বোমায়
ফুটন্ত শিশুদের হাড়
তন্তু
প্রজাপতির ডানায় উড়ছে
ফুলগুলো প্যারফিন
নিস্তব্ধ!
বৈদেশিক মুদ্রায় নির্মিত হচ্ছে
বাংলাদেশের হাড়ি
রচিত হচ্ছে ভাত
উনুনে
কে এলো?
তরতাজা মগজগুলো
পাতিলে সুগন্ধি ছড়িয়ে
বাড়িয়ে দিচ্ছে ক্ষুধা।
হে মহামান্য সুধীজন;
সময় এসেছে জলে
ঢেউ তরঙ্গ ফণা তুলে
ডাকছে শুনসান...
1 মন্তব্যসমূহ
তরতাজা একটি কবিতা। সকল প্রশংসা মার্কিন সাম্রাজ্যবাদের।
উত্তরমুছুনঅমার্জিত মন্তব্য করে কোনো মন্তব্যকারী আইনী জটিলতায় পড়লে তার দায় সম্পাদকের না৷