New

শ্বেতপত্র

সম্পাদকীয়

১.
সময় অনেকটা গড়িয়ে বহুদূর চলে গেছে। তাও স্পন্দন গতির আট বছর। নড়ে চড়ে উঠতে হয়,সময়টাকে নাড়াতে এ যাত্রা সুদূর সীমাকে স্পর্শ করতে পারবে গতির চাকায়। আমি বিশ্বাস রাখি-গতিই নিয়তি। হাওয়ার যেমন গতি আছে, তেমনি নদীরও। আলো-আঁধারের গতি,বলা- না বলার গতি,আনন্দ- নিরানন্দের গতি। তাবৎ গতিই স্ব-স্ব সত্ত্বাকে ত্বরান্বিত করে,বিবৃত করে,স্পষ্ট করে,  মেলে ধরে। গতিতত্ত্বকে করায়াত্ত্ব মূখ্য। শিল্পীর গতি শিল্পে, লেখকের গতি লেখায় আর কবির গতি কবিতায়। শিল্প সাধনায় আমরাও মেলে ধরতে চাই স্পর্ধিত গতিধারাকে, শ্বেতপত্রকে। এ যাত্রায় সহমত হবেন, সমবেত হবেন আশা রাখছি।
২.
এ সংখ্যায় থাকছে ছয় জন কবির কবিতা এবং একজন শব্দ সৈনিকের গল্প।

একটি মন্তব্য পোস্ট করুন

3 মন্তব্যসমূহ

অমার্জিত মন্তব্য কাম্য নয়