যে আলোয় সংঘমিত্রা
নিরুত্তর থেকে ফুটে আসে একবিন্দু আলো। কী সেই আলোর মহিমা? ছড়িয়ে আছে জোনাকের অস্তিত্বে। অঙ্গে, জড় শৈশবে।— নিয়ত অন্ধকারে থেকে এ-কথা ভুলেছি আমি, কী দুরূহ লজ্জায়! পার্থিব অপঘাতে।
শব্দ-যৌনতা আর জুয়াচুরির পথে বাধা হয়ে রয় ঝুলন্ত ময়ূরের হাতছানি। সংঘমিত্রার সৌন্দর্যের জগৎ।
সঙ্গ ও রিক্ত
বাসনার অবতরণে লীন হয়ে যাওয়া পাখিদের ভিক্ষার গল্প শোনা এখনই বন্ধ করেছি।
হেয় করেছি তার অস্তিত্বে; রূঢ় ভঙ্গিমায়। হ্যাঁ, এইমাত্র জানানো হয়েছে তা— আমার হংসপিঁপড়েদের।
কী করে হলো এই মেঘালয়ের রূপান্তর আজ? এই ফুল চক্রদের শুষ্কতায়! একমাত্র মৃতদের সঙ্গ লোভে রওনা হয়েছি পৃথিবীর এরূপ রিক্ত জঙ্গলে তাই।
চূড়ান্ত অন্ধকার। একি নৈঃশব্দ! সঙ্গ ও রিক্ত আচ্ছন্ন করেছে আমায়?
2 মন্তব্যসমূহ
সুন্দর
উত্তরমুছুনধন্যবাদ প্রিয় পাঠক
মুছুনঅমার্জিত মন্তব্য করে কোনো মন্তব্যকারী আইনী জটিলতায় পড়লে তার দায় সম্পাদকের না৷