New

শ্বেতপত্র

বিদ্যুৎ-চমকের মতো | সাম্য রাইয়ানের কবিতা

বিদ্যুৎ-চমকের মতো | সাম্য রাইয়ানের কবিতা

মুখোমুখি দাঁড়ালে এসে
ঝড়ো বাতাশের কৌতুক৷ অথচ শান্ত
ভীষণ, বাইরে দাবানল 
                     মুখরস্বভাবে৷ 

আশ্চর্য ঢিবির নীচে, নিঃস্ব ভ্রমর 
আঁকড়ে ধরবে কাকে?
দ্বিধাগ্রস্ত হাওয়ায়
দুলে ওঠে সামাজিক প্রেম!

বিদ্যুৎ-চমকের মতো
পাঁচিল ডিঙিয়ে এলো
মূর্তিমান অন্ধকার— ঠেকানো
যাবে না আজ কাউকেই৷

ওইসব মৃত্যুর মতো হাসিঠাট্টা
ভাসে ব্যক্তিগত ঝর্ণার জলে৷

এই নিয়ে প্রতিরাতে
ঘুমের ভেতরও নিশ্চিত গোলযোগ৷
ক্ষীণ আলোয় দেখি স্বপ্ন নেই কোনো
স্পষ্ট বেটোফেন বুক-ভাঙা শ্বাসে৷

একটি মন্তব্য পোস্ট করুন

22 মন্তব্যসমূহ

  1. গরুর সৈন্দর্যে সুরভিত কাব্য , চমকিত, মোহিত হইলাম৷

    উত্তরমুছুন
  2. ধর্ম যার যার
    শ্বেতপত্রের গরুটা সবার

    উত্তরমুছুন
  3. রাইসুল ইসলাম আকাশসোমবার, ১৭ জুন, ২০২৪

    "ধর্ম যার যার" - আপনার কোরবানি শুধু আপনি পরিবারসমেত দিবেন।

    "উৎসব সবার" - আপনার বৌদ্ধ খ্রিষ্টান হিন্দু বন্ধু-প্রতিবেশি-পরিচিদের দাওয়াত দিবেন, তাদের পছন্দের খাবার খাওয়াবেন। না-খাওয়ানোর সম্পর্ক থাকলে খাওয়াবেন না। ঘুরতে যাবেন। না-ঘোরার সম্পর্ক থাকলে ঘুরবেন না। আনন্দ করবেন। সেই সম্পর্ক না থাকলে করবেন না। সমস্যা নাই।

    আলাপটা খুবই সহজ ও সরল - "ধর্ম যার যার উৎসব সবার"

    এর বাইরে যদি আপনি অন্য কোনো ব্যাখ্যা দিতে চান, ইনিয়ে বিনিয়ে হিন্দুরে গরু খাওয়াইতে চান, এর অর্থ দাঁড়াবে যে আপনি আসলে ইচ্ছে করে ক্যাচাল লাগাইতে চান, অর্থাৎ আপনি একটা সাম্প্রদায়িক ইতর, একটা নির্ভেজাল বদমাইশ, একটা খাঁটি মৌলবাদি হারামজাদা!

    লাউড অ্যান্ড ক্লিয়ার!

    উত্তরমুছুন
  4. পৃথিবীটা সাম্যের হোক

    উত্তরমুছুন
  5. বিশিস্ট সোম্পাদোক মকবুলবৃহস্পতিবার, ২০ জুন, ২০২৪

    সুন্দর লিখা, সব আল্যার উসকানি

    উত্তরমুছুন
  6. আশ্চর্য ঢিবির নিচে কি থাকে ময়না, আমার তো আর দেরি করা সয়না। বলি তবু, ওগো কবি, তোমার কবিতায় দেখতে পাই, জীবনের জ্বালা যন্ত্রণার সব ছবি।

    উত্তরমুছুন
  7. গরু মার্কার সীল লাগালেও কবিতা ভাল লেগেছে। কবি ও সম্পাদক উভয়কে ধন্যবাদ।

    উত্তরমুছুন
  8. রওশন খন্দকাররবিবার, ২৩ জুন, ২০২৪

    সাম্য চাচুর কবিতা মানে তো বোঝেনই। একেবারে জমে ক্ষীর, তুলতুলে মিষ্টি। থ্যাঙ্ক ইউ ভাই। শুভকামনা জানাই।

    উত্তরমুছুন
  9. সান্নিধ্য মোখলেছরবিবার, ২৩ জুন, ২০২৪

    ফাস্টক্লাস কবিতা

    উত্তরমুছুন
  10. ইঞ্জিনিয়ার তাজভীরুল মোঃ আব্দুস সালাম (রিন্টু)সোমবার, ০১ জুলাই, ২০২৪

    বাইডেন নয়, নয় ভ্লাদিমির পুতিন
    আমার নেতা মোখলেছুর রহমান ।

    আমি নেতার থেকে প্রায় দেড়শ মাইল দূরে থাকি, ফলে জীবনের শুভদিনেও উনার পুণ্য মুখ দর্শনের সৌভাগ্যটুকু হয় না।

    লিডারের কাছে গেলাম সাক্ষাতপ্রার্থী হয়ে।
    গায়ে হাত বুলিয়ে দোয়াশীর্বাদে পিতামাতার মত পরম পরশটুকু দিয়ে হৃদের ব্যথার দরুদে অনেকটা শুশ্রূষাই দিয়েছেন এই ক্রুয়েল শহরে আমার একমাত্র অভিভাবক জননেতা, মোখলেছুর রহমান ভাই।

    ভালোবাসি লিডার।
    আজীবন বটবৃক্ষের মত ছায়াটুকু দিয়ে যাবেন - এই ফরিয়াদ রাখি মম দিলকাবায়।

    উত্তরমুছুন
  11. কবিতা বুঝলাম না ৷গ্রামিন ফোন জানা আছে কিন্তু বেটাফোন আবার কি? নতুন কম্পানি?

    উত্তরমুছুন
  12. ইরানে মুতা বিয়া চালু আছে। বাংলাদেশেও মুতা বিয়া করতে চাই।

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. তোর মাকে বিয়ে কর খানকির ছেলে

      মুছুন
    2. এই মালাউন তুই এখানে কি চাস? ইন্ডিয়া যা।

      মুছুন
  13. সৌদীর হুজুররা বেলি ড্যান্স দেখতে দেখতে মেশিন মারে। আমাদের দেশেও হুজুররা ওয়াজের মঞ্চে বেলি ড্যান্সের আয়োজন শুরু করুক। দর্শকের অভাব হবে না।

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. তোর মাকে এনে নাচাও খানকি মাগি

      মুছুন
    2. মালাউন কা বাচ্চা, কাভি নেই আচ্ছা। গরু খাবি?

      মুছুন
  14. আমরা কী পুনরায় আগুনের ভাষা জেনেছি মাংসের অন্তর্লীন স্রোতে ভেসে...

    উত্তরমুছুন
  15. কবি ইদ্রিস আলী ছিলেন আমার চৌকস ফ্রেন্ড। সত্যি বলতে কী, তাঁর মতো এতটা সংস্কৃতি অন্তঃপ্রাণ কবি কমই দেখেছি। লেখার হাতও দারুণ। উলিপুরে থেকেও তিনি ধারণ করেন পুরো কুড়িগ্রামকে। যা উলিপুরে কখনো দেখা যায়না৷ আজ তাঁর স্ট্যাটাসটা মন কাড়ল। তাই শেয়ার না করে পারলাম না। আপনিও পড়ুন তবে...

    ধরুন—
    নানা বীর মুক্তিযোদ্ধা আর দাদা চিহ্নিত রাজাকার।
    তখন চাকরিপ্রার্থী নাতি কার কোটা পাবে?
    নানা নাকি দাদা?
    নাহ, বলছি না এমন আছে!
    হতেও তো পারে!
    অতএব, নাতি-পুতির দরকার নাই।
    সন্তান পর্যন্তই কোটার ইতি টানুন!

    উত্তরমুছুন
  16. আমার খ্যাতি দেখে ভয়পেয়ে জ্ঞানপাপী সম্পাদক মোকলু আমার কবিতা প্রকাশ করে না যত্তসব আজেবাজে কাজ করে বেরায়

    উত্তরমুছুন

অমার্জিত মন্তব্য করে কোনো মন্তব্যকারী আইনী জটিলতায় পড়লে তার দায় সম্পাদকের না৷