১) পুরুষ কণ্ঠ -
অভিমানেই বারবার / করো যদি পর
কেমনে গড়বে বলো / আগামীর ঘর ?
নারী কণ্ঠ -
তোমার ভালো-বাসায় / আমি নতজানু
তাই এমন আ-ঘাত / বুঝি আমার জন্য ?
২)
পুরুষ কণ্ঠ -
কাছে আসার এখন /নেই তো উপায়
দূরে থেকেও তোমায় / ভালোবাসি তাই
নারী কণ্ঠ -
এমন বিরহ নিয়ে / কাটবে কী দিন ?
ইতিহাস বলে প্রেম মিলনবিহীন......
৩) পুরুষ কণ্ঠ -
পরিস্থিতি কী আর / প্রতিশ্রুতি বোঝে ?
সময় যে চলে তার /আপন মেজাজে
নারী কণ্ঠ -
হারাবার ভয় নিয়ে / রাত কেটে যায়
ভালোবাসা কেন বলো / এতো অসহায় ?
অভিমানেই বারবার করো যদি পর
কেমনে বাঁধবে বলো আগামীর ঘর ?....(২)
7 মন্তব্যসমূহ
না্উজুবিল্্লাহ, ছোট ভা্ই রমজানের মাসে ্এসব কি শুরু করলা। প্রেম ভালবাসা মিলন বিরহ। ্আর তো নেয়া যায় না।
উত্তরমুছুনছোটভাই, তুমি তো বোধহয় বাংলার ছাত্র। বাংলায় যারা পড়ে তারা কি এরকম টাল হয় নাকি? এসব কি কবিতা হয়েছে। কলম পেলেই সবাই কবি হয়ে যায় নাকি? নকল করে পাস করচো নাকি?
উত্তরমুছুনশ্বেতপত্র সবসময় নতুন লেখককে সুযোগ দেয়, তাদের লেখা প্রকাশ করে কারন প্রতিষ্ঠিত পত্রিকায় তারা সুযোগ পায় না৷
মুছুনআপনারা যদি এরকম মন্তব্য করে সম্পাদক ও নতুন লেখকদের নিরুৎসাহিত করেন তাহলে আগামীতে শ্বেতপত্রেও নতুন লেখকদের লেখা প্রকাশ বন্ধ করতে হবে৷ সেটা কি ভালো হবে?
নারী পুরুষের ঘসাঘসি
উত্তরমুছুনতারই নাম ভালোবাসাবাসি
সম্পাদক রুচিহীন
পড়াশুনা শিক্ষাহীন
হতাস হলাম ভাই
এবার তবে যাই
কমেন্ট করে যাও বাঁচি
মুছুনকোথা যাও নাচি নাচি
দাঁড়াও না ইদ্রিস ভাই
কত কাব্য এইখানে
পড় সব মনে মনে
ভাল লেখার অভাব তো নাই
জীবনে এই প্রথম একটা গীতিকবিতা পড়লাম। দিনটা সার্থক হয়ে গেল। কবিকে অন্তরের অন্তস্থল থেকে চোকপানা ভালোবাসা জানাই।
উত্তরমুছুনগীতিকবিতা পড়ে মন গেল ভরে
উত্তরমুছুনমকলুদা শুভকামনা
অমার্জিত মন্তব্য করে কোনো মন্তব্যকারী আইনী জটিলতায় পড়লে তার দায় সম্পাদকের না৷