সময়
প্রতিদিন কি অদ্ভুত আলোকচিত্র নিয়ে ডুব দেয় ভানু
পূর্ব থেকে পশ্চিম উত্তর থেকে দক্ষিণ
টিকটিক শব্দে কেউ ঘুমিয়ে যায় কেউ ঘুম থেকে ওঠে।
আলোচিত্রে ছবি আঁকা হয় ঘুনে ধরা কোন সমাজ
কোন রাষ্ট্র
কোন ব্যর্থ মানুষের।
সুকান্তের কথা মনে পড়ে
আজ বড্ড বেশি সুকান্তের কথা মনে পড়ে- মনে পড়ে তার ঝলসানো রুটির স্বাদ।
পাথরি চূনে মুখ পুড়ে গেলে দেখি জিহ্বা গহবরে সরিষা তেলে
পূর্নিমা চাঁদ।
স্বস্তিটা এলো তেল লাগানোর পর
অর্জিত সম্পদ সবটাই লুটে নেয়
বুক ফেটে হয় চৌচির,
দেয়ালে পিঠ না ঠেকিলে চলে না পা
উঠে না স্লোগান, কাপুরুষের দল
সব অন্ধ বধির।
আজ বড্ড বেশি সুকান্তের কথা
মনে পড়ে- মনে পড়ে।
পাথরি চুনে মুখ পুড়েছে সবার
মহাজীবন তখনও যেমন, এখনো তেমন, বদলেছে হয়ত তেলের স্বাদ,
পেটে আগুন সুকান্ত পূর্নিমা দেখে
আমরা দেখি মানুষ হত্যায় সাম্রাজ্যবাদ।
0 মন্তব্যসমূহ
অমার্জিত মন্তব্য করে কোনো মন্তব্যকারী আইনী জটিলতায় পড়লে তার দায় সম্পাদকের না৷