New

শ্বেতপত্র

এসো হে বৈশাখ / কামরুন নাহার



শহরজুড়ে কৃষ্ণচূড়া 
দাবানলের আগুন ছড়ায়।
ভাষার তোড়ে ভাসবে বলে
বৈশাখকে ডেকে তোলে
আর লাল ফুলেদের মিছিল চলে শহরজুড়ে। 
কাকগুলো সব কোকিল হয়ে
বসন্ত গান গেয়ে চলে।
আর রাতবিরেতের একলা বাদূর 
নিছক হাসির ব্যঙ্গ শোনে।

গ্রীষ্ম হেসে ক্লান্তি ভুলে 
দহন জলে নৃত্য করে
তবু কৃষ্ণচূড়া দাড়িয়ে থাকে 
রাধাচূড়ার অপেক্ষাতে। 

নাম না জানা চৌরাস্তায়
ক্লান্ত কোন পথিক হাসে 
ক্লান্তি ভুলে গান শুনে যায়
টোকাই ছেলের মুখের ভাষায়।

তবু রাত জাগা ভোর গল্প করে
বসন্ত তুমি আসবে বলে
পাথর হৃদয় হালকা হাসে
টোকাই ছেলের গানের তালে
আর জীবন কাব্য হাসির ছলে
রঙিন হয়ে রং ছড়ায় 
হঠাৎ করেই।

আবার কালবৈশাখী হঠাৎ এসে
ডুবিয়ে যায় জীবন তরী। 
যা হিসেব পাতায় ভীষণ রকম বেহিসাবি। 

তবু মানুষ জানে ভাসতে ভেলায়
তাই বারেবারেই জেগে ওঠে 
আর তীর খুঁজে নেয় নিজের ছায়ায়।।

একটি মন্তব্য পোস্ট করুন

15 মন্তব্যসমূহ

  1. এসব নিম্নমানের কবিতা। কবিনি এখনও আদিম যুগে পড়ে আছে। ব্যাকডেটেড

    উত্তরমুছুন
  2. চিন্তাশীল কবি়৷ বৈষম্যের পাহাড় ছিড়ে সাম্য নিয়ে আসবই লাইনটা আমার ভালো লেগেছে৷ ভালো কবি

    উত্তরমুছুন
  3. খুব উচুমানের কবিতা প্রকাশ করেছো ছোট ভাই। ইনার বাড়ি কোথায়? তার লেখা এমন মননশীল হৃদয়কাঁপানো কবিতা আরও পড়তে চাই। এই উচ্চমার্গীয় কবির কবিতা প্রকাশ করার জন্য তোমাকে ধন্যবাদ। ইনার আরও কবিতা প্রকাশ কর। আমার ভালো লেগেছ।

    উত্তরমুছুন
  4. মকলু এখন গ্রেট
    পাটককে করে থ্রেট

    এখন মকু সাকসেক্স
    সম্পাদকিয় শিখেছে বেশ

    ভাল ভাল কবিতা সে
    প্রকাশ করা শিখে গেসে

    তবু মকু এগিয়ে যাক
    মকুর মান বৃদ্ধি পাক

    উত্তরমুছুন
  5. কবির আন্তরিক মনের বহিপ্রকাশ ভালো লেগেছে৷ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ৷

    উত্তরমুছুন
  6. “তীর খুঁজে নেয় নিজের ছায়ায়”
    এমন একটা লাইন মকলু সারাজীবন চেস্টা করিলেও লিখতে পারবে না ৷ কবিতাটি অতি সুন্দর

    উত্তরমুছুন
  7. কৃষ্ণচূড়া ফুলের শুভেচ্ছা জানাই কবিকে

    উত্তরমুছুন
  8. মকলু করে হায় হায়
    পুটকী ফেটে যায় যায়

    উত্তরমুছুন

অমার্জিত মন্তব্য করে কোনো মন্তব্যকারী আইনী জটিলতায় পড়লে তার দায় সম্পাদকের না৷