মালকোশ
♦
নিখিল ব্যানার্জী শুনতে শুনতে মনে হলো
আমাকে তুমি ডাকছো!
অথচ তুমি অনেক দূরে আর তেরো বছর তোমার সঙ্গে
আমার দেখা নেই।
তেরো বছর কোথাও আমি চিঠি লিখিনি।
এখন রাত দেড়টা।
নিখিল ব্যানার্জীর সঙ্গে তোমার কি দেখা হয়?
মুচি
♦
এইমাত্র মুচির কাছ থেকে আসলাম
আমার জুতো সারাই করবার দরকার ছিল
সেটা করেছি
কিন্তু মুচি আমার পায়ের মাপ
নিলো কেন
আমার কি পায়ে সমস্যা
তেমনটা হলে
মুচির কাছে না গিয়ে
আমাকে তো ডাক্তারের কাছে যেতে হবে
সত্তার কাদামাটি
♦
কেউ কারো জন্য মরে না
যে মরে
নিজের জন্যই মরে
তাহলে সাফল্যহীনতার ভিতরও
পাখি
কেন ওড়ে
কেন অন্ধকারে ঠোঁটে নেয়
বনের রেণু
হয় তো তুমি জানোই না
তোমার
সত্তার কাদামাটি নিয়ে
খেলছে শিশু
দায়িত্বশীল নাগরিক
♦
আমাদের কিছু বলার নেই মহামান্য
আমরা গান করবো
থিয়েটার করবো
কবিতা লিখবো
আর হাসবো
যেহেতু আমাদের হাসা উচিৎ
খুশি থাকবো
যেহেতু আমাদের খুশি থাকা উচিৎ
কিন্তু কয়েকটা ব্যপার নিশ্চয় রাষ্ট্রদ্রোহীতার সামিল
দায়িত্বশীল নাগরিক হিসেবে
এটা আমরা মনে রাখবো
যেমন হাঁচি
চিৎকার
চুমু
আমার মিষ্টি বউ
♦
তোকে যে একটু ভালোবাসবো
তোর সঙ্গে বোকামি করবো
সময়ই পাইনে
হয় তো আজ আর সূর্য উঠবে না
হয় তো আজকের সম্ভাবনাময় দিনটাকে
বৃষ্টি
নিজ হাতে ধুয়ে দিয়ে যাবে
ভাবনাবিহীন রাস্তায় যে ছিল ধুলো সে হয়ে যাবে কাদা
কিন্তু আমি বদলাবো না
অথবা বদলে যাবো
কেন না বৃষ্টির পর
তোরও তো মনখোলা আকাশ থাকবে
আলাদা সূর্য
আলাদা মেঘের লুকোচুরি
দায়িত্বকর্তব্য থেকে নিজেকে কিছুটা বাঁচিয়ে
তোকে আমি দিয়েছি আমার হাত
দিয়েছি তো
তাহলে আমার কথা শোন
যদি না শুনিস তোকে ভালোই বাসবো না
বাসবো না
বাসবো না
আমার মিষ্টি বউ
একা ঘরে তখন তুই কাকে দুষবি
কাকে
13 মন্তব্যসমূহ
শিশির আজমের কবিতাগুলি আড়ম্বরবর্জিত এক সহজতর গদ্যভাষায় রচিত, যা প্রথম পাঠে আত্মসমর্পণের ভান করে কিন্তু গভীরে গিয়ে জটিলতায় হোঁচট খায়। ‘মালকোশ’ কবিতাটিতে নিখিল ব্যানার্জীর ধ্রুপদী সঙ্গীতের ছায়ায় এক পুরনো সম্পর্কের ডাক শোনা গেলেও, স্মৃতির ভার ছাপিয়ে কোনো আবেগজনিত উৎকর্ষ তৈরি হয়নি। ‘মুচি’ কবিতায় নিতান্ত দৈনন্দিন অভিজ্ঞতাকে দার্শনিক প্রশ্নে রূপান্তর করতে চাওয়া হয়েছে, কিন্তু সেটা না ঘটে, রয়ে গেছে এক অপ্রস্তুত বাচালতায়। ‘সত্তার কাদামাটি’ কবিতায় বিমূর্ততা এবং রূপকের ব্যবহার চেষ্টারত থাকলেও, সেটি অন্তর্গত কোনো অন্তদর্শনে পৌঁছায় না—শুধু ছড়ানো ছিটানো জিজ্ঞাসা ও আধাআধি বোধের জগাখিচুড়ি হয়ে থাকে। ‘দায়িত্বশীল নাগরিক’ কবিতাটি রাজনৈতিক শ্লেষ হিসেবে তৈরি হলেও, তা এতটাই প্রকাশ্য এবং প্রত্যাশিত যে তা বিদ্রূপের শক্তি হারিয়ে ফেলে। সর্বশেষে, ‘আমার মিষ্টি বউ’ কবিতাটিতে আবেগপ্রবণতা ও ব্যক্তিগত টানাপোড়েনের যে নাটকীয় পুনরাবৃত্তি রয়েছে, তা ক্লিশে ও নাটকীয়তার ভারে ভেঙে পড়ে। সামগ্রিকভাবে, শিশির আজমের এই সংকলনের দুর্বলতা হলো—এতে বক্তব্যের ভঙ্গিমা আছে, কিন্তু তা অভিজ্ঞতার গভীরতা ও ভাষার নির্মাণশৈলীতে ঠিক করে দানা বাঁধে না।
উত্তরমুছুনDr. Rezaul karim
মুছুনজনাব শ্বেতপত্র পাঠ ও লেখা নিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ মন্তব্য করার জন্য সম্মান আর সাধুবাদ জানাই। আমাদের সাথে থেকে প্রাণিত করুন।
সবার জন্য ইদ মরাবক। আর সম্পাদকের জন্য i love you, kiss kiss kiss kisss kisss kissss Kissss kisssssssss
উত্তরমুছুনইহুদি মালাউন নিপাত যাক, পবিত্র ইরান ইহুদি মালাউন খ্রিস্টানের হাত থেকে মুক্তি পাক।
উত্তরমুছুনসবাইকে আসরের নামাজের দাওয়াত দিয়ে গেলাম সবাই জামায়াতের সাতে ইনশাআল্লাহ আসরের নামাজ আদায় করবেন
উত্তরমুছুনজুলাই তুমি লাগালাগির অবাধ স্বাধীনতা।
উত্তরমুছুনযেমন ইচ্ছা লেখা সুদি ইউনিসের সুদের খাতা।
আগামীকাল জুম্মা নামাজের পর সবাই রাজুতে আসেন। আজরাইলের বিরুদ্ধে প্রতিবাদ মিছিল হবে। বিক্ষোভ মিছিল শেষে আমেরিকার দূতাবাস ভাঙা হবে। সবাই দলে দলে যোগ দিন।
উত্তরমুছুনমিজানুর রহমান আজাহারি 'নবী সাঃ কে কাউ বয়'
উত্তরমুছুন"মা খাদিজা রাঃ কে প্রৌঢ়া "
বলেছে। "ইনটেক না" বলেছে!
"হযরত আলীকে মাতাল বলেছে" তখন কেউ আজহারির চুল পর্যন্ত ছিড়েনি।
আমির হামজা কোরআন শরীফের ৫৩ জায়গায় ভুল পেয়েছে।
তারপরেও কেউ রাশমিকার বয়ফ্রেন্ডের একটা চুল পর্যন্ত ছিড়েনি।
এনায়েতুল্লাহ আব্বাসী লবণ মিশ্রিত মদ খাওয়া হালাল বলেছে।
যাকে-তাকে কাফের ফতোয়া দেয়া সেই আব্বাসীর বি*রুদ্ধে কেউ আঙ্গুল পর্যন্ত তুলেনি।
তারেক মনোয়ার হাদীস শরীফে ট্রাম্পের নাম খুঁজে পেয়েছে।
এরপরেও চাপাবাজে বিখ্যাত এই জামাতির বিরুদ্ধে কেউ দাঁড়ায়নি।
"আল্লাহ যেরকম নবীদের চয়েজ করে পাঠাতেন ঠিক সেরকম ইউনূস সাহেব ক্ষমতায় আসছে"
এমন বক্তব্য দেয়া কাজী ইব্রাহীম থেকে কেউ কুরআন-সুন্নাহ বিরোধী এই বক্তব্যের ব্যাখ্যা পর্যন্ত চাইনি।
বাংলাদেশের ওয়াজ মাহফিলে অন্যান্য ধর্মগুলোর বিষয়ে যা যা বলা হয় সেগুলোও ইসলাম ধর্মসম্মত নয়। আইনতও ব্লাসফেমি।
কিন্তু উপরের কথাগুলো দূরে থাক , মনের ভুলেও যখন সাধারণ মানুষেরা কিছু বলবে, তখন তৌহিদী জনতার অনুভূতি জেগে উঠে!
এই ভণ্ডামির শেষ কোথায়?
অসহায় এ বৃদ্ধ প্রথম নন , তাঁর আগে আছেন ঢাবি চারুকলার সেই ছাত্র , তারও আগে অভিজিৎ রায়েরা...
অসহায় এ বৃদ্ধ শেষ নন , তার পরে কে?
@Muhammad Al Muntazir লেখা, কিছুটা পরিবর্তিত
🌉কোরআনের বৈপরীত্য ----
উত্তরমুছুন১."সৃষ্টি কত দিনে হয়েছিল!!"
আল্লাহ "৬ দিনে" সবকিছু সৃষ্টি করেছেন। ― সূরা আল আ’রাফ:৫৪ (সূরা ৭:৫৪)
বৈপরিত্যঃ
আল্লাহ "৮ দিনে" সবকিছু সৃষ্টি করেছেন। ― সূরা হা-মীম সেজদাহ:৯-১২ (সূরা ৪১:৯-১২)
২. "প্রথমে কি সৃষ্টি হয়েছিল!!"
আল্লাহ প্রথমে "আকাশমন্ডল" সৃষ্টি করেছিলেন তারপর "পৃথিবী" সৃষ্টি করেছিলেন। ― সূরা আন-নযিআ’ত:২৭-৩০ (সূরা ৭৯:২৭-৩০)
বৈপরীত্যঃ
আল্লাহ প্রথমে "পৃথিবী" সৃষ্টি করেছিলেন তারপর "আকাশমন্ডল" সৃষ্টি করেছিলেন। ― সূরা আল বাক্বারাহ:২৯ (সূরা ২:২৯)
বৈপরিত্যঃ
আল্লাহ প্রথমে "পৃথিবী" সৃষ্টি করেছিলেন তারপর "আকাশমন্ডল" সৃষ্টি করেছিলেন। ― সূরা হা-মীম সেজদাহ:৯-১২ (সূরা ৪১:৯-১২)
৩."কে প্রথম মুসলিম ছিলেন!!"
“নবী মোহাম্মদ" ছিলেন প্রথম মুসলিম। ― সূরা আল আন-আম:১৪ (সূরা ৬:১৪)
বৈপরিত্যঃ
“নবী মূসা" ছিলেন প্রথম মুসলিম। ― সূরা আল আ’রাফ:১৪৩ (সূরা ৭:১৪৩)
৪."আরব দেশের প্রথম নবী কে ছিলেন!!"
“ইব্রাহীম" এবং "ইসমাঈল" ছিলেন আরবের প্রথম নবী [তাঁরা আরবে যান এবং কাবাঘর স্থাপন করেন।] ― সূরা আল বাক্বারাহ:১২৫-১২৯ (সূরা ২:১২৫-১২৯)
বৈপরিত্যঃ
“মোহাম্মদ" ছিলেন আরব দেশের প্রথম নবী। ― সূরা আল কাসাস:৪৬ (সূরা ২৮:৪৬)
৫."আল্লাহ কি শিরক ক্ষমা করেন!!"
আল্লাহ শিরক ক্ষমা "করেন না।” – সূরা আন নিসা:৪৮ (সূরা ৪:৪৮)
বৈপরিত্যঃ
আল্লাহ শিরক ক্ষমা "করেন।”– সূরা আন নিসা:১৫৩ (সূরা ৪:১৫৩)
৬."কোন ধর্ম আল্লাহর কাছে গ্রহনযোগ্য!!"
“ইহুদি এবং খ্রীষ্টানদের" ভয়ের কিছু নেই, তারা আল্লাহর কাছে "পুরস্কার পাবে।” ― সূরা আল বাক্বারাহ:৬২ (সূরা ২:৬২)
বৈপরিত্যঃ
“ইসলাম" ধর্ম ছাড়া আল্লাহ কোন ধর্ম "গ্রহন করেন না।” ― সূরা আল ইমরান:৮৫ (সূরা ৩:৮৫)
৭."মানুষ কি দিয়ে সৃষ্টি হয়েছে!!"
মানুষ "কোনোকিছু" থেকে সৃষ্টি হয় নি। ― সূরা মারইয়াম:৬৭ (সূরা ১৯:৬৭)
বৈপরীত্যঃ
মানুষ সৃষ্টি হয়েছে "জমাট রক্তপিন্ড দিয়ে।” ― সূরা আলাক:২ (সূরা ৯৬:২)
বৈপরিত্যঃ
মানুষ সৃষ্টি হয়েছে "পানি দিয়ে।” ― সূরা আম্বিয়া:৩০ (সূরা ২১:৩০)
বৈপরীত্যঃ
মানুষ সৃষ্টি হয়েছে "বীর্য দিয়ে।” ― সূরা নাহল:৪ (সূরা ১৬:৮)
বৈপরীত্যঃ মানুষ সৃষ্টি হয়েছে "কাদা ও মাটি দিয়ে।” ― সূরা হিজর:২৬ (সূরা ১৫:২৬)
বৈপরিত্যঃ
মানুষ সৃষ্টি হয়েছে "ধূলা দিয়ে।” – সূরা আল ইমরান:৫৯ (সূরা ৩:৫৯)
বৈপরীত্যঃ
মানুষ সৃষ্টি হয়েছে "জমি" দিয়ে। ― সূরা হুদ:৬১ (সূরা ১১:৬১)
৮. "কিয়ামতের দিনে আল্লাহ কি সুপারিস গ্রহন করবেন!!"
আল্লাহ কিয়ামতের দিনে সুপারিস "গ্রহন করবেন” ―
সূরা ত্বোয়া-হা:১০৯ (সূরা ২০:১০৯)
সূরা সাবা:২৩ (সূরা ৩৪:২৩)
সূরা যুখরুফ:৮৬ (সূরা ৪৩:৮৬)
বৈপরিত্যঃ
আল্লাহ কিয়ামতের দিনে সুপারিস "গ্রহন করবেন না”―
সূরা আল বাক্বারাহ:১২৩ (সূরা ২:১২৩)
সূরা আল আন-আম:৫১ (সূরা ৬:৫১)
সূরা আল ইনফিতার:১৯ (সূরা ৮২:১৯)
৯. "মুসলিমদের কি মদ্যপান বৈধ!!"
মুসলিমদের "মদ্যপান বৈধ” ― সূরা আন নিসা:৪৩ (সূরা ৪:৪৩)
বৈপরিত্যঃ
মুসলিমদের "মদ্যপান অবৈধ” ― সূরা আল মায়েদাহ:৯০ (সূরা ৫:৯০)
১০."ব্যভিচারীদের শাস্তি কি!!"
ব্যভিচারীদের শাস্তি "গৃহবন্ধি করা।” ― সূরা আন নিসা:১৫ (সূরা ৪:১৫)
বৈপরিত্যঃ
ব্যভিচারীদের শাস্তি "১০০ করে বেত্রাঘাত।” ― সূরা আন-নূর:২ (সূরা ২৪:২)
🔴সৃস্টিকর্তা যেহেতু সর্বময় ক্ষমতার অধিকারী তাহলে উনার কিতাবে এমন ভুল হবে কেনো? যিনি সারা বিশ্ব ভ্রম্মান্ড চালাচ্ছেন আর যিনি সকল শক্তির আধার তিনি এতো ভুল কি করতে পারেন?
প্রশ্ন টা আপনার নিজেকেই করুন,
এই নবযুগে পাতার কাপনে
উত্তরমুছুনদিল খুশ হুয়া যায়রে,
তরণী পরে কান্ডারি হয়ে
কিয়া খুন, তব, হায়রে।
মাশাল্লাহ, কেয়া বাত, ক্যায়সে কবিতা লিখা হ্যায়, কোই বোলতা পারেগি?
আমার অসুস্থতায় যারা খোঁজ নিয়েছেন, তাদের সবাইকে জানাই চুমু
উত্তরমুছুনভাই আপনেরা জ্ঞানী মানুষ, তাই প্রশ্ন করছি। আচ্ছা বিমান দুর্ঘটনাটি যদি সাতক্ষীরা ডিগ্রি কলেজে হতো আর যদি ওরকম ৫০/৬০ জন মারা যেত, তাহলে কি জাতীয় পরীক্ষা স্থগিত করতো, একদিনের শোকপ্রকাশ করা হতো?
উত্তরমুছুনএকই প্রশ্ন ভাই আমারও। আমার কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলার বরকোটা স্কুল এন্ড কলেজ -এ যদি এমন দুর্ঘটনা হতো। যদি ২০/৩০ জন ছাত্র মারা যেত, তাহলে কি পরের দিনের এইচ এস সি পরীক্ষা স্থগিত হতো? সারা দেশের পতাকা কী অর্ধনমিত থাকতো? প্লিজ ভাই উত্তর দিন।
উত্তরমুছুনঅমার্জিত মন্তব্য করে কোনো মন্তব্যকারী আইনী জটিলতায় পড়লে তার দায় সম্পাদকের না৷