জলরেখা পার হতে চাইছে প্রাণের নিরুপায় লিপি
উত্তরে বাধ্যতামূলক এগিয়ে আসেনি কোনো মুখ
সেই কবে থেকে একা দাঁড়িয়ে প্রাচীন বটের প্রায় হয়েছি
শরীরের উপর বাসা বেঁধেছে বয়ে যাওয়া সময়ের ভূমিকালিপি
জানালার পাশে দাঁড়ালে বাতাসও অবহেলা দেখায়
কে নেবে সমূহ বিধ্বস্থ বছরের অনুশোচনা যা অতীত আজ
তবু ধূসর দেখলে কেউ প্রথম অনুচ্ছেদে অপ্রমাণিত থাকে
তবে চলে যাক আশ্রয়টুকু, না-হয় হৃদয়ে আসুক মরা জোয়ার
আধুনিক রঙের সর্বনাশ দু-হাতে গ্রহণ করে প্রতিবিম্ব দেখবো রাতে
ঘুমও হয়তো দয়ার ছাতা খুলে পরিহাস করবে সংকল্প নিয়ে ...
0 মন্তব্যসমূহ
অমার্জিত মন্তব্য করে কোনো মন্তব্যকারী আইনী জটিলতায় পড়লে তার দায় সম্পাদকের না৷