New

শ্বেতপত্র

শৈবাল নূর-এর কবিতা

আঁধার

তোমার ছবিগুলো ধুধু নিঃসঙ্গতার মতো
রেখা টেনে টেনে আমাদের জীবন চলেছে কোন বক্রতায়
হাওয়া জল, মৃদু ঢেউ, রক্ত ফোয়ারা লুকিয়ে
কেন তবে দেখাও আবৃত পর্বতখণ্ড, কালো তিলের দাগ
ভাবি নীল কি তোমার ওষ্ঠাগত, হৃদয় সহজাত
মাখোনি আবির,আদুরে আলতা
কত কত লালচুড়ি আজও কেউ ভাঙে সহসা


অমানিশা

চাঁদ দেখতে বেড়িয়ে পড়ি, একবুক অমাবস্যা নিয়ে

শৈশব লুকোচুরি করে—
ফিরতে না পারার দ্বিধার থেকে উঁকি দেয়

বিলীন হয়

যেভাবে আমাদের চন্দ্র ধারণার মাঝে
বসে থাকে এক অন্ধ বামন

ঘুমকাতর হয়ে বিকল্প নগরধারণা ছুড়তে থাকি
মিথ্যে পূর্ণিমার দিকে

নিজের দিকে

একটি মন্তব্য পোস্ট করুন

8 মন্তব্যসমূহ

  1. বালের কবিতা
    এইটা কোন ধরনের লেখা সম্পাদক

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. আবহমান সময়ের কবিতা না পড়ে, কবিতার অর্ন্তগত রস উপলব্ধি না করে সব জায়গায় আজেবাজে মন্তব্য করে বেড়ানোটা আপনাদের মুদ্রা দোষে পরিনত হয়েছে। অভ্যাস পরিবর্তন করুন।

      মুছুন
    2. তুই আবহমান কবিতার কি বুজিস? খালি নেসকার বড় বড়

      মুছুন
    3. ABUHANA ভদ্রতা ও শালীনতা বজায় রাখুন, এটা শিক্ষা ও আত্মচর্চার বিষয়।
      আবহবান কবিতার আপনি কী বোঝেন লেকচার দেন দেখি?

      মুছুন
    4. পাছাত নাই চাম
      রাধাকৃশ্নের নাম

      মুছুন
    5. তোর পাছাত মহিষের চাম
      তুই নে রাধা কৃষ্ণের নাম।

      মুছুন
  2. কবিতা ভাল্লাগছে

    উত্তরমুছুন

অমার্জিত মন্তব্য কাম্য নয়