বিচ্ছিন্ন বিক্ষিপ্ত ঘুম আর পতনের
নিরলস ব্যস্ততায় পাড়ি দিল
দুই হাজার পঁচিশ!
একটা পাউরুটি ছিড়েখুঁড়ে
তিন আঙ্গুলের ভাঁজে, জলভর্তি গ্লাসে
চুবায়ে মুখে ভরে দিলেই
নিমিষে মিলিয়ে যাওয়া,
তেমনই দুই হাজার পঁচিশ বছরটা পৃথিবীর বয়সের ফ্রেমে গেল সেঁটে।
বহু রঙ দেখে ফেললাম
নানান চেহারায়
শিক্ষাও অর্জিত হলো কম না।
আমিও যেন কেমন
সময় ধরা দেয় না
অসময়-কুসময় পিছে লেগে থাকে
বিয়োগান্তক সুর ধ্বনিত
মাটি থেকে আকাশ অব্দি শব্দ-তরঙ্গে!
মগজের নিউরনে, কানে অহর্নিশ।
চব্বিশে দীর্ঘায়ু শোষকের পতন!
দুই হাজার পঁচিশে রাষ্ট্রের, সমাজের, পরিবেশের পতন মধ্যযুগীয় বিন্যাসে।
ব্যর্থ-সফল, খ্যাতনামা-অখ্যাত
ধরার কত পাতার বিয়োজন
কত নতুন পাতার আয়োজন
রাষ্ট্রীয় ঋণের বোঝার জীর্ণতা নিয়ে।
অনিবার্য বিদায় দুই হাজার পঁচিশ
তবু নতুন আশায় বুক বাঁধি
উৎকর্ষের নতুন অধ্যায়ে।




16 মন্তব্যসমূহ
একস্যান্ডেল, দুইস্যান্ডেল, তিনস্যান্ডেল, চারস্যান্ডেল, পাচস্যান্ডেল, ছয়স্যান্ডেল, সাতস্যান্ডেল, আটস্যান্ডেল
উত্তরমুছুনফজলুল হক
মুছুনপ্রিয় পাঠক নতুন বছরের শুভেচ্ছা নিন।
আর অনুগ্রহপূর্বক প্রাসঙ্গিক মন্তব্য করার জন্য বিশেষ নিবেদন।
মকুকে জানাই ঈদ মোবারক
উত্তরমুছুনসুন্দোর কবিতা
ধন্যবাদ।
মুছুননতুন বছরের শুভেচ্ছা।
শ্বেতপত্রের সাথেই থাকুন।
জনাব মেকলেছুর রহমান সাহেব আপনার কবিতাটি হৃদয়ে হিট করে গেল৷থারটিফাস নাইটে হোলধোয়া নদীর তিরে আমরা পিকনিক পাটি করেছি সেই পাটিতে আপনার কাব্য আবৃতি করে আমি সবার মন জয় করেছি৷আপনাকে সাদর আমন্ত্রণ জানাই প্লিজ আসুন একটিবার
উত্তরমুছুননতুন বছরের শুভেচ্ছা।
মুছুনশ্বেতপত্রের সাথে থাকার জন্য ধন্যবাদ।
এক পলকে 2025 দেখতে পেলাম
উত্তরমুছুনসাব্বাস নাতি
এমন আরো লেখে লেখে তুমি হিরো কবি মোখলেছুর রহমান চৌধুরী হয়ে যাও
নতুন বছরের শুভেচ্ছা জনাব
মুছুনএই লোকটাকে কেউ আটকাও , এমন করে লিখতে থাকলে তো লোকটা একুশে পদক পেয়ে যাবে
উত্তরমুছুনশ্বেতপত্র পাঠের জন্য অশেষ ধন্যবাদ
মুছুনতবু নতুন আশায় বুক বাঁধি
উত্তরমুছুনউৎকর্ষের নতুন অধ্যায়ে।
তুমি ছারা আর কে এত সুন্দর করে লিখতে পারে বলো প্রিয়া আমার প্রিয়া
আই লাভ ইউ 😘😘😘
নতুন বছরের শুভেচ্ছা
মুছুনতোমার কবিতা পডৃে বছর শুরু করলাম পিও কবি মোকলুছুর রহমান
উত্তরমুছুননতুন বছরের গোয়া মারা সারা
সবাই আমার জন্য দুআ করবেন
Rofikul trimohoni
মুছুননতুন বছরে ধন্য থাকুন
Ai kobita pore kub valo laglo na kobi. Tmr kase potibadi korita cai . Tmi potibadi kobi hye asob ki likeso. Ami kub hotass hlam. Tmi asob bad dia potibadi kabbo liko. Des aj gobir sonkote
উত্তরমুছুনকি নাইচ কবিতা গো ভাই
উত্তরমুছুনকবিতা পাট করে আমার হাগা ছুটচে
অমার্জিত মন্তব্য করে কোনো মন্তব্যকারী আইনী জটিলতায় পড়লে তার দায় সম্পাদকের না৷