New

শ্বেতপত্র

ফেরদৌস হৃদয়ের একগুচ্ছ কবিতা


মুখোমুখি

অন্যমনস্ক থেকেই দেখেছি কচুরিপানা সরে গেলে জল দেখা যায় আর দৈর্ঘ্যে-প্রস্থে চোখ মারে নদীর শরীর।এখন মেঘ সরে যাচ্ছে...আকাশ দেখা যায়। কিন্তু কিছুতেই আর আকাশকে নদীর সাথে মেলাতে পারছি না অথচ উভয়ের বুকেই তিলের মতো বসে আছে একই পরিধির চাঁদ আর তারারা যে সাঁতার জানে না তাতো না।বুঝতেই পারছ পাড়ে দাঁড়িয়ে আছি  মুখোমুখি রাতের আকাশ...


মানুষের দিকে..

কবিতা সহজ হও—খবরের কাগজ কিংবা বিলবোর্ডের বিজ্ঞাপনের মতো আর পারদের মতো সহজ হও,উঠে যাও মানুষের বোধের ভেতরে—কবিতা সহজ হও—প্রাত্যহিকতার ভেতর দিয়ে হেঁটে যাও—যাও লাভার মতো গড়িয়ে কিংবা সমুদ্রের ঢেউয়ের মতো ফুলে ওঠো—পায়ের পাতার সংস্পর্শে—আলো আর নক্ষত্রের মতো প্রসারিত হও ক বি তা—সমস্ত মানুষের দিকে.....


ধূলি দেখে যা মনে হয়

গাড়ি দ্রুত চলে গেলে ধূলিরা নেবুলার ঢঙে বাতাসে কিছুক্ষণ ভেসে থাকে যেন মাতৃগর্ভের ভেতরের পরিবেশ,চেতনায় নিয়ে আসে কিছু জন্ম কিছু মৃত্যুর আভাস—আমি ধূলির ভেতর আরও খুঁজি ধূলি,আরও ঘ্রাণ—খুঁজি মানুষেরই তাবৎ ইতিহাস।দেখি হাই-রোডে উড়ছে একা-একা এক পলিথিন—এতো বেসামাল,গা ঘেঁষে ঘেঁষে তার বড় বড় গাড়ি...


বাতাস এক্সপ্রেস


ব্রেক কষতে কষতেই লাফিয়ে উঠলো
সব যাত্রী-ধূলিকণা.. 

শরীরে-শরীর,সবুজ-সবুজ রক্ত
সব পাতা ভিজে গেছে..

বাতাস আর গাছের সংঘর্ষ..


মাঠ

আহত মেঘ 

আকাশজুড়ে মেঘের ছেঁড়া-ফাঁটা ত্বক
হাড়গোড় আর পাঁজর... 

মাঠে পড়ে আছে ধারালো ঝিনুক-আলো
রক্তাক্ত মাঠ—মেঘের রক্তে ভিজে গেছে
শাদা শাদা...


চাঁদ

ঘুমহীন এই বুড়ো রাত...
একা, শান্ত.. 

আকাশের গাল বেয়ে
ক্রমশ গড়িয়ে পড়ছে 
উজ্জ্বল—১ ফোঁটা চোখের জল.... 

ঐ গাছ —পৃথিবীর একটি আঙুল


শাড়ি

বৃষ্টি বিধৌত 
পাহাড়,সাগর,উপত্যকা আর ঘনতৃণভূমি
আরও স্পষ্ট হয়ে ওঠে..
সুস্পষ্ট দেখা যায় পৃথিবীর অঙ্গ-সৌষ্ঠব... 

মিহি বাতাস চেপে ধরে রাখে এসব স্বাস্থ্য

একটি মন্তব্য পোস্ট করুন

8 মন্তব্যসমূহ

  1. অনবদ্য, অনাবিল। আজকের এই রাত শুধু কবি ও কবিতার।

    উত্তরমুছুন
  2. ফেরদৌস হৃদয়ের কবিতা পড়েছিলাম বিন্দু লিটলম্যাগে৷ তখনই আগ্রহ তৈরি হয়েছিল৷ আমার মনে আছে সেই সংখ্যাটি শুরু হয়েছিল ফেরদৌস হৃদয়ের কবিতা দিয়ে৷ অনেকগুলো কবিতা ছিল সেখানে৷ তখনই এই কবিকে বিশেশরূপে চিহ্ণিত করেছিলাম৷ আজ আবার পড়লাম৷ কবির জন্য শুভকামনা

    উত্তরমুছুন
  3. সম্ভাবনাময় কবি

    উত্তরমুছুন
  4. এই কবি অনেক দূর যাবে। অপার সম্ভাবনা তাঁর মধ্যে।

    উত্তরমুছুন
  5. ঘনতৃণভূমি? মানে কি? পাহাড় পর্বত তো বুঝলাম৷ কবিতার নামে অশ্লীল ইঙ্গিত না করলে চলে না?

    উত্তরমুছুন

অমার্জিত মন্তব্য করে কোনো মন্তব্যকারী আইনী জটিলতায় পড়লে তার দায় সম্পাদকের না৷