New

শ্বেতপত্র

পাখি সীমানা শামীম সৈকত এর কবিতা



আকাশ সমান পাখি নেই 

অথচ পাখির ভেতর আকাশ উড়ে যায়

অশ্রুত প্রেমে! 

পায়ের মাপে মানুষ হাটে 

শুনেছি সব পাখি ঘরে ফেরে 

আমার

ফেরার পথে পুড়ে যায় ঘর। 



বেকার দুপুর 

বাসায় কেউ নেই 

ফ্রিজের ভেতর পচনশীল কথা জমিয়ে 

চলে গেলে 

আমি ভাবছি - একা দাঁড়িয়ে কত দূর যাওয়া যায়!

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ