ধীরে বহো হাওয়াজল পুরাণ
নিম্ন আয়েশের পবন
একালের শিক্ষা ব্যবস্থা
রাষ্ট্র শাসনভার
প্রাণ সঞ্চার
বুদবুদের মিছিলে
পরিহার পরিহার!
তুমি ধীরে বহো হাওয়া জল পুরাণ!
প্রাণ ভরে চাইছে কৃষক
ফসলের মাঠ
হোক তার
সুষম বন্টন।
খাল বিল ছোট মাছ
পদ্মার ইলিশ
ফুল ফল পাখি
ছন্দে শব্দে কিচিরমিচির
পিচগলা গ্রীষ্মে
দু:শাসনের চিহ্নমাত্র
দূর হোক দূর হোক
বৈশাখের নবগানে
0 মন্তব্যসমূহ
অমার্জিত মন্তব্য করে কোনো মন্তব্যকারী আইনী জটিলতায় পড়লে তার দায় সম্পাদকের না৷