উতল রাত
হেসেখেলে
পার হয়ে গেল৷
বৃষ্টিভাঙা গাছ, পাল্টে ফেল পোশাক
শৈশবের দ্রিম দ্রিম৷
আরো কত জীবনের বিব্রত-হুল্লোড়—
অথচ অনেক প্রেম
দেহের টলমল
জলকাতরতা
পার করে
যেতে হবে তোমাকেও
নিজস্ব বাড়ির কাছে—
দুলছে প্রাচীন বাড়ি
নিরপরাধ দিনের কৌতুক
পেরিয়ে যেতে হবে আমাকেও!
4 মন্তব্যসমূহ
দারুন কবিতা পরলাম বাইয়া ৷ কবিকে ঈদ মুবারাক সম্পাদকের সাতে কুলাকুলি
উত্তরমুছুনআন্তরিক ধন্যবাদ
মুছুনআমি যাব না বাড়ি ওখানে সুখ নেই শুধু আহাজারি কবিতার মতো দ্রিম দ্রিম শব্দ শুনি হৃদয়ে।
উত্তরমুছুনবাড়িতে সুখ ও শান্তি ফিরিয়ে আনতে হবে।
মুছুনকবিতার ছন্দের মতো আনন্দের দ্রিম দ্রিম বাদ্য বাজাতে হবে। কবি সাহেব।
অমার্জিত মন্তব্য করে কোনো মন্তব্যকারী আইনী জটিলতায় পড়লে তার দায় সম্পাদকের না৷