------------------------------
নবর্বষের শীত রাঙা রোদ্দুর,হরিষে হর্ষিত শতাব্দীর হাজার রঙে রঞ্জিত সারস্বত সাধনা বর্ষিত
সার্ধশতবর্ষ, ধীর গতি পায়
চন্দ্র শিখর জয়,আজ এই চরাচরে
অসীমে আনন্দ মিশে যায়, এই নব কলেবর
এ নব শতধা স্পন্দন মুখর
স্মরণীয় কতশত প্রতিভার
হারিয়ে যাওয়া মুখ
কারো কারো
স্মৃতি সুধা ঢালে
মনে কোন স্থান নেই, সে সুভাষিত সুর
চমকানো মদির ঐ ভালে..
মাদল,ধামসা, জলতরঙ্গ
কাঁপিয়ে ঝঙ্কারিল আকাশ
সপ্ত সুরের মূর্ছনা
লেলিহান হীন অবকাশ
ঠিক আছে, ফিরে আসি
দেড়শ বছরের সুতিকাগারে
নিতান্ত অসহায় রাত জাগা পথ হারার কাহিনী।
0 মন্তব্যসমূহ
অমার্জিত মন্তব্য করে কোনো মন্তব্যকারী আইনী জটিলতায় পড়লে তার দায় সম্পাদকের না৷