সামনে কাপ প্লেটের স্তুপ পড়ে। ছোট্ট হাতে ছোটু মেজে চলেছে তাড়াতাড়ি। নাহলে এক্ষুণি চায়ের দোকানের মালিকের চড় গালে পড়বে। এতো করে একা হাতে তবুও ছোটুকে মার খেতে হয় অকারণ। ওর মনে হয়, ওকে না মারলে বোধহয় মালিকের ভাত হজম হয় না।
আজ দোকানে খুব ভিড়। সামনের পার্কে স্বাধীনতা দিবসের অনুষ্ঠান চলছে। জাতীয় পতাকার তিন রঙের বেলুন দিয়ে গেট বানিয়েছে।কি সুন্দর লাগছে! নেতারা একের পর এক বক্তৃতা দিচ্ছে। নারী সুরক্ষা, শিশু শিক্ষা, কাজের সুযোগ তৈরি --- কতো গালভরা বুলি ! হেসে ফেলে ছোটু। ষ্টেজ থেকে দেখা যাচ্ছে ছোটু কাপ প্লেট ধুচ্ছে চায়ের দোকানে। তবুও শিশু শ্রম দূর করতে হবে বলে কি চিৎকার নেতার গলায় ! হাসি পায়। খুব হাসি পায়। এই বাচ্ছা বয়সেই ও বুঝে গেছে , দুধরনের লোক আছে দেশে - যারা খেতে পায় ,আর যারা খেতে পায় না! বাকি সব মিথ্যে।
মাইকে নেতার চিৎকার শুনে ছোটুও চিৎকার করে ওঠে :" সারে জাহাসে আচ্ছা/ হিন্দুস্থান হামারা "!
1 মন্তব্যসমূহ
এটা কোন গল্প হল? পত্রিকার নিউজ আর গল্পের পার্থক্য বুঝতে তো হবে
উত্তরমুছুনঅমার্জিত মন্তব্য করে কোনো মন্তব্যকারী আইনী জটিলতায় পড়লে তার দায় সম্পাদকের না৷