New

শ্বেতপত্র

প্রেম / শুভ্র সরখেল


দেয়ালে কালো রঙের অংক মিশে গ্যাছে অনেক দিন হল
দেয়ালের জ্বর আসে মাঝে মাঝে
জ্বর দেয়ালের প্রিয় অসুখ
দেয়ালের আড়ালে তোমার ইতিহাস স্পষ্ট শুনি
হতাশ হই ! 

আড্ডা ছাড়া এদানিং দেয়ালে হেলান দেয়া হয় না অনেক দিন হল
আড্ডাদের ঝগড়া হয় মাঝে মাঝে
সর্দি আড্ডাদের প্রিয় অসুখ
আড্ডায় তোমার মৃত্যুর খবর শুনি
কষ্ট পাই ! 

একদিন আড্ডা দিতে গিয়ে দেখি , দেয়ালে তোমার ছবি আঁকা
একটি ফুলের গাছ দেয়ালের গা ঘেঁষে বড় হচ্ছে ধীরে ধীরে
আমি
আবারো
শক্তি অনুভব করি মনে মনে ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ