বাড়ির পশ্চিমে আত্রাই নদী
উত্তর দিক থেকে দক্ষিণে বয়ে যায়।
বন্যায় একবার বাঁধ ভেঙে হুড়মুড় পানি ঢুকে পড়ল
থইথই জলাশয় সারা এলাকা
স্রোতভাঙা পানি এসে
আমাদের বাড়ি হয়ে দক্ষিণ বরাবর ভেসে চলল।
স্কুল বন্ধ
নতুন পানির বুকে কাগজের কত কত নৌকা ভাসাই
দূরে একদিন কালোমতো কোনো কিছু ভাসতে দেখে আব্বাকে বলি, 'দেখেন আব্বা, বিরাট একটা কাঠ ভেসে আসতেসে! ওটা দিয়ে দরজার চৌকাঠ বানায়েন।'
কাছে এলে দেখা যায় সেটা কোনো কাঠ নয়;
মরা এক শিয়াল, চার পা সটান তার দেহটা নিয়ে
ঠিক যেন চৌকাঠ ডোবে আর ভাসে
দেখে তাই আমাদের ক্ষয়ে যাওয়া দরজাটা খ্যাঁকখ্যাঁক হাসে।
0 মন্তব্যসমূহ
অমার্জিত মন্তব্য করে কোনো মন্তব্যকারী আইনী জটিলতায় পড়লে তার দায় সম্পাদকের না৷