বর্তমান বাংলা কবিতায় সাম্য রাইয়ান এক অনিবার্য নাম৷ সম্প্রতি ভারতের সাহিত্য পত্রিকা ‘তারারা’ সাম্য রাইয়ান বিশেষ সংখ্যা প্রকাশ করেছে৷ এছাড়াও যুক্তরাষ্ট্রের পত্রিকা ‘মনমানচিত্র’, ভারতীয় পত্রিকা ‘এবং’ তাকে নিয়ে একক সংখ্যা প্রকাশ করেছে৷ সাহিত্যে বিশেষ অবদান রেখে আন্তর্জাতিক পরিসরে বাংলা সাহিত্য ও আমাদের প্রিয় কুড়িগ্রামকে সম্মানীত করায় কবি সাম্য রাইয়ানকে সংবর্ধিত করার উদ্যোগ নেয়া হয়েছে৷
সাহিত্য পত্রিকা শ্বেতপত্রের উদ্যোগে শুক্রবার (৮ সেপ্টেম্বর) বিকেল চারটায় এক বৈঠকে কবি ও সম্পাদক মোকলেছুর রহমানকে আহ্বায়ক করে ২৫ সদস্য বিশিষ্ট ‘সংবর্ধনা আয়োজক কমিটি’ গঠন করা হয়েছে৷ এসময় উপস্থিত ছিলেন কবি ও গল্পকার আহাম্মেদুল কবীর, এ কে এম মোজাদ্দেদুল ইসলাম রকেট, ‘হিজিবিজি’র সম্পাদক রাজ্য জ্যোতি, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির সদস্য অনিরুদ্ধ প্রণয় প্রান্তিক, কিশোর সাময়িকী ‘অনুশীলন’ সম্পাদক রিদওয়ান পর্ব, ক্রিয়েটিভ ডিজাইনার জাকির ইমরান, তরুণ সংগঠক আরিফ রায়হান ও আব্দুর রহমান সাব্বির, কুড়িগ্রাম বন্ধুসভার ম্যাগাজিন সম্পাদক সাদিকুর রহমান, তাসভীর আহমেদ মুগ্ধ সহ আরো অনেকে৷
সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নেয়া হয়েছে, ২৯ সেপ্টেম্বর (সম্ভাব্য তারিখ) সাম্য রাইয়ানের সাহিত্য বিষয়ে আলোচনা সভা এবং তাকে সম্মাননা জানানো হবে৷ এসম্পর্কিত বিস্তারিত তথ্য পরবর্তী ঘোষণায় জানিয়ে দেয়া হবে৷ প্রয়োজনীয় যোগাযোগ: 01710392560 (আহ্বায়ক)৷
0 মন্তব্যসমূহ
অমার্জিত মন্তব্য করে কোনো মন্তব্যকারী আইনী জটিলতায় পড়লে তার দায় সম্পাদকের না৷