New

শ্বেতপত্র

শ্বেতপদ্ম / আদিবা নুসরাত




প্রতিচ্ছবি ভেঙে গেলেও
আয়না অক্ষত থাকে,
গল্প থেকে যায়-
পুরনো, হাজার বছর আগের।

তুমি তখন অন্ধ জাতিস্মর,
তোমার স্মৃতিতে-
সেই সুদূর অতীতের শীতঘুম
ভাঙার যন্ত্রনা
তোমার স্মৃতিতে-
পুরনো প্রেয়সীর তীব্র
ঝাঁঝাল ঘ্রাণ
তোমার স্মৃতিতে-
নতুন নতুন চারাগাছ
পোলাউপাতার,মেহগনির
তোমার স্মৃতিতে আমি নেই,
আমি থাকব না।
তুমি রাখোনি...
আমি তখন শ্বেতপদ্ম,
যে জল তুলতে গিয়ে
তুলে এনেছে মীনরাশি।

একটি মন্তব্য পোস্ট করুন

29 মন্তব্যসমূহ

  1. কি সুন্দর কবিতা৷ কবি যেভাবে বিভিন্ন শব্দ দিয়ে অলংকার তৈরি করেছেন, তা মুগ্ধ হয়ে গেলাম৷ কবিকে কৃতজ্ঞতা

    উত্তরমুছুন
  2. ভালো কবিতা, মুগ্ধ হলাম। কবি ও সম্পাদক উভয়কেই ধন্যবাদ

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. এই মন্তব্যটি একটি ব্লগ প্রশাসক দ্বারা মুছে ফেলা হয়েছে।

      মুছুন
    2. ধন্যবাদ
      প্রিয় পাঠক শ্বেতপত্র পড়ার জন্য।

      মুছুন

  3. খুব উচুমানের কবিতা প্রকাশ করেছো ছোট ভাই। ইনার বাড়ি কোথায়? তার লেখা এমন মননশীল হৃদয়কাঁপানো কবিতা আরও পড়তে ছাই। এই উচ্চমার্গীয় কবির কবিতা প্রকাশ করার জন্য তোমাকে ধন্যবাদ। ইনার আরও কবিতা প্রকাশ কর। আমার ভালো লেগেছ।

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. ধন্যবাদ
      আপনার পাঠের আকাঙ্ক্ষা নিশ্চয় পূর্ণ হবে।

      মুছুন
  4. Good poetry, uplifts the poet's consciousness and is idealistic.

    উত্তরমুছুন
  5. কিসমত জাহান টুনিমঙ্গলবার, ১৮ এপ্রিল, ২০২৩

    বা! দারুণ কবিতা। কবিকে হাজার সালাম। এমন কবিতা পড়ার জন্যই তো তোমার ওয়েবসাইডে আসি ওগো সম্পাদক । আর তুমি কি সব আলতু ফালতু কবিতা ছাপো। আর ওসব ছেপে পাঠকের চোদন খেও না মকলু জানু৷ i love you 😘😘

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. এই মন্তব্যটি একটি ব্লগ প্রশাসক দ্বারা মুছে ফেলা হয়েছে।

      মুছুন
    2. ধন্যবাদ পাঠক
      আপনি শ্বেতপত্রের নিয়মিত পাঠ করেন জেনে ভালো লাগলো। আপনার ইচ্ছা অবশ্যই পূরণ হবে।

      মুছুন
  6. অমায়িক কবিতা৷ মুগ্ধ হলাম৷ ভালো থেকো৷

    উত্তরমুছুন
  7. লেখিকার নামটা যেমন
    কবিতা তেমন সুন্দর,
    ভাষা আর শব্দ সাজানোয়
    মেধাও তেমন মনোহর৷
    মকলু এবার সাকসেস,
    সম্পাদকী শিখেছে বেশ৷

    উত্তরমুছুন
  8. মারাত্মক কবিতা। মর্মের ভিতরে গিয়ে টান দিল। বের হয়ে এলো আসোল কাব্যের হাহাকার। ধন্যবাদ কবি ও সম্পাদক৷

    উত্তরমুছুন
  9. আবেগের ঢেউয়ে হারিয়ে গেলাম৷ কবি সাহেবাকে স্যালুট৷ থ্যঙ্ক ইউ মোকচেল ভাই৷

    উত্তরমুছুন
  10. বাহে সম্পাদকের ব্যাটা তোমার হিনা উন্নতি হবার নাগচে পাবলিকের চোদন খায়া
    তোমার আরো আরো উন্নতি হউক হামরা এটায় চাই
    এলা থাকি পত্তিদিনে ভাল ভাল নেখা প্রকাশ কইরবের তাহিলে পাবলিক আর তোমাক কইরবার নয়

    উত্তরমুছুন
  11. ইদ্রিস আলী পজেটিভ মন্তব্য করার জন্য আপনাকেও ধন্যবাদ

    উত্তরমুছুন
  12. গুলতেকিন কোবরা সুলতানাবুধবার, ১৯ এপ্রিল, ২০২৩

    তোর অনেক উন্নতি হচ্ছে মকলু
    ভাল ভাল লেখকরা ইদানিং তোকে কবিতা দিচ্ছে
    এরকম ভাল ভাল লেখা পকাশ করবি তাহলে তুই বড় সম্পাদক সাজতে পারবি
    আর নিজেকে হাতির হোল ভাববি না কোনদিন

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. গুলতেকিন ধন্যবাদ।
      আপনি প্রশংসা বা নিন্দা করলে কী?
      আমিতো কাজ করে যাচ্ছি, ব্যাস।

      মুছুন
    2. গুলতেকিন কোবরা সুলতানাবৃহস্পতিবার, ২০ এপ্রিল, ২০২৩

      তুই এখন আমাকে আপনি করে বলা শুরু করেছিস? বাহ্ একটা বই বের করে নিজেকে বিরাট হনু ভাবা শুরু করেছিস?আমরা আর তোর বন্ধু না এখন বাহ ফাইন দোস্ত

      মুছুন
  13. বিষয়ঃ #ঈদসংখ‌্যা
    #যার লেখা সে‌ই বারবার দ‌্যা‌খে! হয়ত প‌ড়ে! হয়তবা না! ঈদসংখ‌্যার পাঠকশূন‌্যতা তীব্র! দলাদ‌লি‌তে আট‌কে গ‌্যা‌ছে, ভা‌লো লেখক‌দের ঠায় হয়‌নি।তামাশার প্রতি‌যো‌গিতা ভয়াবহ...

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. আপনি কী ভাববেন আর কী মন্তব্য করবেন, তা স্বাধীনতা আছে।

      মুছুন

অমার্জিত মন্তব্য করে কোনো মন্তব্যকারী আইনী জটিলতায় পড়লে তার দায় সম্পাদকের না৷