New

শ্বেতপত্র

একটি প্রজাপতি /শুভঙ্কর পাল




সবুজ গাছ আর মেঘ ছুঁয়ে থাকা নদীর গর্ভে

একটা সুন্দর কবিতার জন্ম,

কোমলতা আর ছায়ার শরীর ঘিরে গোধূলির 

সরল এবং অসীম প্রশ্নবিহীন লাল রঙের ভিতর 

হাজারো প্রজাপতি একশোটা স্বপ্নের সিঁড়ি বেয়ে উঠে আসে ।


মেয়েটি সবচেয়ে সুন্দর কবিতাটিকে ভুলতে পারে না।

তার কপাল জুড়ে নকশিকাঁথার গল্প,

চোখে লাবণ্যের পাহাড় দেখার অভিব্যক্তি 

ঠোঁটে এবং হৃদয়ে লালন গীতির সুর করা থাকে,

কবিতা পড়ার জন্য,

প্রেমীদের আত্মসমর্পণের জন্য।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ