আমরা_ও_আমাদের_অনাহূত_জীবনেরা_যত/ তান্ইয়া নাহার
যা না হলে যা যা হতো, যা হলে যা হতো না,
সেই সব জানতে না পারার যে সব জীবন আমাদের,
সে জীবনের পরতে পরতেও যা হলে যা হবে, বা হবে না, সেই সব অসম্ভব আর সম্ভাবনা
চিরদিন যেভাবে ঘাপটি মেরে থাকে-
জীবনের সেই বুঝি সবচেয়ে বড় বিস্ময়!
নিকটে ও দূরে, নিজের ও পরের কাজ বা না-কাজের প্রতিক্রিয়াস্বরূপ সংঘটিত প্রতি ঘটনায় যে জীবন পেয়ে যাই পথে, ঘরদোরে ; সযতনে তাকেই আমি প্রতিবার বাসতে চাই ভালো। চাই খুব নিবিড় করে, আঁকড়ে ধরে- গল্প শুনে যেতে তার পরিবর্তনের। তবু সব জীবন আমার গল্প বলে যাওয়ার তো নয়, নয় সব বন্ধনপ্রিয়।
জীবনে যা হয়েছে, আর যা যা হয়নি;
কোনটাকে বলি শ্রেয়তরঃ!
কী না হলে কী হতো, কী হলে কী হতো না-
সেই সব না জানার দুঃখবোধ নিয়ে আমরা কি র'বো বেঁচে আরও কিছু না জানার লোভে!
যে জীবন অবহেলার, যে জীবন প্রেমের,
যে জীবন মৌনতার, যে জীবন হৈ-হুল্লোড়ের;
সুখ ও বিষাদ নিয়ে রূপবান জীবন সব
নিজেই ধরেছে হাত আলগোছে, সন্তর্পণে।
আমার তো কাজ নেই কোন- ভালোবেসে যাওয়া ছাড়া; যখনই যে জীবন আসে হেলেদুলে, বিনা আহ্বানে!
২০ জুলাই, ২০২৩।
1 মন্তব্যসমূহ
বেশ ভালো উপলব্ধি।
উত্তরমুছুনঅমার্জিত মন্তব্য করে কোনো মন্তব্যকারী আইনী জটিলতায় পড়লে তার দায় সম্পাদকের না৷