New

শ্বেতপত্র

শিরাযন্ত্রম | শুভদীপ দত্ত প্রামানিক


( বান্ধবী দীপান্বিতা-কে )

দ্বিতীয় রিপু থেকে তুলে নাও
রওনা
বলেছিলাম আরও অনেক ভালোবাসা দিয়ে তবেই যাবে
অনেক বলে কিচ্ছু নেই
স্বাভাবিক ছুঁয়ে থেকো চোখ , নাক

গালের ঢালুতে চুম্বন
         মেঘবৃষ্টির দিন
রোদের দিন ।

যে পাখি উড়ে গেল রয়ে সয়ে কেন অনাদর করবো তার ঠোঁট ?
রজস্বলার বাইরে ক্বচিৎ কোমলতা
দাও না আমাকে
জীবন বীজে জীবন দীর্ঘ সরলতা
                                  তমঃ তুচ্ছ !

হস্তরেখাবিদ খেলা করে রস ও গন্ধে
পুনর্দখল কুতর্ক
আমি প্রকাশ করবো নব্য সোহাগ সূত্র  ।


একটি মন্তব্য পোস্ট করুন

2 মন্তব্যসমূহ

অমার্জিত মন্তব্য করে কোনো মন্তব্যকারী আইনী জটিলতায় পড়লে তার দায় সম্পাদকের না৷