New

শ্বেতপত্র

ভাব পুকুর : নোমান প্রধান


১.

বুকটা পুড়ে গেছে

ভালোবাসার সাধ মেটে নাই

জানলে? চাতক কেন মেঘের হয়!

২.

বিরহ আছে বলেই প্রশ্ন জাগে-

জিজ্ঞেস করি, কোথায় যায়?

সিজদারত পাখিদের কাফেলা!

৩.

মিঠা জলের নদী

সমুদ্ররে চুমু খেয়ে

হয়ে যায় নুন!

প্রেম মানে অশ্রু, বিরহী সুকুন।

৪.
ঈদ মোবারক বলতে গিয়ে
বলে ফেলি ফিলিস্তিন
সেমাই বাটি সামনে আমার
রক্তে ভেজা কার আস্তিন?

একটি মন্তব্য পোস্ট করুন

1 মন্তব্যসমূহ

অমার্জিত মন্তব্য করে কোনো মন্তব্যকারী আইনী জটিলতায় পড়লে তার দায় সম্পাদকের না৷