খরায় তারার মতো ভেঙে যাওয়া তিল
অসংখ্য প্রেমিকের প্রার্থনা জড়ো করে
রক্তজবার গায়ে ভুল নামে ডেকে যাওয়া ভ্রমর
এঁকে দিয়ে যায় তোমার হাইরোগ্লিফিক নাম!
এদিকে প্রচন্ড শূন্যতা চিলের ডানার নীচে
মাথা গুজে
প্রস্ফুটিত ধানের থেকে ফড়িং ছিনিয়েছে শীতল দুপুর
লালোষ্ণ চোখে ভাষ্কর্য তৈরি করছে কাঁঠঠোকড়া
আর সম্পর্কের দোহাই দিয়ে আস্ত পেয়ারা নিয়ে পালিয়েছে বেয়ারা বেড়ালীর দল।
জ্বরের ঘোরে আমি শুধু ভুল নামে এঁকে গেছি গ্রাফিতি!



0 মন্তব্যসমূহ
অমার্জিত মন্তব্য করে কোনো মন্তব্যকারী আইনী জটিলতায় পড়লে তার দায় সম্পাদকের না৷