ভোজন রসিক হিসাব কষে না, রন্ধন শিল্পে
কত ফোঁটা শরীরের জল ঝরলে তা
কত লিটার তেল হয়ে রন্ধনে স্বাদ যোগাবে?
সে তো ভোজনে পরম-তৃপ্তি খোঁজে!
বাজারে খাঁটি তেলের সংকট হলেও
তেলী পাড়ায় তা অ্যাভেলএ্যাবেল,
ঘানিতে ভাঙানোর অধিক খাঁটি;
তাদের মুখে তেল ভর্তি ওয়াগন, আনলোড করে করে,
যেন ডিপো বানিয়ে রেখেছে।
যখন যেখানে যে অবস্থায় আখের গোছাতে-
যার মুখে, শরীরে, পায়ে গ্যালন-গ্যালন
লোড দিতে হয়; সব যেন নখ দর্পনে।
শহর বা গ্রামের বিভিন্ন পয়েন্টে টাই পরা, ইন করা, লুঙ্গি খেঁচা, উচ্চ-মধ্য-অল্প, বয়স ও শিক্ষিত,
ঘানি নয় ডিপো খুলে বসেছে-
যারা অধিক তেলপ্রীতিতে তৈলাক্ত হওয়ার বাসনা আছে চলে যান না হয়,
আধুনিক তেলী পাড়ায়- আঁচার হয়ে ডুবে থাকেন তেলে।
193 মন্তব্যসমূহ
বেশ তো লাগলো! তবে আগামিতে আরও একটু ভারি কাজ হবে আশা করি। অভিনন্দন।
উত্তরমুছুনধন্যবাদ আপনাকে
মুছুনতুমি আবার 100 জনকে ট্যাগ করেছ ছোটভাই
উত্তরমুছুনতোমার এমন অচোদা কাব্য কেন তুমি লিখ আমাকে বলোতো
তুমি আর কত ন্যাংটা হবে?
তুমি ভাল কবিতা প্রকাশ কর যাদের তাদের কাছে কিছু শিখকে পার না??? তুমি জ্যোতি আহম্মেদের কাছে কবিতা শিকিও
একদিকে অচোদা কাব্য লিখছ আবার সেসব প্রকাশ কপে ১ ট্যাগের চোদনে 100 জনকে গর্ভবতি করে দিচ্ছো
তুমি এসব কি শুরু করেছ বলোত
কি চাও আসলে তুমি?????
জনাব মনোয়ার হোসেন ভাই আপনাকে আর গর্ভবতি হতে হবে না, ট্যাগ না হয় নাইবা করলাম। তাতে যদি আপনি গৌরবিত হন তাহলে হোক তাই!
মুছুনজনাব মনোয়ার হোসেন আপনার কোন বন্ধুু যদি প্রতিদিন ভালোবেসে আপনাকে দাওয়াত দেয় বাড়িতে যে পদেরই রান্না হোক। যেমন ধরুন শাক- সবজি, ডাল, (আলু, বেগুন, শুটকি, সিদল, শুকতানি ইত্যাদির ভর্তা), হলেও দাওয়াত দেয় আবার পোলাও মাংস হলেও দাওয়াত দেয়। আর আপনি এমন বন্ধুর ডাল, সবজি, ভর্তার দাওয়াতে বির্বত হন, গাল-মন্দ করেন আর পোলাও মাংসের দাওয়াতে জিভে জল এনে বসে থাকেন। এ লজ্জা ও কষ্টে দাওয়াত দেয়া বন্ধ করলে খুশি হন। অন্য দিকে পোলাও মাংস রান্না হলে দাওয়াত না পেয়ে দাওয়াতের জন্য অনুনয়-আর্জি পেশ করেন, দুঃখে চোখের জল, নাকের জল, জিভের জল একাকার করে থাকেন এমন অবস্থায় আপনার বন্ধুর এর চেয়ে ভালো কিছু কিবা করতে পারে?
মুছুনএটা কি হামার উলিপুরোক নিয়ে লেখলেন ভাই? সত্য করি কন তোো
উত্তরমুছুনযারা বাজারে তেল বিক্রি করে না কিন্তু নিজ স্বার্থ হাসিলের জন্য তেলের ডিপো খুলে বসে আছে, তাদেরকে নিয়ে লেখা।
মুছুনমকলু ফেসবুকে ট্যাগ করলে আমরা যা করবঃ
উত্তরমুছুন১. না বলব
২. চিৎকার করব
৩. দৌড়ে নিরাপদ জায়গায় যাব
৪. মা-বাবা অথবা শিক্ষককে জানাব
স্বনামে এ মন্তব্য করলে আর ট্যাগ করতাম না।
মুছুনহালার পুত মকু তোকে রডে বসিয়ে বেল বাজাবো
উত্তরমুছুনঅশালীন ও বিষয় বর্হিভুত মন্তব্য করবেন না প্লিজ। সুনিদিষ্ট ও গঠনমূলক সমালোচনা করুন
মুছুনকমেন্ট ডিলেট কর তুমি তো বাকশালি সম্পাদক
মুছুননাম ভাঙ্গাও ডিরোজিও
কিন্তু কাজ কর বাকশালি
বাহ মকলু বাহ
সুনিদিষ্ট ও গঠনমূলক সমালোচনা বা মন্তব্য সম্মানের সঙ্গে উত্তর দেয়া হয়, তর্ক বিতর্কও জমে ওঠে। কিন্তু অনেকে বিষয় বহির্ভূত অশালীন, ব্যক্তিক আক্রমণাত্মক মন্তব্য করেন তখন দু-একটি ডিলিট করা হয়। তা যদি আপনার কাছে বাকশাল মনে হয় তাহলে বলার অনেক কিছু থাকলেও বলা যায় না।
মুছুনমকলুর কবিতা পড়ে
উত্তরমুছুনঘুমাতে পারিনা সারারাত ধরে 😶
তাহলে জেগে থাকেন
মুছুনজেগে জেগে ই তো কাটে আমার রাত
মুছুনওগো সম্পাদক
ঘুমের সিরাপ খেয়ে ঘুমায়েন তাহলে?
মুছুনএভাবে বলো কেনু, তুমি এত নিষ্ঠুর কেনু ওগো সম্পাদক
মুছুনআর একটা কাজ করতে পারেন মাথায় জল ঢালুন।
মুছুনকবিতা লিখতে মকুর
উত্তরমুছুনকাপড় খুলছে
তাতে কি হইছে,
নিচে মকলুর মোটা একখান
পেটিকোট আছে 🙉🙉🙉
মুরত থাকলে কবিতা নিয়ে কথা বলেন তো
মুছুনতোমার মুরত থাকলে তুমি কবিতা লিখে দেখাও তো
মুছুনতারপর আমাকে বলিও তোমার কবিতা নিয়ে কথা বলতে
আপনার দৌড় বুঝে গেছি!
মুছুনভাতিজা শোভন রুকন মকলুর যে একখান মোটা পেটিকোট আছে, সেটা কী তোর মা দিছে রে বাবা?
মুছুনমকলু চাচ্চু শোন তুমি আমার মার পেটিকোট বেলাউজ পড় এটা সবাই জানে , ওগুল তোমার কাছে রেখে দিও ৷ মাকে ফেরত দেয়া লাগবে না ৷ মা বলছে তোমার ওগলা পড়তে খুব পচন্দ
মুছুনতোমার ট্যাগের চোদনে আমি
উত্তরমুছুনদিনেরাতে শুধু ঘামি
শয়নে স্বপনে দেখি তোমার মুখখানি
একটু হালকা মেরেছি তাই লালপানি
নিজাম বিশ্বাস ওকে বুঝেছি আপনার অবস্থা
মুছুনআপনি গল্প লিখবেন, উপন্যাস লিখবেন, কবিতা লিখবেন, প্রবন্ধ লিখবেন। বিষয় পুরনো হতে পারে, আপনি যে বিষয়ে লিখলেন, সেই একই বিষয়ে আপনার আগেও দুই চারজন লিখতে পারেন। তাহলে এই একই বিষয়ে আপনি কেন লিখবেন? লিখবেন আপনারও কিছু বলার আছে। নিজের বক্তব্য প্রকাশের জন্য আপনার দুটি পুঁজি জরুরি। যে দুটি পুঁজি আপনাকে স্বতন্ত্র লেখকের মর্যাদা দেবে। এগুলো হলো:
উত্তরমুছুন১। নিজস্ব ভাষা
২। নিজস্ব কণ্ঠস্বর বা বলার শৈলী।
.
আপনি উপন্যাস লেখেন, ভাষা ইমদাদুল হক মিলন, শরৎচন্দ্র কিংবা হুমায়ূন আহমেদের ভাষা, শৈলীও তাদের, তাহলে আপনাকে পাঠক লেখক হিসেবে কেন গ্রহণ করবে?
.
দেখুন, মাকে নিয়ে মানিকের উপন্যাস আছে, শওকত ওসমানেরও আছে। এমনকি দুজনেই উপন্যাসের নামও এক—‘জননী’। কিন্তু ভাষা ও কথনশৈলী আলাদা। তাই তারা দুজন স্বতন্ত্র লেখক।
.
যেমন রবীন্দ্রনাথের ‘গগনে গগনে আপনার মনে/ কী খেলা তব’ গানটি পঙ্কজ মল্লিক গেয়েছেন, হেমন্ত মুখোপাধ্যায় গেয়েছেন, আবার পিযুষ কান্তি সরকারও গেয়েছেন। একই গান, একই সুর, একই তাল-লয়ে তিন জনেই গেয়েছেন। কিন্তু তিনজনের গান তিন রকমের। শুনলেই বোঝা যায়, শিল্পী কে। লেখককেও এই স্বাতন্ত্র্য অর্জন করতে হবে। যিনি পারবেন না, লেখালেখি করা তার জন্য ফৌজদারি অপরাধ বলে মনে করি। কারণ তিনি সমাজকে কোনো সম্পদ দিচ্ছেন না, কেবলই আবর্জনা উৎপাদন করে যাচ্ছেন।
-
কেন এত কথা আপনাকে লিখলাম তা বোঝার সক্ষমতা যদি থাকে তাহলে লিখুন৷ নাহলে এ পথ ছেড়ে দিলে আপনারই মঙ্গল৷ অযথা সময় নষ্ট করে লাভ কী বলুন? পাঠকের সময়ের যেমন দাম আছে, আপনার সময়েপও দাম আছে আশা করি৷ বরং বই পড়ুন৷ বড় কবিদের কবিতা পড়ুন৷ কাজে লাগবে৷ মনযোগ দিয়ে পড়বেন৷ আপনার জেলা অনেক সমৃদ্ধ৷ সেখানে অনেক বড় বড় লেখক/সম্পাদক আছেন, তাদের পরামর্শ নিন৷ বেসিক জ্ঞান অর্জন করে তারপর লিখতে আসুন আবার৷ শুভকামনা
অনেক অনেক উপদেশ দেয়ার জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানবেন।
মুছুনচিন্তা সূত্র ভিজিট করুন, অনেক ভাল কবিতা প্রবন্ধ পাবেন৷ সেসব পাঠ করে নিজেকে আরো ঋদ্ধ করুন৷ নইলে ভাঁড়ে মা ভবানী
মুছুনআপনার এই ঋণ কেমন করে যে পরিশোধ করবো?
মুছুনদারুণ কবিতা ভাই
উত্তরমুছুনচালে যান
ধন্যবাদ
মুছুনকি সুন্দর কাব্য
উত্তরমুছুনএমন প্রতিবাদি কবিতাই তো চাই
বর্তমান সময়ে আপনি গরীবের সুকান্ত
আপনার জয় হবেই
ধন্যবাদ
মুছুনউচিত জবার দিয়েছিস মকলু
উত্তরমুছুনবর্তমান সময়ের তেলবাজদের এভাবে চটেপাঘাত করতে হবে নাহলে এরা ভাল হবে না তুই আরো বিদ্রহ কর
ধন্যবাদ গুলতেকিন
মুছুনতেল লাগায় হইয়াছো কবি,
উত্তরমুছুনফেসবুক খুললেই তোমার টাকের ছবি।
একটি প্রশ্ন আমায় খুব ভাবায়
টাকলা বেলেত তল দিয়া কয়বার যায়।
উত্তর খুঁজিয়া পাইইনি মাথায় চুল থাকাায়,
এ বিষয়ে মকলু সাংঘাতিক কি কয়/
মকবুল আলী মাস্টার ধন্যবাদ
মুছুনআপনি কুড়িগ্রামের জাতির গর্ব৷৷ প্রতিবাদি ভাবমুর্তিই আমাদের জাগ্রত করে
উত্তরমুছুনআপনার মত এমন সুন্দর কবিতা আর কেউ পারে না প্রিয় ভাই
ধন্যবাদ
মুছুনমারাত্তক লাগলো কবিটাতা
উত্তরমুছুনসে রা হইতে ভাই সেরা
ধন্যবাদ
মুছুনKhub valo laglo vi
উত্তরমুছুনধন্যবাদ
মুছুনহরপ্রসাদ শাস্ত্রীর তৈল পডৃুন
উত্তরমুছুনআরিফ হরপ্রসাদ শাস্ত্রীর 'তৈল' পাঠ করেছি...
মুছুন"কে যে তৈল দিবার পাত্র নয়, তাহা বলা যায় না। পুঁটে তেলি হইতে লাটসাহেব পর্যন্ত তৈল দিবার পাত্র।"
অকবি কী করে সাহিত্য সম্পাদক হয়!
উত্তরমুছুনউফ্😕
স্বনামে মন্তব্য করুন।
মুছুনসত্যম্ শিবম্ সুন্দরম্...
উত্তরমুছুন"না আমার আর কিছু বলার নাই,
যা বলার ছিলো তেলিপাড়া পড়ার পর সমস্ত শেষ হইয়া গিয়াছে"
ধন্যবাদ
মুছুনআপনিও কিছু বলুন
প্রিয় সাংবাদিক মোখলেছুর রহমান ভাই , আমার নাম শেখ সিয়াম ৷ কিন্তু বন্দুরা আমাকে ডাকে সেক্সি আম ৷ আগে ক্লাসের বন্ধু রা ডাকতো কিন্তু এখন মহল্লার সবাই ডাকে সেক্সি আম ৷ একারনে মেয়েরাও আমার সাথে প্রেম করে না ৷ আমি খুব সমস্যায় আছি ভাই ৷ আপনার প্রতি বিনীত অনুরোধ , আপনি এই বিষয় একটি প্রতিবাদি সংবাদ প্রকাশ করুন অথবা একটি প্রতিবাদি সচেতনামুলক কবিতা লিখুন যাতে সবাই সচেতন হয়ে আমাকে আর সেক্সি আম না বলে ৷ আপনার পায়ে ধরি ভাই
উত্তরমুছুনশুনেও না শোনার ভান করে থাকুন। কিছু দিন গেলে যখন আপনাকে ওকথা বলে পাত্তা পাবে না, তখন দেখবেন সবই ঠিক হয়ে গেছে।
মুছুনরুচির দুর্ভিক্ষ বোধহয় একেই বলে৷
উত্তরমুছুনআপনার রুচির বন্যা হচ্ছে তো?
মুছুননাবালকের মতো অনুকরণ প্রীতিতো বেশ কড়ায়ত্ব করেছেন।
নামকরণে এত স্থুল চেতনার বহিঃপ্রকাশ বমির উদ্রেক করল৷ উৎকট, বিদঘুটে৷ বিষয় ঠিক ছিল৷ কিন্তু শব্দ চয়নে কবির অন্তসারশূন্যতা প্রকট হয়েছে৷ পড়াশোনা নেই মনে হচ্ছে৷
উত্তরমুছুনদ্যাখেন বমি হয়ে যাবে, পরে যেন হসপিটালাইড হতে না হয়? কিডনির প্রোব্লেম হলেও বমি বমি ভাব থাকে! লেখকের কত সমস্যা ধরিয়ে দিলেন,
মুছুনআপনি দিব্য-জ্ঞানী এবার বোধ হয় লেখক ও সম্পাদককে আপনার নিকট পরীক্ষায় বসতে হবে!
ভাতিজা তোমার অধঃপতন হয়েছে দেখছি৷ মাঝে তো ভাল লিখতে
উত্তরমুছুনসব লেখা তো একই রকম হয় না।
মুছুনবেশ তেলতেলে লাগল। চাচ্চুর টাকের মতো চকচকে ও তৈলাক্ত।
উত্তরমুছুনভাতিজী তোমার আম্মাকে বলিও বাজার থেকে যেন তেল ক্রয় না করে। তোমার চাচ্চুর টাকের তেল, তার তেলীপাড়া'র তেল নিলে যথোপযুক্ত হবে বৈকি?
মুছুনতেলকাব্য পড়ে সিদ্ধান্ত নিলাম আজ থেকে তেলে ভাজা খাব না
উত্তরমুছুনতাহলে তো তেলের বাজারে দুর্ভিক্ষ লেগে যাবে।
মুছুনশুধু একটা কথাই বলি, লেখকের যদি মোটামুটি বোধবুদ্ধি থাকত এসব লেখা তিনি লিখতেন না, আর সম্পাদকও-বা কেন এসব ছাপালেন কে জানে!
উত্তরমুছুনতাহলে কোন ধরনের লেখা লিখলে আপনি খুশি হতেন? যদি বলতেন?
মুছুনবই পড় ছোটভাই
উত্তরমুছুনবারংবার তোমাকে বলি বই পড় বই পড়
কিন্তু না
তোমার কোন উন্নতি নাই
তুমি এখনো এসব অপাঠযোগ্য চামটি চড়াইয়ের গু রচনা করেই চলেছ৷৷৷৷ আমার ইচ্ছে করছে এই গু তোমার মুখে ঘসে দিতে ৷ তবু যদি তুমি বুঝতে পার এসব তেলকাব্যের মান কোথায়
পঙতি, শব্দ ধরে ধরে ব্যাখ্যা দিয়েন তাহলে...
মুছুনসাব্বাস নাতি, আসল দাদুর আসল নাতির মতো লিখেছো। এই তো চাই। এই সমাজের যত দালাল নোংরা তেলতেলে মানুষ আছে, তাদের বিরুদ্ধে এই জোরালো লিখনী দুর্দান্ত লাগলো। তোমাদের হাতে দেশ ছেড়ে দিয়ে আমি এখন নিশ্চিন্তে হুরপরীর দেশে যেতে পারবো। লাখো ধন্যবাদ দেই এই বিপ্লবী কবিতার জন্য।
উত্তরমুছুনধন্যবাদ আপনাকে।
মুছুনTmi akta valo sele moklus
উত্তরমুছুনKintu asob ki pokas koreco tmi bolo to
একই সাথে সবার মন রক্ষা করা যায় না, বুঝেছি ধন্যবাদ।
মুছুননতুন কাজী নজরুল ইসলামের পদধ্বনি শোনা যায়। উন্নত কবির উন্নত কবিতা। ভাল লাগলো ভাইজান। আপনি সত্যিই আগামীর কাণ্ডারি।
উত্তরমুছুনআপনার যদি তাই মনে হয়, তাহলে কী আর করা যাবে?
মুছুনসুন্দর লিখেছো মোকলেছ। প্রতিবাদী কবিতা তোমাদেরকেই তো মানায়। শুভেচ্ছা সতত!
উত্তরমুছুনধন্যবাদ পাঠক।
মুছুনকবিতাটা ভালো লাগলো ভাইজান৷ আপনার কবিতাটা আমি নিলাম৷ সুন্দর কবিতা তো৷ নিজের নাম দিয়ে আমার MD স্যারকে জোরালো ফন্টে প্রিন্ট করে বাঁধাই করে উপহার দেব৷ মাইন্ড খাইয়েন না৷ তিনিও তেলবাজদের পছন্দ করেন না৷ খুব শক্ত মনের মেধাবী মানুষ৷
উত্তরমুছুনআপনি ও আপনার স্যারকে ধন্যবাদ জানাই।
মুছুনআমার টাকা থাকলে আপনার তেলিপাড়া পোস্টার ছাপিয়ে কুড়িগ্রাম জেলায় ভাসিয়ে ফেলতাম যাতে এই জেলার তেলবাজ তারা উলিপুর চিলমারী যেখানেই থাকুক না কেন তাদের প্রতি তীব্র প্রতিবাদ করে তাদের নেংটা করে দিতে হবে
উত্তরমুছুনআমি আপনার সাথেই আছি পিও কবি
তেলীদের স্বার্থান্বেষী মনোবৃত্তি সম্পর্কে সকলে সজাগ থাকতে হবে!
মুছুনএকদম ঠিক বলছেন ভাইজান ৷ তেলীদের স্বার্থান্বেষী মনোবৃত্তিকে চুদে দিতে হবে
মুছুনপাঠক সাহেব শালীনতা বজায় রাখুন
মুছুনমনের মতো কবিতা হয়েছে রে৷ সত্যিই তুই ভালো লিখিস৷ তোর হাতেই সাংবাদিক সমাজের মান রক্ষা হবে৷
উত্তরমুছুনকোথায় সাংবাদিক পাইলেন, খোকন রাজীব
মুছুনতেলবাজদের বিরুদ্ধে এই কবিতা চিরস্মরনীয় হয়ে রইবে৷ আপনি সত্যিই মহান কবি৷
উত্তরমুছুনধন্যবাদ পাঠক
মুছুনকবিতার ক যে বোঝেনা, সে আবার কবিতা লেখে৷
উত্তরমুছুনআপনি দু-কলম লিখে দেখিয়ে দিন পাঠক সমাজে, সাথে ঝড় তুলুন না মিয়া ভাই।
মুছুনআমরা না হয় আপনারে ফলো করব?
কী বলিলি চান্দু, এই নে মরমী কবিতা৷ এমন কবিতা তুই সাতজন্মেও লিখতে পারবি না৷ ****
মুছুনতন্দ্রাহত এই সমকালে যখন পাখিরা ভিজে যায়,
তখন বিকাশের ছায়ায় হেঁটে চলি,
দূর জলোচ্ছাস শুধু হাতছানি দেয়,
আর নীলঘাসে জেগে থাকে অনাবিল ধারা৷
আকতার হোসেন আপনি চালিয়ে যান।
মুছুনআপনার লেখা দিয়েন, শ্বেতপত্রে প্রকাশের জন্য।
দিলাম। এটাই প্রকাশ করে দে
মুছুনতারাপর দেখবি পাঠক কেমন আমার ভক্ত হয়ে যায়
সাধুবাদ জানাই।
মুছুনআপনার লেখা পাঠক প্রিয়তা পাক শুভ কামনা রইল।
এই নে বাকী অংশ, প্রকাশ কর, নাম দে "মর্মিপ্রাণ চিন্তাটুকুর অন্তরালে ভাসমান লেখাপত্রের কাব্যধারা এবং পূর্ণচন্দ্রের বারতা"৷ নিচে নরমাল ফন্টে লিখে দিবি " জীবনান্দীয় স্বাদের মরমী কবিতা"৷ একটা সূর্যের ব্যাকগ্রাউন্ডের ছবি দিবি৷
মুছুন*****
পশ্চাতে মাউস আর কি যেন আহা!
হবে অনুপম তারকার সুরাহা৷
পত্রের উল্টোপথে বিরহিত শুদ্ধ
নাগরিক বালুতে পদচারী তুমি ও আমি
নগদে গভীর মহৎ ঘাই শকুনের ডাক
বেদনার নীতিজ্বালা মুফতে পাক৷
আরও কয়লাইন নে, উপরের অংশের পরে দিবি-****
মুছুনপল্লবিত বিনয়ের বেদনায়
নৈসঙ্গ ও উদ্বেলিত জংঘায়,
আমাদের উৎস জাতি ভ্রমণ এবং শ্রমনে বিগলিত
সেই দূরাকাশ বৈকাল হ্রদে ডুবন্ত সৌরভ ও মেঠোসুর কাকলী গায়,
ঝুড়ো নির্মাণে রূপায়ন নেই সিলেবাসে
যত ব্যবহারিক ইতিহাস রোমের জানালায়,
শিশিরলেখার পাশে
খাপ খেয়ে গেছে স্রোতে ও আমাবস্যার নিরালায়৷
*****
Moklachur22@gmail.com মেইল করতে পারেন, প্রকাশের ক্ষেত্রে বিবেচনা করা যাবে।
মুছুনইমেইল করা হইছে। ইনবক্স চেক কর।
মুছুনচেক করলাম পেলাম না, আপনি একবার চেক করবেন কী?
মুছুনयदि आप कविता नहीं लिख सकते तो इसे छोड़ देना ही बेहतर है। पाठक का समय व्यर्थ नष्ट करने की आवश्यकता नहीं है। आपका समय मूल्यवान नहीं हो सकता है, लेकिन पाठक का समय है
উত্তরমুছুনহিন্দি লেখা তো বুঝতেছি না।
মুছুনإذا لم تستطع كتابة الشعر فالأفضل تركه. لا داعي لإضاعة وقت القارئ. قد لا يكون
উত্তরমুছুনআরবি লেখা, এবার আরব মুলুকে যাওয়া লাগবে আরবি শিখতে!
মুছুনどんな雑談詩を書いていますか? 時間の無駄 モバイルデータの払い戻し
উত্তরমুছুনচাইনিজ শিখতে তাহলে সুদূর চায়না যেতে হবে ...
মুছুনপ্রিয় মোকলেস তোমার খ্যাতি তো আন্তর্জাতিক দৃষ্টি কেড়েছে৷ তুমি সার্থক৷ শুভকামনা থাকল৷
উত্তরমুছুনএতো বড় ঘটনা ঘটে গেল!
মুছুনকে কি বলে বলুক ভাই
উত্তরমুছুনআপনি প্রতিদিন কবিতা ট্যাগ করবেন
আমরা খুব খুশি হই
সাহিত্যর জয় হউক
সহমত
মুছুনঅসাধারন কবিতা
উত্তরমুছুনও তাই নাকি?
উত্তরমুছুনমামু, চালিয়ে যান৷ আপনার কবিতা ভাইরাল হইছে৷ আর থামেননা৷
উত্তরমুছুনশ্বেতপত্র পাঠ করার জন্য আন্তরিক ধন্যবাদ
মুছুনবা! ভালো লিখেছো তো৷ থ্যাঙ্কস এ লট৷
উত্তরমুছুনশ্বেতপত্র পড়ার জন্য ধন্যবাদ
মুছুনদোস্ত, কবিতা ভাল হয়েছে৷
উত্তরমুছুনধন্যবাদ
মুছুনবন্দুর কবিতা পড়ে ভালো লাগলো৷ ধন্যবাদ৷
উত্তরমুছুনধন্যবাদ
মুছুনসাত্তার বিসি
সম্পাদকের হায় হায়
উত্তরমুছুনপুটকী ফেটে যায় যায়
পুটকি প্রিয় নয়ন আহম্মেদ
মুছুনতুই পুটকির ভিতর থাক, বের হলেই গু হয়ে দুগন্ধ ছড়াবে---
বন্ধু, তোমার জন্য আজ আমাদের বুক উজ্জ্বল হয়েছে৷ তুমি আমাদের কীর্তি৷
উত্তরমুছুনবুক উজ্জ্বল হয়েছে, দ্যাখেন ধপ করে আগুন ধরে যাবে!
মুছুনতোমার ভাইরাল হবার কথা শুনে এলাম বন্ধু৷ অভিনন্দন৷ বাংলা সাহিত্যের ইতিহাসে রবী নজরুলের পরেই তোমার কবিতা নিয়ে এত আলোচনা সমালোচনা হয়েছে৷ তুমি আমাদের গর্ভ৷
উত্তরমুছুনসোহেল আদনান কোথায় আপনার বন্ধুর কবিতা ভাইরাল হল? ওনার কবিতা পাঠকরা পড়ছে, মন্তব্য করছে মাত্র।
মুছুনএসে গেছে কলিকাল
উত্তরমুছুনমকলু এখন ভাইরাল
মকু সাজে কবি
আকে তেলের ছবি
মকুকে কেউ পারে না আটকাতে
মকুই এখন সেরা
পাঠক আছে তার আরব আমিরাতে
সেই পাঠক করে কমেন্ট
অশিক্ষিত মকু বোঝেনা মমেন্ট
পারে না পড়তে
উচ্চারন করতে
সময় এখন ডিজিটাল
মকু তাই ভাইরাল
মকু তুমি এগিয়ে যাও
ট্যাগ করতে করতে
সবার চুৎরী ফাইট করে দাও
তোমার মতো পতিবাদি কবির হাহাকার
তাই তোমাকে মোদের খুব দরকার
তুমি করো তিব্র পতিবাদ
যত তেলবাজ, বাহাঞ্চোদ
তোমার কাব্যচোদনে হোক কুপোকাত
ইদ্রিস আলী বেস্ট অপ লাক
মুছুনমকলু ভাল লিখেছে৷ থ্যাংক ইউ দোস্ত৷
উত্তরমুছুনধন্যবাদ
মুছুনখাঠি কথা লিখেছিছরে, খুব সত্যি কথা লিখেছিছ৷
উত্তরমুছুনধন্যবাদ
মুছুনমুখোসধারাদের মুখোস খুলে দেয়ার জন্য ধন্যবাদ তোমাকে৷ বাস্তবতা মোড়ানো কবিতা৷
উত্তরমুছুনকবিতা পাঠ ও শ্বেতপত্র ভিজিট করার জন্য অশেষ ধন্যবাদ।
মুছুনতেলবাজদের চুদে দে মোখলু
উত্তরমুছুনপাঠক শান্ত হন, শালীনতা বজায় রাখুন।
মুছুনবিপ্লব হবেই৷ তোমার লিখনী এর প্রমান৷
উত্তরমুছুনবিপ্লবতো হবেই আপনাকেও সাথে থাকতে হবে যে?
মুছুনরক্তভেজা লালরাঙা শুভেচ্ছা৷ বিজয় হবেই৷ তোমার কবিতার চেতনা দিকে দিকে ছড়িয়ে পড়ুক৷ গণমানুষ জেগে উটুক৷
উত্তরমুছুনধন্যবাদ
মুছুনচিন্তাশীল কবি়৷ বৈষম্যের পাহাড় ছিড়ে সাম্য নিয়ে আসবই লাইনটা আমার ভালো লেগেছে৷ ভালো কবি
উত্তরমুছুনধন্যবাদ
মুছুনমকলুর পতিবাদী কবিতা পড়তে নয় , এসেছি কমেন্ট পড়তে
উত্তরমুছুনছালিয়ে যাও মোকলু
তোমার অপকীর্তি
শাহানা আকতার
মুছুনমোকলেছুর কাজ করছে তাতে ভাল-মন্দ থাকবে, ভুল-সঠিক থাকতে পারে স্বাভাবিক। কাজ করতে করতে ঠিক হয়ে যাবে। আপনি কে হে মহান কীর্তিমান সেজেছেন ছেলেটার কাজকে অপকীর্তি বলছেন। নিজে কিছু করে দেখান দেশবাসীকে। তারপর বইলেন।
কবি সাজার ইচ্ছে হলে আগে কবিতা সম্পর্কে জানুন তারপর লিখুন
উত্তরমুছুনবাংলা সাহিত্য অনেক ঋদ্ধ ৷ একে দুষিত করবেননা প্লিজ
আপনার এতো ব্রেন নষ্ট করার কী দরকার?
মুছুনকে টিকবে আর কে হারায়ে যাবে তা নির্ধারণ করবে সময়।
ইগলা লেকলে পাটক তোমাক ডিম ঢোকে দিবে
উত্তরমুছুনতোমাক পাবলিক আলু দিবে
মুছুন( নাম প্রকাশে অনিচ্ছুক পুলিশ সদস্য)
উত্তরমুছুনজনাব মোকলেছুর রহমান আপনার তেলী পাড়া কবিতাটি পড়ে মুগ্ধ হলাম। যাকে অনবদ্য। আমার কবিতা বা গল্প পড়া হয় না, বিশ্ববিদ্যালয় অধ্যায়ন করার সময় পড়ার ইয়ত্তা ছিল না। এখনতো ক্রাইম, ক্রিমিনাল এসব করতেই সময় শেষ। আপনি চালিয়ে যান ও হ্যা কোন তেলবাদ আপনার প্রতিবাদী লেখনী থামানোর বা কোন রকম অসৌজন্যমূলক বিহ্যাব করলে আমাকে জানাবেন।
ধন্যবাদ
মুছুনভালো থাকুন, লেখাই একমাত্র প্রতিবাদের হাতিয়ার
ফ্যাশিস্ট সম্পাদক এখন পুলিশ দিয়ে পাঠকদের মুখ বন্ধ করার চেস্টা করছে ৷ হে জাগ্রত পাঠকসমাজ আপনারা জাগুন,,,,,মকলু সম্পাদকের কমেন্ট ডিলিট করার পতিবাদ করুণ
মুছুনআপনি যে একজন উন্নত মাপের ঘাড় ত্যাড়া বলদা প্রকৃতি মানুষ তা আবারও প্রমাণ করলেন। শ্বেতপত্রে ভিজিটর অনেক, অনেকে মন্তব্য করেন। পেশায়ও তারা ভিন্ন ভিন্ন। একজন নাম প্রকাশে অনিচ্ছুক পুলিশ সদস্য শ্বেতপত্রে লেখা পড়ে ওনার যা প্রতিক্রিয়া হয়েছে তাই তাই ব্যক্ত করেছেন। আমরা এ রকম মন্তব্য কেন করায়ে নিব?
মুছুনআকতার হোসেন আপনার মন্তব্যটি হিংসাত্বক ও মনগড়া।
প্লিজ নোংরামি ছড়াবেন না।
তুমি ফেসিবাদ ছাড়
মুছুনজনতার পথ ধর
সম্পাদক উচিত কথা বললে আপনার কাছে তা ফ্যাসিবাদি হয়।
মুছুনআর আকতার হোসেন আপনি পাঠকদের চাপাতির হুমকি দেন সেটা সন্ত্রাসী কর্ম হয় না?
পাঠক সমাজের মুখ বন্ধ করতে যে সম্পাদক পুলিশ ডেকে আনে সেই সম্পাদকের পুটকী সই করা দরকার ৷ সেই সম্পাদক ফেশিস্ট৷৷সে কবিতার কি বুঝবে? সাধে কি আর পাঠক গান্ডু ছাগলচোদা কুত্তাচোদা সম্পাদক বলে? ?
মুছুনতুমি পুলিশ দিয়ে এদেরকে ক্রসফায়ার করে দাও ওগো সম্পাদক ৷
মুছুনআপনি যে একটা ছাগলের তিন নাম্বার বাচ্চা তা আপনার বকবকানিতে সুস্পষ্ট। সম্পাদক কখনোই পুলিশ দিয়ে সম্মানিত পাঠকদের মুখ বন্ধ করতে চাননি। আপনি যে কত বৃহত্তর গান্ডু, কবিতার ক বোঝেন না, কবিদের কথা-বার্তা, পারস্পারিক আচার-আচরণ সেটাও যানেন না শুধু অবাঞ্চিত বিষয় ও কথা টেনে এনে সময় নষ্ট করছেন মাত্র। পাঠকরা সবই বোঝেন, কে নোংরামি করছেন? ভাল হয়ে যান নিজের মান নিজে রক্ষা করুন।
মুছুনকিসমত জাহান টুনি মাথা ঠান্ডা রাখুন পাঠন সমাজই আকতার হোসেনকে কিক আউট করে দিবে। সময়ের অপেক্ষা মাত্র।
মুছুনতেলী পাড়া কবিতায় কবি তোষামতের তেল, অতি ভক্তির তেল দ্বারা যারা স্বার্থ হাসিল করতে চায় তাদের বিরুদ্ধে এ লেখা। চালিয়ে যান কবি
উত্তরমুছুনধন্যবাদ
মুছুনতেলবাজদের পুটকী সই করে দিন কবি সাহেব
উত্তরমুছুনআসুন এক সাথে তেলবাজদের তেলের ডিপোগুলো ধ্বংস করে দেই। আর তেলীদের পাড়া, মহল্লা, সমাজ, রাষ্ট্র থেকে বের করে দিয়ে একটি নিরেট ভদ্র ও পরিশীলিত সমাজ বির্নিমান করি।
মুছুনস্বার্থপর সম্পাদক শুধু নিজের লেখার পাঠকের উওর দেয়, অন্যের লেখার কমান্ডের উওর দেয়না৷
উত্তরমুছুননাহ আর লিখবো না এই বালকামার পএিকায়
আবু হেনা শুভ্র আরো কত কবিতায় পাঠক কমান্ড করেছে তার উওর দিচ্ছে না বালকামা মখলেচ সাংবাদিক
আপনি একটা অন্ধ লোক, সবার লেখায় সম্পাদক উত্তর দেয়।
উত্তরমুছুনহুমায়ূন আহমেদ হলেন সাহিত্যের শাকিব খান।
উত্তরমুছুনসাদাত হোসাইন হলেন সাহিত্যের বাপ্পি চৌধুরী।
মাসরুর আরেফিন হলেন সাহিত্যের অনন্ত জলিল।
জাকির তালুকদার হলেন সাহিত্যের কাজী মারুফ৷
মোকলেছুর রহমান হলেন সাহিত্যের হিরো আলম৷
সাহিত্যের কে কী হবে তা সমাজ বা পাঠক আর সাহিত্য বোদ্ধারা নির্ধারণ করবে, আপনাকে এ দায়িত্ব কে বা কারা দিল ব্রাদার?
মুছুনআপনি যে গুন্ডুচোদা বুদ্দিহিন সেটা নিজেই লক্ষ করুন , আপনি নিজেই লিখলেন পাঠক নির্ধারন করবেন আবার আমি কে হে বলছেন ? আরে অশিক্সিত বোকচোদ আমিই সেই পাঠক যার কথা আপনি কমেন্টে লিখেছেন
মুছুনতোর মতো হাটুতে বুদ্ধি ওয়ালা পাঠকের আমার প্রয়োজন নেই। যার একটা মন্তব্যে শব্দ অশুদ্ধ, বাক্য অশুদ্ধ, অমার্জিত বাক্যে ভরা। সেরকম পাঠকই তুই, নিজেকে পাঠক হিসেবে গড় আগে তারপর আসিস অন্যকে ব্যবচ্ছেদ করতে? তুই নিজেকে মহান ভাবিস নাকি?
মুছুনবালকামা আমি তোর মতো ফেক আইডি দিয়ে নিজের কবিতায় নিজে কমেন্ট করে মহান সাজি না
মুছুনতোর মতো ছাগলচোদা কবি আমি না ৷ শালা নিজের লেখায় নিজে ফেক আইডি দিয়ে কমেন্ট করিস আবার বড় বড় কথা বলিস আমাকে , তোর মত ফেক আইডির কবির মুখে বমি করি
নিজের নাম ফুটানোর জন্য মোকলেছুরের মত কেউ কেউ কমিশনার ভোট করে, কেউ পাতলা পায়খানার মত কবিতা লেখে , পত্রিকা সম্পাদনা করে। এসব প্রকাশ করে পাঠকের চোদন খাইতে খাইতে একদিন এরা ভাইরাল হওয়ার গৌরব অর্জন করে সাথে পাতলা পায়খানার মত হলহলিয়ে লেখা শত শত অরুচিকর লেখার বাপ হয় ( নাকি মা হয় কে জানে, অনেকে তো আবার এতে নাকি প্রসববেদনা ফিল করে!!)। এদের দেখলে করুণা হয়! থু
উত্তরমুছুনসাহিত্য নিয়ে কথা বলেন শহীদুল ইসলাম। ব্যক্তিকে নিয়ে এ নোংরা মনোভাব ব্যক্ত করেন কেন? পাতলা পায়খানা, চোদন খাওয়া, অরুচিকর জীবনযাপন আপন জীবনেই ওতোপ্রোতভাবে জড়িত এসব শব্দ, বাক্য অন্যকে শোনাতে বেশ পটুতা দেখাচ্ছেন। আমাদের কাজ, কথা জীবনাচরন আমার পছন্দ না হতেই পারে, তাই বলে এতো নিকৃষ্ট মনোভাব প্রকাশ করা কোন ধরণের ভদ্রতা?
মুছুনবাস্তবধর্মী কবিতা। সম্পাদকের সমাজচেতনার প্রশংসা করি।
উত্তরমুছুনপাপ্পু ছোটভাই তুমি বই পড়
মুছুনবড় বড় কবিদের কবিতা পড়
আমার বাসায় এসে বই নিয়ে যাইয়ো
আপনার বাড়ির ঠিকানা দেন, বড় বড় কবিদের বই আনতে যাই।
মুছুন
উত্তরমুছুনআপনি সকালবেলা মুততে গেছেন তার একটা ছবি তুলে আমারে ট্যাগ করলেন।
আপনি রাতে বউয়ের সঙ্গে শুইতে গেছেন তার একটা ছবি তুলে আমারে ট্যাগ করলেন।
ক্যান ভাই, ক্যান?
আমি কি আপনার মোতা দেখতে চাইছি নাকি শোতা দেখতে চাইছি???
নির্লজ্জ বেহায়া পুরুষ আপনি নিজের বইয়ের ছবি প্রতিদিন ট্যাগ করেন কেন এজন্য তো লোকে আপনাকে গালি দেয়
মাহাবুবা লাভীন ফেসবুক বন্ধু বলে ট্যাগ করি। শত শত সরি! স্বনামে ম্যাসেনজারে নক দিয়েন, কোন কিছুই ট্যাগ করবো না। প্লিজ নক দিয়েন!
মুছুনতুমি শুধু শ্বেতপত্র ট্যাগ করবেন আর কিছু না ৷ আপনার ছবি বালছাল ট্যাগ করলে আপনাকে নিয়ে ফেসবুকে এমন পোস্ট দিব সমাজে মুখ দেখাতে পারবেন না ৷ শুধু শ্বেতপত্র প্রতিদিন আমাকে ট্যাগ করবেন আই লাভ শ্্বেতপএ
মুছুনবিশিষ্ট হাতির হোল কবি মোখলেসুর রহমান,
উত্তরমুছুনলেখকের আত্ম-মর্যাদা না থাকলেই সে সব সময় নিজেকে "হাতির হোল কবি" ভাবতে থাকে। "হাতির হোল কবি" হওয়ার থেকে নিজের প্রতি মর্যাদাবান মানুষ হওয়া আরো বেশি জরুরী কাজ। যেমন ছোট কবি, কিন্ত মর্যাদাবান, তাতে সমস্যা নাই। কারণ "হাতির হোল কবি" মূলত ছোটলোকি ধারনা, অহং পরিপূর্ণ একটা ফালতু আলাপ। তাই মোখলেস আপনি নিজেকে "হাতির হোল কবি" ভাবা বন্ধ করুন৷ পড়াশুনা করুন তারপর লিখুন৷ ভাল করবেন৷ শুভকামনা
মকলু সাংবাদিক কিছু সংখ্যক যেনতেন কবিতা লিখলেন । তারপর সেই যেনতেন কবিতাগুলো একটা অনলাইন পত্রিকা বের করে প্রকাশ করল, পত্রিকাটার মানও যাচ্ছেতাই ।
উত্তরমুছুনতারপর কিছু লোক কমেন্ট বক্সে মকলুকে অভিনন্দন জানাতে লাগলো,
আমি বুঝলাম না- যারা কমেন্টে অভিনন্দন বা কনগ্রাচুলেশন জানালেন তারা কি কবিতার নিরক্ষরতায় ভুগছেন,নাকি কবিতা সম্পর্কে ধারণা নেই, নাকি তেলাতেলি করছেন! আর মকলু তাতে নিজেকে বিরাট হনু মনে করছে?
কবি মোকলেছুর রহমান আপনার লেখনী শক্তিকে স্বাগত জানাই,তবে দুঃখজনক মনে করছি যে, আপনার লেখা নিয়ে যারা খারাপ মন্তব্য করছে, নিশ্চিত তারা কম বুঝ সম্পন্ন পাঠক। কিভাবে একটি ভালো লেখা বা কম ভালো লেখার মন্তব্য করতে হয়,সে শিক্ষা জ্ঞান তাদের আছে বলে মনে হলো না।এটা সত্য মানেন'তো রতনে রতন চিনে শুকরে চিনে কচু।সুতারাং আপনার পত্রিকা নিরাপদ রাখুন।
উত্তরমুছুনমকলু গাম্বাটের পক্ষে কমেন্টস করল এ কোন গাম্বাট ?? নিজেকে বিরাট গেনি মনে কর কবীর ?? তুমি কোন গাম্বাটের পক্ষ নিয়ে আমাদেরকে অপমান করছ তুমি জানো ??
মুছুনপুরান পাগলে ভাত পায় না নতুন পাগলের আমদানি
মুছুনমি. সম্পাদক আপনার পত্রিকার লেখনি নিয়ে যারা বুঝে ও না বুঝে, ভালো-মন্দ না খুজে যারা নাম বিকৃত করছে, গাম্বাট বলছে, ওরা সমাজের কীট-পতঙ্গ। এদের লাথি মেরে বের করে দেন।
মুছুনতুই নামহীন
মুছুনতুই পিতৃপরিচয়হীন
তুই গাম্বাট সম্পাদকের গু খা
মুত খা
ইদ্রিস তুমি ধ্বংস হ
মুছুনমোকলেছ ভাইয়ের জয় হোক
গাম্বাট মকুর চামচারা
মুছুনহুসিয়ার সাবধান
কি রে রমজান তুই কি বিদ্রোহী হইলি না কি রে? তোর গোয়ায় যখন বাঁশ যাবে তখন বুঝবি
মুছুনপ্রিয় পাঠক আপনারা কী শুরু করেছেন? আমার পক্ষে বা বিপক্ষে লেখার কোন প্রয়োজন নেই। অনুগ্রহপূর্বক কাদা ছোড়া-ছুড়ি বন্ধ করুন।
মুছুনতুমি তো খুব টাউট হয়েছ মোলকেচ , কবীরকে দিয়ে ঝগরা লাগিয়ে দিয়ে আবার নিজে এসে ঝগরার মিমাংসা করার অভিনয় কর
মুছুনমকলু ভাই জিন্দাবাদ
মুছুনবাকী সবাই মুর্দাবাদ
ROFIKUL TRIMOHONI
মুছুনএখানে কিসের ঝগড়া বা কিসের মীমাংসা? শ্বেতপত্র একটা সাহিত্য পত্রিকা, আপনারা সময়, মেগা ব্যয় করে সাহিত্য পড়তে আসেন যখন, তখন সাহিত্য নিয়ে গঠনমূলক চুল ছেড়া সমালোচনা করতেই পারেন। তা না করে আজেবাজে মন্তব্য করেন যা পাঠক হিসেবে যেমন আপনাদের কাজ নয়, অনুরুপ যারা লিখিয়ে তাদেরও কাম্য নয়। সুতরাং লেখা নিয়ে আলোচনা যত খুশি করুন, একে, ওকে নিয়ে অশালীন মনগড়া আক্রমণাত্মক মন্তব্য করবেন না প্লিজ।
SAHIDUL MBA
মুছুনলেখক পাঠক জিন্দাবাদ
বাকীরা সব নিপাত যাক।
এসব বালছাল কমেন্ট দেখে ইচ্ছা করে মকলুর গু খেয়ে মরে যাই
মুছুনওগো সোনা মিম
মুছুনসাবধান হও
মকলু তোমাকে
ঢুকে দিবে ডিম
বিপ্লব আজ ক্লান্ত,
মুছুনডিম খেয়ে হবে শান্ত..
মকলু এমনিতেই বড় বড় কথা বলে। কিন্তু সত্য উচ্চারণ করতে ভয় পায়।
উত্তরমুছুনসত্যের সৎ সাহস তার নাই সে গামবাট
তাই সে পাঠকের কমেন্টসে্র উওর দিতে পাচ্ছে না ভন্ড কাপুরুষ
আজে বাজে না বকে, বিষয় ভিত্তিক আলোচনা করেন। যদি মুরত থাকে?
মুছুনঅমার্জিত মন্তব্য করে কোনো মন্তব্যকারী আইনী জটিলতায় পড়লে তার দায় সম্পাদকের না৷