New

শ্বেতপত্র

মোকলেছুর রহমানের দুটি কবিতা



ভিমরুল

ওরা অাছে থাকুক 
ওদের মতন,
হাঁড়ি বানাক, চাঁক বানাক
ওরা থাকলে আমরাও থাকবো
উঁচু মাথায়-
পৃথিবীর আয়ু ঘেসে।

ঢিল ছুড়ো না
হাঁড়ি ভেঙ্গে গেলে
সদলবলে
বেড়িয়ে পড়বে ভিমরুলের ঝাঁক,
তীব্র বিষের থলে উগড়ে
হুল ফোঁটায়ে; 
জীবনের ঢেউ থমকাবে গাঢ় নীলে।



পালিত ব্যথা

সঙ্গিনী প্রায়ই বলেন-
কিঞ্চিত ব্যথা জিয়ে রাখ
সুখকে পরখ করতে।

ও তো অতিথি পাখি
আতিথেয়তা শেষে উড়াল দেয়; 
হড়কা  উচ্ছ্বাস ঘনীভূত করে
মনকে উদ্দীপ্ত রাখে ব্যথা।


একটি মন্তব্য পোস্ট করুন

4 মন্তব্যসমূহ

  1. না, অতটা ভাল লাগল না৷ কেমন যেন মেকী মেকী মনে হচ্ছে৷

    উত্তরমুছুন
  2. এই লাইনগুলো সুন্দর হয়েছে ==== ঢিল ছুড়ো না
    হাঁড়ি ভেঙ্গে গেলে
    সদলবলে
    বেড়িয়ে পড়বে ভিমরুলের ঝাঁক,=== তবে সাবধান, যার তার কবিতা প্রকাশ করিও না। ধরাখাইলে মাফ পাইবা না।

    উত্তরমুছুন
  3. এইজন্য তো আই লাভ ইউ এন্ড কিস ইউ

    উত্তরমুছুন
  4. জনতার কবি ইদ্রিস আলীসোমবার, ০৬ মে, ২০২৪

    গাম্বাট তুমি দাড়িয়েছো ভোটে
    একটি ভোটও পাবু না মোটে
    জনতা তোকে দিবে জুতার মালা
    তুই ভোটচোর ছাএলীগ নেস্টিক শালা

    উত্তরমুছুন

অমার্জিত মন্তব্য করে কোনো মন্তব্যকারী আইনী জটিলতায় পড়লে তার দায় সম্পাদকের না৷