New

শ্বেতপত্র

আহম্মেদুল কবির- এর দুটি কবিতা




দূর-বহুদূর


বলে যাও নদী তোমার কত জল

আমার মাপনকলে চক্ষুভেজা

তুমি প্রবল আমি অথৈসাগর চঞ্চল। 

একটু থামো গামছা আনি আছড়িয়ে নেই চুল, ভুলগুলো সব শুধরে নিয়ে

সবুজ হবো অবুঝ পাতায় মনটা ব্যাকুল।


ওরে পাখি উড়ে যাও কোথায় শুনি

আমার গানের তাল কেটে যায়

তুমি শিল্পী যাদু আমি বাউণ্ডুলে একজনই।

একটু থামো আসছি আমি মিলিয়ে

নেই সুর, তোমার মতো উধাও হবো

হাওয়ার ডানায় ঘুমিয়ে যাব দূর-বহুদূর।



মাথার ওপর এ্যাটোমবোমা


শুকনো পাতায় উন্মূক্ত নিবাস

কাঁথা মোড়া দিয়ে ওঠে ঘুমন্ত চোখ।

শরীর বড়ই দুর্বল সূর্য হাসে না,

দেখেনা কেউ পায়ে-পায়ে বহুদূর পথ চলে ক্ষুধার্ত পথিক। নিউরো রোগে ভুগছে সে, হয়ত সেটাই সঠিক।


কি নিদারুন বটবৃক্ষের ছায়া

মস্তকে আছড়িয়ে পড়েছে তার ফল

ক্ষুধায় অস্থির পথিকের ছায়াদেহে যন্ত্রনা, অমানবিক মানুষ বটবৃক্ষ ফলে ক্ষুধা নিবারন দেখে কাঁদে না। 

পথিক ভাবে আছে তো মহাবিশ্বে মানবিক নেতা তবুও এ কেমন মানবতা


বড় আশা নিয়ে জন্মিছে পথিক

ভেবেছিলো আছে  অধিকার 

সামান্য সুঁই ফোটা নিয়ে বেচে দিছে জমি এখন শুধুই হা-হুতাশ। 

পথিক পথহারায় চারদিক দ্যাখে

মাথার উপর এ্যাটোমবোমা।


একটি মন্তব্য পোস্ট করুন

9 মন্তব্যসমূহ

  1. তোমাকে আরো ভাল লিখতে হবে কবীর দোয়া রইল

    উত্তরমুছুন
  2. খালি পেটে লাগে খিদা
    কবিতা পড়ে আমি ফিদা

    উত্তরমুছুন
  3. প্রকৃত কবি ইদ্রিস আলীরবিবার, ০৮ জুন, ২০২৫

    ভরা পেটে লাগে হাগা
    কবির সোনা হতভাগা

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. প্রকৃত কবি ইদ্রিস আলী
      প্রাসঙ্গিক ও মার্জিত মন্তব্য কাম্য।

      মুছুন
  4. সবাইকে আসরের নামাজের দাওয়াত দিয়ে গেলাম সবাই জামায়াতের সাতে ইনশাআল্লাহ আসরের নামাজ আদায় করবেন

    উত্তরমুছুন
  5. সারাদেশে শত শত মসজিদ ভাঙা হচ্ছে, আর আপনেরা মিয়া আছেন কবিতা চোদাইতে?

    উত্তরমুছুন
  6. মিজানুর রহমান আজাহারি 'নবী সাঃ কে কাউ বয়'
    "মা খাদিজা রাঃ কে প্রৌঢ়া "
    বলেছে। "ইনটেক না" বলেছে!
    "হযরত আলীকে মাতাল বলেছে" তখন কেউ আজহারির চুল পর্যন্ত ছিড়েনি।
    আমির হামজা কোরআন শরীফের ৫৩ জায়গায় ভুল পেয়েছে।
    তারপরেও কেউ রাশমিকার বয়ফ্রেন্ডের একটা চুল পর্যন্ত ছিড়েনি।
    এনায়েতুল্লাহ আব্বাসী লবণ মিশ্রিত মদ খাওয়া হালাল বলেছে।
    যাকে-তাকে কাফের ফতোয়া দেয়া সেই আব্বাসীর বি*রুদ্ধে কেউ আঙ্গুল পর্যন্ত তুলেনি।
    তারেক মনোয়ার হাদীস শরীফে ট্রাম্পের নাম খুঁজে পেয়েছে।
    এরপরেও চাপাবাজে বিখ্যাত এই জামাতির বিরুদ্ধে কেউ দাঁড়ায়নি।
    "আল্লাহ যেরকম নবীদের চয়েজ করে পাঠাতেন ঠিক সেরকম ইউনূস সাহেব ক্ষমতায় আসছে"
    এমন বক্তব্য দেয়া কাজী ইব্রাহীম থেকে কেউ কুরআন-সুন্নাহ বিরোধী এই বক্তব্যের ব্যাখ্যা পর্যন্ত চাইনি।
    বাংলাদেশের ওয়াজ মাহফিলে অন্যান্য ধর্মগুলোর বিষয়ে যা যা বলা হয় সেগুলোও ইসলাম ধর্মসম্মত নয়। আইনতও ব্লাসফেমি।
    কিন্তু উপরের কথাগুলো দূরে থাক , মনের ভুলেও যখন সাধারণ মানুষেরা কিছু বলবে, তখন তৌহিদী জনতার অনুভূতি জেগে উঠে!
    এই ভণ্ডামির শেষ কোথায়?
    অসহায় এ বৃদ্ধ প্রথম নন , তাঁর আগে আছেন ঢাবি চারুকলার সেই ছাত্র , তারও আগে অভিজিৎ রায়েরা...
    অসহায় এ বৃদ্ধ শেষ নন , তার পরে কে?
    @Muhammad Al Muntazir লেখা, কিছুটা পরিবর্তিত

    উত্তরমুছুন

অমার্জিত মন্তব্য করে কোনো মন্তব্যকারী আইনী জটিলতায় পড়লে তার দায় সম্পাদকের না৷