New

শ্বেতপত্র

কাঠঠোকরা / মোকলেছুর রহমান


কাঠঠোকরার মতো
তোমার হৃদয় খুড়ে বাসা বানাতে
পারলে হয়তো
ঝড়ে ভিজতে হতো না আমায়৷
উড়ন্ত ডানা স্যাঁতস্যাঁতে আজ৷
তীব্র ঝড়ে দিশেহারা আমি
কোথায় মিলবে আশ্রয়
কোন কোটরে
কোন হৃদয় গহ্বরে!

আমি তো বাবুই তৃণলতা
খড়কুটোতে বাসা বানাই
নড়বড়ে আমার বাসা৷

দমকা হাওয়ায় দোলে, ঝড়ে ভেজে
কচি ডাল ভেঙে দুমড়ে যায়৷
কাঠঠোকরার মতো
তোমার হৃদয় খুড়ে বাসা বানাতে পারলে
হয়তো ঝড়ে ভিজতে হতো না আমায়৷

একটি মন্তব্য পোস্ট করুন

3 মন্তব্যসমূহ

অমার্জিত মন্তব্য কাম্য নয়