New

শ্বেতপত্র

পাখি সীমানা শামীম সৈকত এর কবিতা



আকাশ সমান পাখি নেই 

অথচ পাখির ভেতর আকাশ উড়ে যায়

অশ্রুত প্রেমে! 

পায়ের মাপে মানুষ হাটে 

শুনেছি সব পাখি ঘরে ফেরে 

আমার

ফেরার পথে পুড়ে যায় ঘর। 



বেকার দুপুর 

বাসায় কেউ নেই 

ফ্রিজের ভেতর পচনশীল কথা জমিয়ে 

চলে গেলে 

আমি ভাবছি - একা দাঁড়িয়ে কত দূর যাওয়া যায়!

একটি মন্তব্য পোস্ট করুন

4 মন্তব্যসমূহ

  1. সামনে সাগরপাড়ে দাড়িয়ে থেকে আপনার কবিতা পড়লাম কবিবর। অনেক কথা মনে পড়ে গেল। সীমানার ওপারে সিনেমাটার মত জীবন আমার। দ্বীপ থেকে দ্বীপান্তরে ভেসে বেড়াই। আপনার এই কবিতা আমার মনে থাকবে কবিবর। আপনার অনেক ভালোবাসা। মোকলেছ সাহেবের সৌজন্যে আপনার কবিতার পড়ার সৌভাগ্য হল। আপনাকে ও সম্পাদক উভয়কেই শুভেচ্ছা।

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. শ্বেতপত্র পাঠ কবিতা সম্পর্কে মন্তব্য করার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই

      মুছুন
  2. মাশাল্লা, সুভহানাল্লা। মারহাবা। সাব্বাস ভাই। তুই পারবি।

    উত্তরমুছুন

অমার্জিত মন্তব্য করে কোনো মন্তব্যকারী আইনী জটিলতায় পড়লে তার দায় সম্পাদকের না৷