New

শ্বেতপত্র

-: পত্রিকার নীতিমালা :-


সম্পাদকের স্বীকারোক্তি

  • শ্বেতপত্র পত্রিকা বাঙালি জাতিসত্ত্বার বিশিষ্টতাকে স্বীকার করে।
  • আমরা মহান মুক্তিযুদ্ধের চেতনার প্রতি শ্রদ্ধাশীল।
  • বাংলাদেশের প্রচলিত আইনকে আমরা সম্মান করি।
  • নারীদের সমান মর্যাদাকে আমরা স্বীকার করি।
  • শিশুদের নিরাপত্তা বিষয়ে আমরা সচেতন।
  • আমরা ব্যক্তি স্বাধীনতাকে সম্মান করি।
  • আমরা চিন্তার স্বাধীনতাকে মূল্যবান মনে করি।
  • পাঠকের ব্যক্তিগত গোপনীয়তাকে আমরা সম্মান করি।
  • পাঠকের নিরাপত্তা বিষয়ে আমরা পূর্ণ দায়িত্বশীল।
  • আমরা পাঠকের কোনো ইমেইল বা স্থানিক ঠিকানা সংগ্রহ করি না।
  • শ্বেতপত্র ম্যাগাজিনের কোথাও কোনো গোপন গোয়েন্দা স্ক্রিপ্ট বসানো নেই। ওয়েবপেজের কোনো লিংক অথবা বডিতে ক্লিক করলে কোনো সফটওয়ার স্বয়ংক্রিয়ভাবে আপনার কম্পিউটার বা মোবাইল ফোনে ইনস্টল হবে না।
  • আমরা কোনো উপায়েই আপনার কম্পিউটার বা মোবাইল ফোনের অপারেটিং সিস্টেম, স্ক্রিন রেজুলুশন, মডেল বা কোম্পানীর নাম ও ইলেকট্রনিক ঠিকানা (Mac address), অথবা আপনার ইন্টারনেট কানেকশনের তথ্য (যেমন: অপারেটর, লোকেশন, IP address ইত্যাদি) সংগ্রহ করি না। 
  • শ্বেতপত্র পত্রিকার লেখা পড়া অবস্থায় আপনি আপনার কি-বোর্ডের কোন কোন বোতামে চাপ দিয়েছেন, মাউস দিয়ে কোথায় কোথায় ক্লিক করেছেন, সাইটে কতক্ষণ ধরে ভিজিট করেছেন, দিন বা রাতের কোন সময়ে এসেছেন, আমাদের ম্যাগাজিন পাঠ করা শেষ করে অন্য কোন সাইটে চলে গেলেন, শ্বেতপত্র পাঠকালীন ব্রাউজারের অন্যান্য ট্যাবে অন্য যে সব ওয়েবসাইট খুলেছেন, আপনি কম্পিউটার নাকি মোবাইল ফোন দিয়ে আমাদের ম্যাগাজিন পড়ছেন, আপনি কোন ব্রাউজার দিয়ে ভিজিট করছেন, আপনি কোন দেশ থেকে আমাদের পত্রিকা পাঠ করছেন - ইত্যাদি বিষয়ে আমরা কোনো নজরদারি করি না।

তবে উল্লেখ্য যে,

  • আমাদের এই পত্রিকা গুগল কোম্পানীর blogspot.com এর সার্ভারে হোস্ট করা হয়েছে।
  • গুগল তার নিজ বাণিজ্যিক প্রয়োজনে সার্চ রেজাল্ট তৈরির জন্য অসংখ্য রোবট সারা পৃথিবীর অনলাইনে ছড়িয়ে দিয়ে রেখেছে। তারা অনলাইনের যে কোনো ওয়েবসাইট এবং যে কোনো ভ্রমণকারীর তথ্য ওয়েবসাইটের পরিচালক এবং ভিজিটরের অনুমতি ছাড়াই সংগ্রহ করে নিতে পারে। সেই রোবটগুলোর সাথে আমাদের কোনোরকম সচেতন যোগাযোগ বা কোনোরকম আর্থিক বা রাজনৈতিক বা সামাজিক বা ব্যক্তিগত সংশ্রব নেই। তাদের দ্বারা কৃত কোনো বে-আইনী বা অনৈতিক বা অসামাজিক কার্যক্রমের দায়ভার আমাদের না। বস্তুতঃ গুগল কোম্পানীর কোনো কাজ আমাদের দ্বারা নিয়ন্ত্রিত হয় না অথবা গুগল আমাদের অনুমতির অপেক্ষা করে নিজেদের কর্মক্ষমতা সীমিত করে না। ফলে গুগল দ্বারা সংঘটিত কোনো বে-আইনী ঘটনার দায়ভার আমাদের না।
  • শুধু গুগল নয়, মাইক্রোসফট কোম্পানীর bing.com এবং yahoo.com সহ বিভিন্ন কোম্পানীর শত শত রোবট কোনোরকম পূর্বানুমতি ছাড়াই আমাদের ওয়েবসাইটের তথ্য সংগ্রহ করে নিতে পারে। সেক্ষেত্রেও, তাদের দ্বারা কৃত কোনো বে-আইনী বা অনৈতিক বা অসামাজিক কাজের দায় আমাদের নয়।

আমাদের নীতিমালা সম্পর্কে আপনার মতামত নিচের কমেন্টবক্সে নির্দ্বিধায় জানাতে পারেন। আমরা নিজেদের সীমাবদ্ধতা ও অসহায়ত্ব স্বীকার করতে কুণ্ঠিত নই; আর তাই অন্যদের মত নিজেদের ব্যর্থতা আড়াল করার গ্লানি থেকে মুক্ত থাকতে চাই।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ