, সাইফুল, শরিফুল, নাক ফুল, আশরা ফুল, কবীর ফুল, গোলাপ ফুল, গাম্বাট ফুল, মকু ফুল, জবা ফুল, গাদা ফুল, শাপলা ফুল, রজনীগন্ধা ফুল, বেলীফুল, ঘূর্ণিঝড়, নারগীস, আমফান, তুফান, আগুন, টর্নেডো, ভূমিকম্প, বৃষ্টি, ,বাতাস, বীজলি, ঠাডা ইত্যাদি. 🫡

    উত্তরমুছুন
  3. এটা কি আমাদের সাংবাদিক কবির ??? তুই কবি হলু কুনদিন রে

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. কবি হতে দিনক্ষণ লাগেনা,কবিরা কবি হয়েই জন্মায়। তবে আমি কবি নই- আমি কবিতার। মন্তব্য করার জন্য ধন্যবাদ।

      মুছুন
    2. কবি ইদ্রিস আলীবুধবার, ১৬ আগস্ট, ২০২৩

      নামহিন তুই কোন নাUয়া
      চিনিস মোকে ?
      ফাটাব তোর শাUয়া

      কবিরকে আমরা শাসন করি
      কবির মোদের ছোটভাই
      তুই নামহিন
      তুই পিতৃপরিচয়হিন
      তোক যেন আর দেখতে না পাই

      মুছুন
    3. কবি ইদ্রিস আলী মাথা ঠান্ডা রাখেন

      মুছুন
  4. এগিয়ে যাও কবির সিং
    তোমরাই বড় হয়ে আগামীর কুড়িগ্রামের কবি সাহিত্যিক হবে
    বই পড়তে হবে খুব তোমাকে

    উত্তরমুছুন
  5. ধন্যবাদ আপনাকে,দোয়া রাখবেন।

    উত্তরমুছুন
  6. সম্ভাবনাময় কবিতা৷ আপনি লিখতে থাকুন৷ বড় হয়ে উচ্চমানের লিখতে পারবেন৷

    উত্তরমুছুন
  7. আলহামদুলিল্লাহ। দোয়া রাখেন,মানুষের ভালোবাসার উপর আর কোন কবিতা হতে পারে না।

    উত্তরমুছুন
  8. ড. সাইদুল বাকেরসোমবার, ১৪ আগস্ট, ২০২৩

    এসব কী লিখেছো ছোটভাই, এসব কী ছড়া নাকি কবিতা? কবিতা মানে বোঝ? এটা যে ২০২৩ সাল সেটা জানো তো? আর জানো না 'গাঁধা' বানান 'গাধা'রাই লিখে থাকে।

    উত্তরমুছুন
  9. আপনি ড. সাইদুল বারেক ড. হলেন কি করে? একটা ঁ- এর জন্য একজন অপরিচিত মানুষকে গাধা- বানিয়ে দিলেন।আপনার শিক্ষায় সমস্যা আছে।কোনটা ছড়া,কোনটা কবিতা বই খুলে দেখে নেবেন।

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. ড. সাইদুল বাকেরবুধবার, ১৬ আগস্ট, ২০২৩

      নামহীন ভূঁতঁ, তোঁমাঁরঁ বিঁবেঁচঁনাঁরঁ বঁলিঁহাঁরিঁ যাঁইঁ। এঁকঁটিঁ চঁন্দ্রঁবিঁন্দুঁতেঁ কিঁ যেঁ হঁয়ঁ, তাঁ যঁদিঁ বুঁঝঁতেঁ!

      মুছুন
    2. ড. সাইদুল বারেক ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখতেন পারেন, আগামীতে এমন হবে না। ভালো থাকুন, শ্বেতপত্রের সাথেই থাকুন।

      মুছুন
  10. এগুলো কি বালছাল প্রকাশ করেছিস মকলু বন্ধু ??? তোর কি বুদ্ধি হবে না কোনদিন?? সারাজিবন তুই গাম্বাট থেকে যাবি ?????

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. আপনি কী হয়েছেন? গঠনমুলক সমালোচনা করার হিম্মত থাকলে করুন, না হলে হুদাই প্যাচাল পাড়িয়েন না!

      মুছুন
    2. অচোদা সম্পাদকের অচোদা কাম ৷ হিম্মত আছে বলেই লেখা নিয়ে মন্তব্য করেছি ৷ তোর হিম্মত থাকলে শিক্ষিত হয়ে দেখা

      মুছুন
  11. যা তা লিখে কবিতা নামে চালিয়ে দিলেই কবি হয় না কবির মিয়ার এসব জানা উচিত

    উত্তরমুছুন
  12. দারুণ! আপনার মন্তব্যটি ভালো লগলো।সে দিকটি খেয়াল রাখার চেষ্টা করবো ইনশাল্লাহ।

    উত্তরমুছুন
  13. মকলু কে এই ছেলেটি ? এ কার কবিতা তুমি পকাত করে প্রকাশ করে দিলে ? যে সে যা তা লিখবে আর তুমি সেসব পকাত পকাত করে প্রকাশ করে দিবে? তোমার হায়া হবে না রে গাম্বাট ? তুমি কবিতা বুঝ ? কিভাবে এসব প্রকাশ কর নির্লজ্জ বেহায়া সম্পাদক মকলু ? তুমি কি নির্বোধ ?

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. চেষ্টা করে যাচ্ছে, লেগে থাকুক বাকীটা সময়ের হাতে ছেড়ে দেই কেমন?

      মুছুন
    2. তুমি গাম্বাট সম্পাদনা ছেড়ে দাও ৷ সম্পাদক সাজার মতো যোগ্যতা তোমার নাই ৷ সাধারন বানান জানো না তুমি , অন্যের ছবি চুরি কর , লেখা চুরি করে সম্পাদক হয় ? চোর মকলু

      মুছুন
    3. সত্যতা যাচাই করে, তারপর অভিযোগ করুন। তার আগে না!
      নোংরামী বন্ধ করুন।

      মুছুন
  14. এই লেখকের না আছে ছন্দজ্ঞান
    না আছে মাত্রাজ্ঞান
    না আছে উত্তরাধুনিক দার্শনিক অভিব্যক্তি
    এসব কি কবিতা হয়ে সম্পাদক বলুন তো
    আপনি নিজের কোয়ালিটি উন্নত করুন তারপর সম্পাদনায় নামুন
    সম্পাদক সাজা যায় না যোগ্যতা না থাকলে

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. নবীন, চেষ্টা করে যাচ্ছে। আর অন্যটা দেখবো। মন্তব্য করার জন্য ধন্যবাদ।

      মুছুন
  15. এসব কবিতা না কী ছাই
    এমন আবর্জনা ডাস্টবিন খুললে পাই
    এসব লিখা পকাশ করে
    সম্পাদকের ব্রেন হলো ফাক
    গাম্বাট সব কবি নিপাত যাক

    উত্তরমুছুন
  16. রফিকুল ত্রিমোহনীমঙ্গলবার, ১৫ আগস্ট, ২০২৩

    😂😂😂😂
    সুন্দর কবিতা ভাইয়ো
    তুই চালে যা
    😂😂😂😂

    উত্তরমুছুন
  17. কবির ভাইয়ো এগিয়া ছলো
    আমরা আচি তমার সাতে

    মকলু ভাইয়ো এগিয়া ছলো
    আমরা আচি তমার সাতে

    উত্তরমুছুন
  18. গুলতেকিন কোবরা সুলতানামঙ্গলবার, ১৫ আগস্ট, ২০২৩

    মকলু তুই যেমন অপগন্ড , তোর লেখকগুলো তেমন অপগন্ড ৷ না বুজে কবিতা না বুজে ছড়া ৷ হেগে ভরায় ধরা (ধরা মানে পৃথিবি )

    উত্তরমুছুন
  19. কিসমত জাহান টুনিমঙ্গলবার, ১৫ আগস্ট, ২০২৩

    ওগো সম্পাদক 😘😘
    শেতপএের কবিতা পরে
    ঘুমাতে পারি না সারারাত ধরে

    কবিকে ধন্যবাদ সম্পাদককে চুমু 😘

    তুমি আরো বেশি বেশি শেতপএ প্রকাশ করিও আমি তোমার পাসে আছি , চাদ সাক্খী সুর্য সাক্খী

    উত্তরমুছুন
  20. চালিয়ে যাও ছোটভাই তোমাদের এসব অপকির্তি ৷ সাহিত্য হউক আর না হউক তাতে কি বল ?
    বই পড় ছোটভাই বই পড় ৷ আর কত বলব তোমাকে বলতো ???? সারাজীবন অশিক্খিত থাকতে চাও ? প্লিজ তোমার হাত ধরে অনুরুধ করি ছোটভাই বই পড় জীবন গড় ৷ সাহিত্যের নামে কবিতার নামে এসব অপকির্তি বন্ধ কর প্লিজ

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. আপনিতো মিয়া নিজে একটা কুয়োর ব্যাঙ, আমাকে যা তা বলেন।

      মুছুন
    2. আমার মত জ্ঞান তোমার নাই ছোটভাই তুমি বই পড় অগ্রজকে সম্মান কর নাইলে পাবলিক তোমাকে হেম্বল দিবে

      মুছুন
    3. যে অগ্রজ সম্মান গ্রহণে সক্ষম নয়, সে এমনটা ভাববে স্বাভাবিক, আর হাম্বুল যে পাবার যোগ্য সে পাবেই...

      মুছুন
  21. হৃদয়ের আলমারিতে তোমার কাব্য তুলে রাখলুম প্রিয় 🌹
    হৃদয়ে দোলা দিয়ে গেল স্কুল লাইফের মতো সেসময় তোমার কবিতা যেমনি করে আমার কচি মন দোলা দিয়েছিল তেমনি করে আজো যেন ছোয়া পেলাম
    তোমার কোমল হাতের ,,,, আবার কি দিবে তুমি হাতে লিখে তোমার কবিতা লুকিয়ে লুকিয়ে আমাকে উপহার , ভুলতে পারিনি আজও সেই দিনের স্ৃতি

    উত্তরমুছুন
  22. চমেৎকার কাব্যকথা কবির বাবু

    উত্তরমুছুন
  23. কবির তেমার বই বেরহইচে?
    আমাকে দিও

    মামা

    উত্তরমুছুন
  24. অসাধারন কবীর ভাই চালিয়ে যা

    উত্তরমুছুন
  25. কি সোন্দর কবিতা৷ সম্পাদক আংকেল এই কবির এমন সোন্দর সুন্দর কবিতা আরও পোকাশ করুন৷ আমার ভালো লেগেছে৷

    উত্তরমুছুন
  26. কবিতা প্রকাশ করি সম্বাদক মকলু পলাইচে কারো উত্তর দেয় না
    ক্যা রে মকলু তুই চুতরী গেলু ক্যা
    কমেন্টের ঠেলায় কাপড় নষ্ট করি ফেলালু নাকি 😂😂

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. ক্যা রে ABU HENA তোরই কাপড় নষ্ট হলো নাকি? সম্পাদক পালায়নি, উত্তর দেয়া হচ্ছে দেখ।

      মুছুন
    2. গনধোলাই খাইস পাবলিকের তবু তোমরা ভাল না হন বাহে

      মুছুন
  27. পাঠক যে বেম্বু দিছে কবিও পলাতক সম্পাদকও পলাতক ৷৷ উত্তর আর না দেয় কারো শালা গাম্বাটের দল মনে করছে সাহিত্য ছেলের হাতের মোয়া ৷৷ পাবলিক এদেরকে গনধোলাই মারে না এটা এদের ভাগ্য

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. বালের বাল হরিদাস পাল
      ভেসে গেল কত প্রসাবের স্রোতে...

      মুছুন
    2. শালা গাম্বাটের বাচ্চা গাম্বাট নিজে সামান্য উত্তরও দিতে পারিস না ? আগে জানতাম তুই অন্যের ছবি চুরি করিস , এখন দেখলাম অন্যের লেখা চুরি করে কমেন্ট করিস ! তোর বাপের ক্ষমতা থাকলে কাউকে জিজ্ঞেস না করে বল দেখি এটা কার লেখা ?

      মুছুন
    3. ইবনে আব্বাস ভদ্রতা বজায় রেখে মন্তব্য করুন, বাপ-মা তুলে গালি দিবেন না, তারা এখানে কেন? আর অভিযোগ তুলেছেন অন্যের ছবি ও লেখা চুরি করা হয়েছে। স্পষ্টত বলি কারো ছবি বা লেখা চুরি করা হয়নি, বাঙলা প্রবাদ প্রবচন সবাই ব্যবহার করতে পারে। শেষকথা
      আপনি শিক্ষক না যে, আপনার কাছে পরীক্ষা দিতে হবে?

      মুছুন
    4. শোন মকলু তুমি যে বাক্য ব্যবহার করে উত্তর দিয়েছ তুমি নিজেও জান না যে এটা প্রবাদ-প্রবচন না ৷ কারো মুখে শুনে ঝেরে দিয়েছ ৷ এসব বাদ দাও ৷ ভাল হও ৷ অপকর্ম এবার ছাড়

      মুছুন
  28. মকলু সোনা তোমাকে পাটক অছিলা বাশ দিচ্চে তুমি পালিয়ে বাচতে পারবে না তোমাকে জনগন ছাড়বে না সাহিত্যের নামে যে অপকর্ম তুমি শুরু করেছ তোমাকে আরো বাশ দিবে জনতা

    উত্তরমুছুন
  29. সাহিত্যের পরিবেশ দুষিত করতে এরকম দুইটা একটা অশিক্ষিত গাম্বাট মকলুই যতেষ্ট

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. আপনি সাহিত্যের কী ঘাস কেটেছেন বলুন, পাঠকরা জানুক? তারপর কথা হবে নাহয়?

      মুছুন
    2. তোমাকে কেন সবাই গাম্বাট অচোদা বলে আজ বুঝলাম ৷ তোর মতো অশিক্ষিতই এমন উত্তর দিতে পারে ৷ তুই সারাজিবন অচোদা গাম্বাট থেকে যাবি

      মুছুন
    3. আমিও বুঝলাম আপনি শুধু... কেঁটে কেঁটে বোঝা বাধুন

      মুছুন
    4. জাতীর কাছে ক্ষমা চেয়ে তুমি বই পড় মকলু সোনা

      মুছুন
  30. বা! ভালো কবিতা, আকর্ষণীয় ও গভীর ভাবনার ছাপ কবিতাগুলোর লাইনে লাইনে৷ বিষেষ করে ঐযে আল্যার কথা৷ আল্যা কি অত সহজ৷ যার তার কতা শোনে? খুব ভালো লেগেছে ভাই, চালিয়ে জান৷ আরও লিখুন৷ সম্পাদক নিজে গুণী মানুষ৷ সেজন্যই তো মেধাবী কবিকে চিনতে পেরেছে৷ দুজনকেই ধন্যবাদ

    উত্তরমুছুন
  31. মকলু গাম্বাট সমর্থক গোষ্ঠীশনিবার, ১৯ আগস্ট, ২০২৩

    তোমরা যারা আমাদের পিয় কবি মোকলেছুর রহমান ওরফে মকলু গাম্বাট ভাইকে গালাগাল করো সারাদিন , তোমরা যদি ভেবে থাকো তোমাদের বাঁশ খেয়ে মকলু ভাইয়া ভাল হবে , বই পড়ে শিক্ষিত হবে তাহলে তোমরা নেশায় আছো লেবু খাও

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. আমি কোন রাজনৈতিক দল খুলে বসিনি যে নেতা কর্মী বা সমর্থক গোষ্ঠী দরকার। আপনারা কে বা কারা এই গোষ্ঠী তৈরী করেছেন জানিনা প্লিজ এ নোংরামী, ইতরামী বন্ধ করুন, এটা প্রোপাগান্ডার জায়গা না।

      মুছুন
  32. মকলু তুই ফেক আইডি দিয়ে কমেন্ট করে হিরো সাজতে চাস?

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. প্রিয় পাঠক আমি কোন ফেক আইডি থেকে কমেন্ট বা মন্তব্য করিনি, সুতরাং হিরো সাজার প্রশ্নই ওঠে না...

      মুছুন
    2. তোমার চরিত্র সবাই জানে মকলু ৷ তুমি নিজে ফেক আইডি দিয়ে কমেন্ট কর আবার অন্যের ব্যানার চুরি করে তার নাম কেটে দিয়ে পোস্ট কর ৷ এবার ভাল হয়ে যা

      মুছুন
    3. যার ব্যানার তার কাছে সত্যটা জেনে নিন, তারপর অভিযোগ করুন।

      মুছুন
  33. মকলু সম্বাদকের পক্ষেই এমন অকবিতা প্রকাশ করা সম্ভবব

    মকলু তুই বই পড় মানুষ হ

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. নতুন করে কবিতা লিখতে শুরু করেছে, মেনে নিতে পারেন অথবা না...

      মুছুন
  34. মকলুর কবিতা হায় হায়
    পেটিকোট খুলি যায় যায়

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. কবি মোল্লা
      আপনার বোধয় পেটিকোট খুবই পছন্দ
      তা নিজেই পরিধান করে পৃথিবী পরিভ্রমন করুন, এটাই ব্যাটার।

      মুছুন
    2. ব্যাটার মানে কি রে গাম্বাট ?? তুই শালা সত্যিকারের মুর্খসোদা , প্রাইমারীতে ভর্তি হয়ে বানান শিখে আয় রে গাম্বাট ৷ সম্পাদক সাজতে লজ্জা করে না তোর????

      মুছুন
  35. কবি ইদ্রিস আলীশনিবার, ১৯ আগস্ট, ২০২৩

    তুমি আরেকবার আসিয়া
    যাও মোরে কান্দাইয়াা
    আমি মকলুর কবিতা পড়ে
    বারবার কাদতে চাই… (২ বার)

    উত্তরমুছুন
  36. মকলু কি কুনদিন মানুশ হবে না ???

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. স্বনামে যেদিন মন্তব্য করবেন

      মুছুন
    2. এবার সনামে মন্তব্য করলাম , কি বাল ছিড়বু ছেড় শালা বোকচোদ
      তোর মাথাত গু ঢালিয়া কান ধরি দাড় করে রাখবো অশিক্ষিত মকলু

      মুছুন
    3. ধন্যথাকুন আফজাল হোসেন
      আর নিজের হাগু নিজের গায়ে ও মাথায় মাখুন, সেটাই ভালো...

      মুছুন
  37. কবি পলাতক
    পুটকি চিপি ধরি পলাইচে কবির মিয়া

    উত্তরমুছুন

অমার্জিত মন্তব্য করে কোনো মন্তব্যকারী আইনী জটিলতায় পড়লে তার দায় সম্পাদকের না৷