চিঠি লেখা, ডাকযোগে সেই চিঠি পাঠানোর সংস্কৃতি প্রাগৌতিহাসিক হয়ে গেছে। অথচ এক সময় যোগাযোগের প্রধান মাধ্যমই ছিল হাতে লেখা চিঠি। প্রেম করতে প্রেমিক-প্রেমিকারা প্রেমপত্র লিখতো, পিতা -মাতা সন্তানদের, সন্তানরা পিতা-মাতাকে, ভাই বোনকে, বন্ধু বন্ধুকে কতই না চিঠি লিখত। যেন চিঠির ছড়াছড়ি । আজ সেই চিঠির সংস্কৃতি ইতিহাস মাত্র।
তাইতো আন্তর্জাতিক চিঠি দিবস উপলক্ষে শ্বেতপত্রের বিশেষ সংখ্যা- 'চিঠি সংখ্যা' আপনার চিঠি বা চিঠি বিষয়ক লেখা পাঠিয়ে দিন...
8 মন্তব্যসমূহ
ওগো প্রেমরাজ সম্পাদক, আমাকে একী পরীক্ষায় ফেললে? আমার রাতজেগে লেখা এডাল্ট চিঠিগুলো এবার কি ফাঁস হয়ে যাবে? চুমমমমমআহ
উত্তরমুছুনকিসমত জাহান টুনি
মুছুনহায়রে আপনার কত কষ্ট!
পত্রাবলীর গোপন বুকে
উত্তরমুছুনতন্দ্রালোকের বার্তা যত,
ভাবছ তোমায় জানিয়ে দিব
মনের কথা শত শত৷
তা হবে না, তা হবে না
বলছি তোমায় আজ,
শুধু নিজের প্রিয়ার কাছে
খুলবো চিঠির ভাঁজ৷
কবি ইদ্রিস আলী
মুছুনকবিতা অসাম
হালিম ভাই,হালিম খায়
উত্তরমুছুনডালিম একা ডালিম;
তাই না দেখে বন্ধু আলীম
বলল তোরা বেজায় জালিম।
আহা!
মুছুননাতি তুমি এবার একটি কাজের কাজ করেছে তোমার উন্নতি হচ্চে দেখে আমি গর্বিত , আসল দাদুর আসল নাতির মত কাজ করেছ তুমি ৷ তোমার দাদিকে লেখা আমার গোপন চিঠি পাঠাবো তোমাকে তুমি প্রকাশ করে পৃথিবিকে জানিয়ে দিবা আমাদের অমর প্রেম কাহিনী
উত্তরমুছুনকই তা দাদিকে লেখা গোপন চিঠি প্রকাশের জন্যে পাঠালেন?
মুছুনঅমার্জিত মন্তব্য করে কোনো মন্তব্যকারী আইনী জটিলতায় পড়লে তার দায় সম্পাদকের না৷