শহরজুড়ে কৃষ্ণচূড়া
দাবানলের আগুন ছড়ায়।
ভাষার তোড়ে ভাসবে বলে
বৈশাখকে ডেকে তোলে
আর লাল ফুলেদের মিছিল চলে শহরজুড়ে।
কাকগুলো সব কোকিল হয়ে
বসন্ত গান গেয়ে চলে।
আর রাতবিরেতের একলা বাদূর
নিছক হাসির ব্যঙ্গ শোনে।
গ্রীষ্ম হেসে ক্লান্তি ভুলে
দহন জলে নৃত্য করে
তবু কৃষ্ণচূড়া দাড়িয়ে থাকে
রাধাচূড়ার অপেক্ষাতে।
নাম না জানা চৌরাস্তায়
ক্লান্ত কোন পথিক হাসে
ক্লান্তি ভুলে গান শুনে যায়
টোকাই ছেলের মুখের ভাষায়।
তবু রাত জাগা ভোর গল্প করে
বসন্ত তুমি আসবে বলে
পাথর হৃদয় হালকা হাসে
টোকাই ছেলের গানের তালে
আর জীবন কাব্য হাসির ছলে
রঙিন হয়ে রং ছড়ায়
হঠাৎ করেই।
আবার কালবৈশাখী হঠাৎ এসে
ডুবিয়ে যায় জীবন তরী।
যা হিসেব পাতায় ভীষণ রকম বেহিসাবি।
তবু মানুষ জানে ভাসতে ভেলায়
তাই বারেবারেই জেগে ওঠে
আর তীর খুঁজে নেয় নিজের ছায়ায়।।
15 মন্তব্যসমূহ
এসব নিম্নমানের কবিতা। কবিনি এখনও আদিম যুগে পড়ে আছে। ব্যাকডেটেড
উত্তরমুছুনআপনার কাছে তা মনে হতে পারে
মুছুনচিন্তাশীল কবি়৷ বৈষম্যের পাহাড় ছিড়ে সাম্য নিয়ে আসবই লাইনটা আমার ভালো লেগেছে৷ ভালো কবি
উত্তরমুছুনখুব উচুমানের কবিতা প্রকাশ করেছো ছোট ভাই। ইনার বাড়ি কোথায়? তার লেখা এমন মননশীল হৃদয়কাঁপানো কবিতা আরও পড়তে চাই। এই উচ্চমার্গীয় কবির কবিতা প্রকাশ করার জন্য তোমাকে ধন্যবাদ। ইনার আরও কবিতা প্রকাশ কর। আমার ভালো লেগেছ।
উত্তরমুছুনকবিতা পড়ে আপনার ভাল লেগেছে জেনে আমারও ভাল লাগছে।
মুছুনমকলু এখন গ্রেট
উত্তরমুছুনপাটককে করে থ্রেট
এখন মকু সাকসেক্স
সম্পাদকিয় শিখেছে বেশ
ভাল ভাল কবিতা সে
প্রকাশ করা শিখে গেসে
তবু মকু এগিয়ে যাক
মকুর মান বৃদ্ধি পাক
বাহ্ nice moklu
উত্তরমুছুনTumi agia jao
ধন্যবাদ
মুছুনকবির আন্তরিক মনের বহিপ্রকাশ ভালো লেগেছে৷ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ৷
উত্তরমুছুনআপনাকেও আন্তরিক ধন্যবাদ
মুছুন“তীর খুঁজে নেয় নিজের ছায়ায়”
উত্তরমুছুনএমন একটা লাইন মকলু সারাজীবন চেস্টা করিলেও লিখতে পারবে না ৷ কবিতাটি অতি সুন্দর
আপনি তাহলে লিখতে আরম্ভ করেন
মুছুনকৃষ্ণচূড়া ফুলের শুভেচ্ছা জানাই কবিকে
উত্তরমুছুনধন্যবাদ
উত্তরমুছুনমকলু করে হায় হায়
উত্তরমুছুনপুটকী ফেটে যায় যায়
অমার্জিত মন্তব্য করে কোনো মন্তব্যকারী আইনী জটিলতায় পড়লে তার দায় সম্পাদকের না৷