১.
আমাদের স্বপ্ন আছে আলো দেখার
পশ্চিমের চাঁদ মেলে দেয় দুহাত
চারিদিক অন্ধকার আর বিশ্বাস জুড়ে আছে কালো আকাশ
কোথাও কোথাও জ্বল জ্বল করে বিন্দু বিন্দু তারা
২.
অল্প জীবনের পুঁজি
আস্বাদ নিয়ে এগিয়ে যেতে থাকে কল্পনার
মহা প্রলয়..
কে জানে জীবন মিশে থাকে
নক্ষত্রের বিছানায়
2 মন্তব্যসমূহ
শয়তান মুক্ত দিবসের শুভেচ্ছা
উত্তরমুছুনভালো লাগলো। আরো পড়তে ইচ্ছুক।
উত্তরমুছুনঅমার্জিত মন্তব্য করে কোনো মন্তব্যকারী আইনী জটিলতায় পড়লে তার দায় সম্পাদকের না৷