New

শ্বেতপত্র

সহজ স্বপ্ন / মোকলেছুর রহমান


চাঁদের মিথ্যে আলোর জৌলুসে
নীলাচ্ছন্ন জগৎচোখ যখন
খসে-খসে
ঝরে-ঝরে পড়ছে

দুর্গন্ধময় মতার কেন্দ্রকে ঘিরে
পরিবেশের উচ্ছিষ্ট-অপাংক্তেয়
কীট-পতঙ্গগুলো যখন গদগদ করে পা চাটছে

এ চোখ তখন শ্রমে-ঘামে গড়ে ওঠা
ধুলি-কাদা মাটির পৃথিবী সদৃশ
সাদা-সুদা সহজ স্বপ্ন দ্যাখে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ