জমাট বাঁধা দুঃখগুলো বরফের মতো কেটে কেটে পরিষ্কার করি বুকের রাস্তা,
কফের মতোই ঝেরে ফেলি বঞ্চনা। খকখকখক থু...
আহ। শান্তি, তিলোত্তমা, শান্তি ঘৃতাচী!
ইন্দ্র কখনো ক্ষ্যামটা নাচ দেখেনি বলছো! শুধু মদের নদীতে ভিজিয়ে রেখেছে নিম্ন শরীর। আমার কি যে ঘেন্না! ভাত খেতে গিয়ে মনে হয় কাদা খুঁড়ে খাচ্ছি পোকা
নিয়ম
করে
মরে
যাই।
আমার চোখ ইন্দ্রের সভায় স্তনভারী বুকে দুঃখ খুঁজছে। শক্ত জমাট।
উর্বশী, নিমন্ত্রণ পত্রে শুধুই শুষ্ক ধোঁয়া
কলেবরে বিশেষ কিছু হন্তদন্ত হয়ে মিলিয়ে যাচ্ছে আকাশ ভারে মেঘপুঞ্জ
আবার মিলায়...
ধরতে গীতবিদ্যা প্রম্লোচা আমায় গ্রাস করো অথবা চিত্রাসেনা,
যে পারো, কাঁধে করে বলো, অসিতা... 'তুমিই ইন্দ্র রাজ স্বর্গের দেবাসুর'
এবং আমাকে গন্ধর্বের শ্রুতি মধুর সুরায় শিরায় উপস্থাপিত করো।
আমি যে ক্লান্ত। শ্রান্ত মেদ শরীরে এইটুকু প্রত্যাশা।
0 মন্তব্যসমূহ
অমার্জিত মন্তব্য করে কোনো মন্তব্যকারী আইনী জটিলতায় পড়লে তার দায় সম্পাদকের না৷