আমাকে এমন কিছু সুবাস দাও
সে সুবাস ছড়িয়ে রয়েছে
আমার মুক্ত মাটির প্রতিটি রন্ধ্রে।
আমাকে এমন স্বপ্ন দেখতে দাও
যে স্বপ্ন ছড়িয়ে রয়েছে
পাখির গানে, উর্মি মালায়,
দূর নীলিমার অসীম প্রান্ত ঘিরে
আমার চিরচেনা সুনীল ভূবনে।
আমাকে এমন একটা ক্ষেত্র দাও
উর্বর কর্ষণে প্রতিটি ঘাসের বিন্দু হতে
যে মাটিতে ফলাবে মেধার উর্বর শস্যকণা।
আমাকে এমন একটা জীবন দাও
বাস্তবতার চরম দুলঙ্খ্য ঘাত-প্রতিঘাত পেরিয়ে
যে জীবন উদ্ভাসিত হবে তেজস্বী জ্যোতিময় বিভায়।
আমি শ্রান্ত, রণ ক্লান্ত নই
আমি সৈনিক, আমি কাপুরুষ নই
আমি মিথ্যে রাশির স্তূপীকৃত আস্তাবলে
এটম বোমার বিস্ফোরক।
আমি বজ্র কঠিন হুংকার,
কঠিন শিলার শাণিত ধারায়
কুসংস্কারের প্রতিকার।
ধিক্ যতো ভীরু কাপুরুষ
আমি বীর বাঙালির কর্ণধার।
0 মন্তব্যসমূহ
অমার্জিত মন্তব্য করে কোনো মন্তব্যকারী আইনী জটিলতায় পড়লে তার দায় সম্পাদকের না৷