New

শ্বেতপত্র

অন্ধ দৈত্যের দ্বেষ / সাম্য রাইয়ান


স্বরযন্ত্র চিনে ফেলেছি আজ
শ্বাসনালী কেঁপে ওঠে শব্দের তোড়ে
নির্লজ্জ আর উদ্ধত ভঙ্গির হাসিতে
বিপন্ন নগরব্যাপী তৃণ, যেন
দীর্ঘদিনে পেকে ওঠা সূর্যের কল্পনা!

হাওয়ার পায়ে রূপোর বালা
থাকো দ্বন্দ্বহীন— দ্বন্দ্বমুখর
এদিক-ওদিক ঘুরে
দ্যাখো বিদ্বেষ— কলহপ্রবণ সংকল্প৷
আকর্ষণ, ঝলমলে মায়া হারাচ্ছে
নীল সংঘ, উপনিবেশ৷

পথ ভুল করা হাতিদের দীর্ঘশ্বাসের মতো
কৃত্রিম নিসর্গনামক অর্জন, সাময়িক
আবহমান নৈঃশব্দ্য তাকে উপহাস করে—
তড়িৎ-প্রবাহ দেখে মনে হয়, যা কিছু
নিরুপায় সবুজ— ওরা রৌপ্যনির্মিত
সহানুভূতিহীন, শুধুই লুটপাট, অন্ধদৈত্যকূল!

একটি মন্তব্য পোস্ট করুন

3 মন্তব্যসমূহ

  1. পথ ভুল করা হাতিদের দীর্ঘশ্বাসের মতো
    কৃত্রিম নিসর্গনামক অর্জন, সাময়িক
    আবহমান নৈঃশব্দ্য তাকে উপহাস করে—
    তড়িৎ-প্রবাহ দেখে মনে হয়, যা কিছু
    নিরুপায় সবুজ— ওরা রৌপ্যনির্মিত
    সহানুভূতিহীন, শুধুই লুটপাট, অন্ধদৈত্যকূল!

    দারুণ!

    উত্তরমুছুন
  2. ভাইরে ভাই সেরা সেরা হইসে

    সৈকত আবির

    উত্তরমুছুন
  3. কবি,আপনি আগেই জানতেন

    উত্তরমুছুন

অমার্জিত মন্তব্য করে কোনো মন্তব্যকারী আইনী জটিলতায় পড়লে তার দায় সম্পাদকের না৷