মুখে মুখোশ লাগিয়ে বৈশাখী মেলায় এসেছি দুজন বহুদিন পরে
পরিচিত- অপরিচিত কত মুখ দেখা
হলো মুখোশের সাজঘরে।
মুখোশের অন্তরালে ঢেকেছি মুখ
চিনতে পারবে না কেউ জানি
কত বেদনায় বিভক্ত করেছি মোরা
অটুট বন্ধনের পথখানি।
আমরা দুজন হাত ধরে হাঁটি,
মেলা সাজানো কীদারুন পরিপাটি
সারিসারি বাতাসা, খোরমা গজা মিষ্টি সন্দেস দোকানীদের চেঁচামেচি।
পাশে দাঁড়িয়ে ছিলো মুখোশে প্রিয়জন হয়ত তাদের চিনিচিনি।
বল্লাম থাক পরিচয় নিওনা ওদের
মুখোশে ওরা সাজঘরে মোমবাতি।
সবেমাত্র র্যালি থেকে এসেছি
অস্থির সময়! মুখোশ খুলিনি কেহ;
ভুত-প্রেত অশুভ সব সঙ্গে আছে
মুখোশের আড়ালে সবদেহ।
সে বলে না না ভুত প্রেত তাড়িয়ে এসেছি মুখোশ খুলিনি এখনো হায়! খুলে ফেলি মুখোশ গুলো,দেখে নিও বিভক্তপথ মিলিত হবে কোন এক মোহনায়।
7 মন্তব্যসমূহ
শয়তান মুক্ত দিবসের শুভেচ্ছা
উত্তরমুছুনকী নির্মম হৃদয়বিদারক৷ কবিকে জানাই সুনির্মল ভালবাসা৷ মনটা কেমন করে যেন কেন্দে দিল৷ এখানেই কবি সার্থক৷
উত্তরমুছুনঅসাধারণ কবিতা, কি তার ভাব, আর কি তার বাক্য। খুব ভালো লাগলো ভাই। শুভেচ্ছা নিবেন। ইদ মুবারক।
উত্তরমুছুনইদের দিনে এই সুন্দর কবিতাটা পড়ে খুশি হলাম। লেখকের জন্য কোলাকুলি ও সম্পাদকের জন্য রইল চুমু।
উত্তরমুছুনشكرا لكتابة القصيدة الحلوة. دمت بخير أيها الشاعر .
উত্তরমুছুনকি সুন্দর কবিতা৷ মারগাবা, মাশাললা
উত্তরমুছুনদেখতো জ্বালা ডিসকো কবিরও বোলে কবি
উত্তরমুছুনঅমার্জিত মন্তব্য করে কোনো মন্তব্যকারী আইনী জটিলতায় পড়লে তার দায় সম্পাদকের না৷