New

শ্বেতপত্র

গল্প : কালো গোলাপ | মাহমুদ আল হেলাল উজ্জামান

১৷
শহরের পথ ভরা ভেলকিবাজি৷ পার্লারের আশীষে একই রূপে কত শতজন৷ হোঁচট খায় শুধু অনাকাঙ্ক্ষিত প্রশ্নে, আহত হয় প্রতিনিয়ত৷

২৷
নবদম্পতির গা ঘেঁষা উত্তেজনায় স্টিয়ারিং কন্ট্রোলের আগেই ছিঁটকে পড়ে অগোছালো পথিক৷ আহতকে যথাদ্রুত গাড়িতে তুলে চম্পট দেয় দূর পথে৷ অনাকাঙ্ক্ষিত কোলে রাখা পথিকের রক্তজমাট ছেড়া আহত খোলা চোখ উত্তর চায়,
— এই, তুমি তো সেই অন্তরা…
— হ্যাঁ

স্পন্দন থেমে যায়৷ খোলা চোখ তাকিয়ে থাকে— অনিঃশেষ একটু আঁধার৷ চার হাত সুয়ারেজের ঢাকনা তুলে নামিয়ে দেয় বাঁশরিয়ার শব৷ দু'টো হাত শুধু কেঁপে ওঠে৷ অন্তরা— ক্ষণেক আগে স্বামীর কিনে দেয়া গোলাপের ঝুড়ি থেকে একটা গোলাপ নিয়ে অশ্রু ছুঁয়ে ছুঁড়ে দেয় ঢাকনার ওপরে৷ হৃদয়ে কালো ছায়া পড়ে৷

৩৷
আজও একটি কালো গোলাপ কুড়িয়ে পায় পথিক— সেই দিনে৷ প্রথম দেখা দিনটির কথা মনে নেই অন্তরার, কেউ মনে রাখে না৷ কালো গোলাপ ফুটানো বড় কঠিন৷ প্রতিনিয়ত অশ্রুজলে ভিজিয়ে রঙ বদলাতে হয় গোলাপের৷ মানুষ তা-ও পারে…

একটি মন্তব্য পোস্ট করুন

21 মন্তব্যসমূহ

  1. গুলতেকিন কোবরা সুলতানামঙ্গলবার, ১২ জুলাই, ২০২২

    মকলু,গল্পের সংজ্ঞা যে কি, তাই ভুলে গেলাম। হয়ত নতুন দিনের নতুন যুগের গল্প। অথবা গল্পকারের পুষ্টির অভাব। কী জানি বাপু, তুমি সাহিত্যের ছাত্র। আমাকে যেসব গল্পের কথা বলেছিলে, তার ছিঁটেফোঁটা তো এখানে কিছুই পাচ্ছিনা।

    উত্তরমুছুন
  2. আমার প্রিয় গোলাপ নিয়ে এরকম লিখলে আমি মানহানির মামল করব৷ সম্পাদক মকু তোমার কি কোনো শিক্ষাও নাই? এসব কি লিখচে আর তুমি এসব পকাত করে প্রকাশ করেছ?

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. ধন্যবাদ আপনাকে। ভাই এটা পাবলিক প্লেস, গঠনমূলক সমালোচনা করুন।

      মুছুন
  3. Ata golpo na kobita na pobondo na uponnas????

    Ki ata? Kicui hynai ata bal

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. ভাই মিতা, এগুলো উত্তরাধুনিকোত্তরপর্যায়ের জীবনের মর্মবাদী গভীর অতল অসীমবাদী তাত্ত্বিক গল্প। এসব আপনি বুঝবেন না, বোঝার দরকার নেই। নিজের চরকায় তেল দিন।

      মুছুন
    2. সম্পাদক আর লেখকের চরকায় গরম তেল ঢালব আমি

      মুছুন
  4. মন্তব্য ঘরে লিখেছেন """অমার্জিত মন্তব্য কাম্য নয়""""
    আমি বলতে চাই* অমার্জিত সাহিত্য কাম্য নয়""

    লেখক সম্পাদক 2জনকেই বললাম কথাটা৷ যার সাধারন শিক্সা আছে তিনি বুজবেন৷ আশা করি আপনারা অশিক্সিত নন৷ যাচ্চছেতাই রচনা পোস্ট করে লেখক বা সম্পাদক হয়া যায় না মনে রাখবেন কেমন৷

    এত সোজা না লেখক হওয়া কেমন

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. ধন্যবাদ আপনাকে শ্বেতপত্র পড়বার জন্য।
      আগামীতে লেখা প্রকাশ করার ক্ষেত্রে রচনার মান যাচাইয়ে অধিক নজর রাখা হবে।

      মুছুন
  5. এটা গল্প? 😂😂😂😂
    গল্পকার ভাই এরকম গার্বেজ আরো লিখতে থাকুন৷ এরকম পএিকা তো আছেই প্রকানের জন্য৷ আর চিন্তা কি,, 😂😂😂

    উত্তরমুছুন
  6. সম্পাদক ও গল্পকারকে ধন্যবাদ এরকম মনোহর গল্প উপহার দেওয়ার জন্য। প্রথম গল্পটাই তো অসাধারণ। কি সুন্দর লিখেছে -++শহরের পথ ভরা ভেলকিবাজি৷ পার্লারের আশীষে একই রূপে কত শতজন৷ হোঁচট খায় শুধু অনাকাঙ্ক্ষিত প্রশ্নে, আহত হয় প্রতিনিয়ত৷++ আহা। মনে হয় বারবার পরি।

    উত্তরমুছুন
  7. সম্মানিত লেখক ভাই এগুলো তো গল্প লাগল না। আমার কাছে কবিতার মতো মনে হল। আপনি এগুলোকে কবিতা নামে প্রকাশ করলে পাঠকের পাঠতৃপ্তি অর্জন হতো। যা হোক, এই ধরনের কবিতা আরও পড়তে চাই সম্পাদকের নিকট আরজ রইল।

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. মোঃ আমিনুল ইসলামশনিবার, ২৩ জুলাই, ২০২২

      রিমি ম্যাডাম এটি কবিতা নয় ৷এটি থ্রিলার উপন্যাস 😂😂

      এরকম লাখ লাখ লেকক আছে দেশে৷ দিনকাল খারাপ ম্যাডাম ৷ হাগড়িমুতরি সবায় কবি হতে চায়

      মুছুন
  8. কি গল্প! কি তার মর্ম! লেখকভাই, আসেন আমার বুকে আসেন৷ খুব সুন্দর লাগছে গল্পগুলো, আপনাকে ও সম্পাদককে অনেক অনেক ধন্যবাদ৷

    উত্তরমুছুন
  9. আব্দুল্লাহ সরকার, হরিকেশ, কুড়িগ্রামরবিবার, ২৪ জুলাই, ২০২২

    উততর দেয় না কেন লেখক পলাইছে নাকি?একটা লেকা দিয়ে লেখক চুতরি গেল? হাগড়িমুতরি সবাহে লেকক বানালে এমনে হয়

    উত্তরমুছুন
  10. মোঃ শাইলুদ্দিন খানরবিবার, ২৪ জুলাই, ২০২২

    পাঠকের কমেন্ট দেখে লেখকের চুতরি ফাইট৷লেখক হাগি ফেলাইবে উত্তর দিতে৷সেজন্য উত্তর দেয়না৷মোকলেছুর রহমানকে বলি এসব আবালের লেখা প্রকাশ বন্দ্ধ কর৷

    উত্তরমুছুন
  11. কবি ইদ্রিস আলীরবিবার, ২৪ জুলাই, ২০২২

    পাঠক পড়ে আর গাইলায়
    লেখক তুমি বাইরে আয়

    একটা কোরে কালো গোলাপ
    দিয়ে হোক তোমার আলাপ

    লেখক তুমি কতদিন
    পালিয়ে থাকবে রাতদিন

    যদি উত্তর না দেও হেলাল
    তোমার পুটকী হবে লাল

    উত্তরমুছুন

অমার্জিত মন্তব্য কাম্য নয়