New

শ্বেতপত্র

মোস্তফা হায়দার /আর কত ফুলের সমাধি দেখবো





একটা আবাল দেশে বসবাস করছি 

যে দেশে মানুষগুলো বেবাক বুদ্ধিজীবী!

সময় নিয়ে তামাশা সাজায়

রক্তের সিঁড়ি বেয়ে লাশ নিয়ে মিছিল মাড়ায়!


নষ্ট টাকায় ভ্রস্ট হতে দেখেছি বহু কে 

দেশের টাকায় বুদ্বি খাটিয়ে মেধার কবর খুড়তে দেখেছি 

যারা টাকার পাহাড়ে বিলাস যাপন করছে

তাদের খুন হতে দেখিনি আজো! 


বুলেটের আঘাতে আর কত ফুলের সমাধি দেখবো! 

আর কত দেখবো রাস্ট্রের টাকায় লাশ গুনতে ;

দালালির শেকড়ে আঘাত করতে না পারায় 

ষাঁড়গুলো একেকটা অটেস্টিক হয়ে উঠছে! 

ষাঁড়গুলো আজ পেছনের দরজায় পালানোর সূত্র খোঁজে 

মানুষগুলো সময়ের বিপরীতে হিংস্র হয়ে উঠে

ভেঙ্গে দিবে ভালো-মন্দের সব তসতরী!

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ