New

শ্বেতপত্র

মেহেদি হাসান তন্ময়/সীমান্তে



চিরন্তন দমকা হাওয়া, বাগ না মানা পাহাড়ের চূড়ায়;

প্রেমকে ভাগ করে সেখানে দিয়েছি জীবনেরই অন্তরায়।

গন্ধতরুর ফুল পিষলো, স্বর্গে ঘনিয়ে আসে আলোর আভা;

পাহাড়ের ঐ ঢালগুলোয় ক্লান্তি মুছে চোখ সময় সম্ভবা।

প্রবল হাওয়াকে জড়ো করে গভীরতায় বিপুল বিষ্ময়,

নানা রঙা পাখিগুলো ওই ধূসর পারে পায় ভীষণ ভয়।

তুষার পাতের দিন শেষ নেই, কেমন যেন নীল হয়ে সে থাকে;

শীতের দিন শেষে রৌদ্রময় নববর্ষের ঘ্রাণ শুধু আঁকে।

পৃথিবী গলিয়ে দিচ্ছে, জমাটবদ্ধ শীতের নিরব বরফ;

বসন্তের আচ্ছন্নতা নিয়ে কেমন সবুজ সবুজ লাগে সব।

এরা নতুন কিবা প্রশ্ন করবে বসন্তের গোধূলি ঘনায়,

টিউলিপ ফুলের মতো ঘনীভূত শোকেরা সুগন্ধ ছড়ায়।

একপশলা বৃষ্টি এসে যে ভিজিয়ে দিলো হৃদিত পদক্ষেপ,

প্রাণপ্রতিমায় জেগে উঠছে না হওয়া ছোট ছোট আক্ষেপ।

পুরনো পাতার চেয়েও নতুন পাতার সবুজ ও সজীব;

পাহাড়ের ওপাশে পাহাড় সেখানে শোকেরা নির্জীব।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ