New

শ্বেতপত্র

গুচ্ছ কবিতা/ মোস্তফা হায়দার




দৃশ্যমান ভয়ের কোদাল

রাতের আঁধার কাটতে সূর্যের আহবান
সূর্যের রস্মি বেয়ে কর্মপ্রণোদনার সূচি প্রণয়ন
চোখের পাতার নিচে সাতরঙের মেলবন্ধন।

রজব শাবানের আঁচল ঘেঁসে ত্যাগের আগমন
রহমতের মাগনায় ক্ষমার করতল ঢেউ
পাঠিকার চুলের বাসায় নেই কোনো আচ্ছাদন
দুবুকের পিঠ চষে ওড়নার উড়াউড়ি!

আহা! কী নির্মমতাময়ী বন্ধুত্বের এ কোভিট
দৃশ্যমান ভয়ের কোদাল ঘ্রাস করলেও
বিশ্বাসের ভয় রুপ নিয়েছে তামাশার পিঠ বেয়ে!

একেকটা বিশ্বাসের কোটরে আজ বনহংসুদের প্রতাপ
নারী নাম্নীয় মেকাপবক্স আজ লক্ষটাকার ফ্ল্যাটে
তেনাছেঁড়া সোহাগ ভাসে সিলিংফ্যানের শোকেসে
সন্ধ্যার বাঁকাচাঁদে কেঁদেছিল বিশ্বাসের সব হৃদয়!

একদিকে সাদা আস্তিনের আমানত খেয়ানত
অপরদিকে বৈধ মোবাহালায় কাঁদছে রিসোর্ট!
বেহায়া করোনার প্রতাপে ভেঙে দিলে রমজানের ছন্দসূত্র
গিট খুলতে খুলতে কেড়ে নিলে ইবাদতের সানকি
পবিত্র আহাজারির সূত্রিতা বোরাকের ডানায় 
কাজী দা র ইঙ্গিত হাতে হাত রেখে
পশ্চিমা হয়ে ভিড়ছে হিন্দুস্তানের বন্দরালয়ে!

ভাঙেনি তোমাদের ঘুমের মিহিঘোর
লাস্যতায় ছেয়ে যাচ্ছে মানুষের আর্তনাদ
হারিয়ে যাচ্ছে ডবুমেন্টের সব পুরাতন ভলিয়াম।

ভেঙে যাওয়ার আগে মচকালেও অনেক ভালো
এ মচকানো রুপ নেবে বাঁচার চিরায়ত শক্তি।
শক্তির পিঠে চড়ে মুক্তি চাই, মুক্তি চাই, মুক্তি চাই!!!


শিরোনামের মৃত্যু
মোস্তফা হায়দার

একদিন জমিন ফেটে চৌচির হবে
ডাক দেয়ার কোনো চেতনা থাকবে না,
মিথ্যার বোগল চুষতে চুষতে
জিহ্বাটা ছোটো হয়ে যাবে ভোগবাদে!

দাঁড়াতে কোনো মাধ্যম খুঁজবে
যে মাধ্যমে জিয়ার প্রাণ গেছে ১৫দিনের মাথায়!
অথচ জিয়া দাঁড়ানো সটান বৃক্ষের মতো;

মুজিবকে তোমরা কাঁচা খেয়ে
আজ তার তনয়াদের সাথে প্রেম প্রেম খেলছো!
তনয়ারা ক্ষমতাকে এতো ভালোবাসছে যে
সব ইচ্ছের দাপন দিয়েছে নপংসুক এক কেঁচোর কাছে!

লানৎের ধরিয়ায় জলের চেয়ে আগুন খেলছে খেলা
সব বিশ্বাসের পাছায় ডান্ডাবেরীর মহোৎসব
কবে যে তোমার নিশ্বাসে পড়বে ছেদ!

বাতাসটাকে মিথ্যা বলতে শিখিয়ে যে কুণ্ডুলি বানালে
বাড়িগাড়ির পিঠে তুলে দিলে একে ফর্টি সেভেন!


উচ্ছ্বাসের ফানুস নগর
মোস্তফা হায়দার

একটি একটি করে নুড়ি পাথর গেঁথে
তোমাকে চেয়েছিলাম চেতনার বাতিঘরে,
যে ঘরে হিংসার চাষাবাদ হবে না
হবে না ভোগের লীলাতত্ত্ব!!

সবুজের সংহতি গেঁথে চলেছে বুকপকেটে
প্যান্টের জিপার ছুঁয়ে টিস্যুর ইস্যু!

বসুন্ধরার আড়ালে পেপার ব্যাক দেখতে দেখতে
মিথিলার হাসি কাঁদছে একাত্তর প্রজন্মে
রঙছটা বিশ্বাসে হারিয়ে যাচ্ছে দেশের টুপি পাঞ্জাবী
হারিয়ে যাচ্ছে ঐতিহ্য আর সংস্কৃতির অন্দরমহল!

কাকডাকা ভোরের পিঠ বেয়ে লাশ আর চেতনার ক্রন্দন
গণচেতনার বয়াম মুখে ইজ্জতের দোহায় 
এক রাজ্যের স্বপ্নের পুরুষ
বুকে বেঁধে এনে দেয় প্রিয় বাংলাদেশ!

ঠোঁট আর কান শুনতে চায় না চেতনার মিথ্যা স্লোগান
দেখতে চায় না ফ্ল্যাটের কফিন ঘ্রাণ,
উচ্ছ্বাসের ফানুস নগরে 
রঙের সোহাগায় ভেঙে দিয়েছে জননীর স্বপ্নের স্বদেশ!


কেউ রাখোনি খোঁজ
মোস্তফা হায়দার

অন্যের ঘরে আগুন লাগলো
কেউ রাখোনি খোঁজ
যখন একটু ভাবতে শিখলে
আসতেছিল বুঝ।

বুঝে বুঝে কেটে গেল
বেলা শেষের দিন
জাতির পিঠে চড়তে বসে
বুঝিয়ে দিলে ঋন!

সত্যা মিথ্যা আদার তাবিজ
গিরিখাতের মসলা
দেরি করে বুঝতে শেখায়
বাঁধিয়ে দিলে জটলা!

অবুঝ মনে বীরের বেশে
যা করেছো আগে
সঠিক বেঠিক ভেড়াজালে
কষ্ট আসবে ভাগে!

পাথর থেকে মানুষ হবে
মানুষ হবার তরে
জেল জুলুমে সাহস বাড়াও
বিজয় পাওয়ার ঘরে।

কুরান তোমার হাদীস তোমার
ঈমান তোমার শক্তি
ন্যায়ের পথে থাকতে হলে
খোঁজো তোমার মুক্তি!

মুক্তির মিছিলে আর নয় যুক্তি
হাতে রাখো হাত
নিরাপদ সমাজ গড়তে হলে 
কাঁধে রাখো কাঁধ।


কেউ নিবে না ভাগ
মোস্তফা হায়দার

ভেঙে দে তোর বিষাদের নীল ঢেউ
রক্তের ভাগ দিতে চায় না সে ও!

কেদারার লোভে তোরে রাখছে বহু দূরে
আজন্মই সে কথা বলেছে দাম্ভিকের সুরে!

কুমারি কালেও সে ছিল এক প্রেম পূজারি
তিনকুড়ি ফিফটিনে দেখায় ভোগের দিশারি!

জলের তলে মলের খেলায় ভাঙছো সব
জাতের নামে বজ্জাতিতে বৈশাখী রব!

পুল হাতা সিপটিপিনে গাঁথে না বিশ্বাস
দম পুড়াইলে বন্ধ হবে ছলচাতুরীর নিশ্বাস!

রাতের কালো দিনের ছায়ায় রেখে যায় দাগ
হাতের কামাই অপকর্মের কেউ নিবে না ভাগ!


ওভার ট্রাম্প 
মোস্তফা হায়দার

সকালটা কাঁদছে
রাতের সাদা কুয়াশার তাণ্ডবে,
জোছনারাও হাত তুলেছিল
যে দিন সত্যের পাখিদের করেছিল বাকরুদ্দ!

ভোগের মাত্রায় প্রতিশোধের পেয়ালা কাঁপছিল
হাসছিল উলুধ্বনি দেয়ার উলানির মিছিল
মিথ্যা অপবাদের চূড়ান্ত ফায়সালায় মিষ্টি বিতরণ
সব শুকিয়ে নিয়ে গেছে ভার্চুয়াল মেথডো!

সকালটা কাঁদছে
পাতাদের সংসার ভাঙতে দেখে
পাতি হাঁসের মতো কতই বা স্লিপ মারবে,
কতই বা ট্রাম্পের পর ওভার ট্রাম্প চলবে
যদিও তোমার পাঁজরে আমার বিদেহী সুরের মূর্ছনা!


মোস্তফা হায়দার
সন্দ্বীপ, চট্টগ্রাম।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ