New

শ্বেতপত্র

পাখিদের গর্জন/ আশুতোষ বিশ্বাস



-------------------------------------

লেজ ঝোলানো পাখি আমার মউল ধরা আমগাছের
এক ডাল থেকে অন্য গাছের ডালে উড়ে বসে
কিছুক্ষণ সেই ডালে চরকিদারি করে
ও ডাল থেকে আবার অন্য গাছের ডালে উড়ে যায়
তার মন কিছুতেই বসে না, কণ্ঠে গান আসে না

গানের খোঁজে পুচ্ছ নাচিয়ে ফের উড়ে বসে ধু ধু মগডালে
আমি সকাল দুপুর বিকেল সন্ধে পোটলা খুলে
আয় আয় লেজঝোলা ডাকি, খাবার সাধি, দানা ছড়াই
একটা দুটো দানায় ঠোক্কর মারে
বাকিটা বাধ্যবাধকতার নরম কায়দায় দানা খাচ্ছে ভাব জাগিয়ে  
ঠুকরে ফেলে দেয় যেভাবে কাক কোকিলের বাসার ডিম গায়েব করে সেভাবে
সূর্য ঢলে সমুদ্র জলে আমি পাখিদের গর্জন শুনি

একটি মন্তব্য পোস্ট করুন

1 মন্তব্যসমূহ

অমার্জিত মন্তব্য কাম্য নয়