New

শ্বেতপত্র

কবিতা | সব্যসাচী মজুমদার


এই যে লিখছি

এই যে লিখছি
লিখতে হচ্ছে
রাত শেষ হবে
হবে ঠিক তার
আগের পলকে
খুব তাড়াতাড়ি 
লিখে রেখে যাই,
সারাদিন ধরে ভয় পেয়ে গেছি।

অথচ রথের
মেলাটি ফুরোলে
কিনে আনা গাছ
বাবা হয়ে গেল

লাফ দিয়ে দিয়ে
ফিরছে শিশুটি
জগন্নাথ হে,
কিনে আনা গাছ
সবকটা গাছ
ঋতু হয়ে গেল...


আমাদের গ্রামে

আমাদের গ্রামে বৃষ্টি আসলে জল পড়বার ভয় হয় আর সারাটা আকাশ ভুঁইমালিটির মতো ঝুঁকে আসে টুকরো টুকরো বকের ওপর।নীচু তালগাছ পুকুরের দিকে...ব্যকগ্রাউন্ডে কলমীর ঝোপ।ফলত বাবুই বাসাগুলো যেন সমুদ্বিগ্না পানকৌড়িটি।

টাওয়ার ভাসিয়ে ধূম বেরুচ্ছে। বটগাছ থেকে মাটিতে পড়ল দুটো তক্ষক।ছুটে আসতে গিয়েও আবার থমকে দাঁড়াল কালচে কুকুর। কেননা ওদিকে লাউডগাটার ডিম থলি ছিঁড়ে ঠ্যাং বের করে সোনালী রঙের ব্যাঙ চলেছিল গর্তের দিকে 

আমাদের গ্রামে বৃষ্টি আসলে...

একটি মন্তব্য পোস্ট করুন

9 মন্তব্যসমূহ

  1. দুটো লেখাই ভীষণ ভালো লাগলো

    উত্তরমুছুন
  2. গুলতেকিন কোবরা সুলতানামঙ্গলবার, ১২ জুলাই, ২০২২

    মকলু, এই কবিতাগুলো ভালো লাগলো। কবি ও তোমাকে দুজনকেই রক্তরাঙ্গা লাল গোলাপের শুভেচ্ছা।

    উত্তরমুছুন

অমার্জিত মন্তব্য কাম্য নয়