New

শ্বেতপত্র

নববর্ষের ক্যাকটাস ----- আহম্মেদুল কবির

ভালো কিছু হোক- ভালো থাকি এই প্রত্যাশায় নতুনকে কত কিছু দিয়েই তো ররণ করা হলো বারবার। শুন্যতা বুকে নিয়ে শুধু হানাহানি, হিংসা বিদ্বেষ আর কাটাকাটি। শুভেচ্ছা, স্বাগতম, অভিনন্দন- দুরহ! এভাবে আর ভালো লাগে না। আসছে নতুন বছর কবিতা দিয়েই শুরু করি কেমন---!



কৃষ্ণগব্বরে নব সূর্যের আগমন 

ক্যাকটাসের পাতা ও কাঁটায়

নির্ঘুম রাতে অবশিষ্টাংশ খুঁজি

শুধুই হতাশা!

যেটুকু প্রাপ্য সেটিও অতীতযোগ

বিস্তীর্ণ মাঠের মূলাগুলোর মতোন।

গন্ধমফল ঝুলে আছে হুরপরীর দেশে

আমাদের লোলুপ দৃষ্টি বছরের পর বছর

ক্যালেন্ডার উল্টিয়ে দেখে 

কী পেলাম—কী হারালাম

বিগব্যাং বিন্দুতে।


এসো ফিরি আবার উল্টোপথে

আর আগাব না, ফিরে যাই

পৈত্রিক ভিটায়, যে ভিটায় বৈশ্বিক হাওয়ায় দুলেছিলো মন, ছিলো প্রেম, ছিলো ভালোবাসা—কী দারুণ মানবিক!

চোখের সামনে ধ্বংসের দূত দেখে

চমকিত হই! চারিদিকে চিৎকার শুনি পারমাণবিক আর পারমাণবিক।

একটি মন্তব্য পোস্ট করুন

4 মন্তব্যসমূহ


  1. এইটা মাশাল্লা একটা জব্বর লেখা হইছে কবির। তোমার কবিগিরি নতুন বছরে চোদনাপাকামি পাক এই পাক জমিনে এই দোয়া করি। তোমার ভাল হইবে। পরিশেষে বলিতেছি যে, কবিতার শুরুতে গব্বরসিংএর নাম নিছো, আমি খুশি হইছি। গব্বরসিং আমার প্রিয় নায়ক। তাকে লাল সালাম। তোমাকেও বিগব্যাঙ জানাই। ধন্যবাদ

    উত্তরমুছুন
  2. উল্টোপথে বিগব্যাং ভাল জিনিস। তুমার প্যাকটিস আছে, এটা আমি বুঝছি। লুকায়া রাকতে পার নাই।

    উত্তরমুছুন
  3. মারহাবা। দিল জিত লিয়া ভাইও। আগে বাড়ো কবির ভাই।

    উত্তরমুছুন

অমার্জিত মন্তব্য করে কোনো মন্তব্যকারী আইনী জটিলতায় পড়লে তার দায় সম্পাদকের না৷