গড়িয়ে গড়িয়ে অবশেষে শেষ হলো ক্লান্ত বিকেল।
এখন অন্ধ সন্ধ্যা।
আমি যাচ্ছি চায়ের দোকান।
অমলিন হাসিমুখে
কিছুটা মলিন শ্বেত পাঞ্জাবি পরা
আর শুভ্র দাড়িওয়ালা চাচা
কড়া মিষ্টি সমেত কৌটার ঘনদুধ
আমাদের পাঁচকাপ লিকারের সাথে
ঝটপট মিশিয়ে দেবেন।
এলোমেলো আলোচনা, নানান বিষয়,
কবিতা না হয়ে উঠতে পারা কবিতার কথা
আরো কিছু ঘন হবে কাপে ও চামুচে শব্দে,
কড়া দুধচিনিচায়ে।
আমাদের দিনকাল
একটা শীতল লোহার শেকলের মতো একঘেয়ে,
ছোট ছোট ঘটনাগুলোয় জড়াজড়ি করে
ক্রমশ পেরিয়ে চলে সময়ের সীমারেখা
আর শ্বেত পাঞ্জাবি চাচা
একঘেয়ে ঘটনার মাঝে কিছুটা রিলিফ নিয়ে আসে সন্ধ্যাবেলায়
আমরা যখন কাশের ঔষধ বেশি করে গিলে
এলোমেলো থাকি, কিছুটা বধির
চোখের সামনে তখন এই চাচা তাঁর মলিনতা ঝেড়ে ফেলে
দেবদূতের কিছু ক্ষমতা ধরেন।
মনে হয় তাঁর হাসির ছড়ানো আভা
শীতের রৌদ্রের মতো ভরে দেবে ঘরবাড়ি,
সমস্ত উঠোন, গাছেদের শাখা।
আমাদের শীতবোধ কিছুটা শুশ্রুষা পাবে
ক্ষণিকের জন্যে হলেও।
মনে হয়, তাঁর স্বর্গীয় চামুচ থেকে আমাদের নানাবিধ কাজে
খানিকটা ঘনদুধ, কড়া চিনি মিশিয়ে দিলেই
ঘন স্বাদে ভরে যাবে
আমাদের প্রেমালাপ, মুঠোফোনপ্রেম।
অথবা ধরো
তোমার বুকের সমস্ত কষ্টে
আমি মেখে দেব ভালোবাসা
পেয়ে যাব সুগভীর উৎসাহ
যেমন
পূন্ড্রোনগর খুঁড়ে পাওয়া আমাদের ইতিকথা, রাজনীতি
কিংবা ধরো, বাবলুর প্রেমিকার বিয়ে
সব কিছু মিশে যাবে আমাদের ভাবনায়
অনায়াসে, অনুভবে।
29 মন্তব্যসমূহ
দাড়ি ধরে মারো টান
উত্তরমুছুনচাচা হবে খান খান
সাজু ভাি কেমন আছেন
উত্তরমুছুনঅন্নের পেমিকাকে নিয়ে কবিতা লেখা বাদ দিন ,,নিজের পেমিকাকে নিয়ে কবিতা লিকুন
উত্তরমুছুনসাজু ভাইয়ের সালাম নিন
উত্তরমুছুনকাস্তে মাকায় ভেট দিন৷
ভাই কাস্তে মার্কা কোথায় পেলেন?
মুছুনআমাদের সাজু না এটা? কাস্তের মার্কার ??? দুনিয়ার মজদুর এক হও
মুছুনভাই লেখা নিয়ে সমালোচনা করেন, অন্য বিষয় কেন বুঝলাম না?
মুছুনসবার আগে বিপ্লব বুজলা ছোটভাই
মুছুনসাহিত্টাহিত্ত পরে
আগে বিপ্লব দির্ঘজিবি হোক
সাহিত্যেও বিপ্লব আছে
মুছুনএকথা তোমাদের বোঝাতে পারলাম না ছোটভাই শতচেস্টার পরএও,,,,তুমি এখনো ভন্ডদের সাথে আছ ্?
মুছুনছি ভাই সাহিত্য নিয়ে কথা না বলে, আপনি কী আবোল-তাবোল বলছেন। এমনটা আপনার কাছে আশা করিনি।
মুছুনভাই, কবিতা কি জিনিষ তা আগে চিনে নিলে ভাল হত না কি? পত্রিকার খবর লাইন ভেঙে পরপর সাজালে যে কবিতা হয়, সে তো পুরনো স্টাইল৷ নতুন কিছু লিখুন৷
উত্তরমুছুননির্মলেন্দুগুনের হুলিয়া কবিতার অনুকরন
উত্তরমুছুনখুব সুন্দর কবিতা আমার অনেক বাল লেগছে ধন্নবাদ কবি ও সমপাদক
উত্তরমুছুনধন্যবাদ
মুছুনশুভকামনা কবির জন্য
উত্তরমুছুনএসব কি কবিতা? ্এ কেমন কবিতা-সম্্পাদক ্আর লেখকের কাজে জভাব চা্ই।
উত্তরমুছুনযে প্রেম সর্গ থেকে,,,,,, গানের কথা মনে পরল
উত্তরমুছুনধন্যবাদ
মুছুনকিছুদিন ত খুব পকাত পকাত করে লেখা প্রকান করলেন কিন্্তু থেমে গেলেন কেন? শেতপএ কি লেখা সংকটে ভুগছে ??৷ লেখকদের কোস্টকাঠিন্য হয়েছে ?????
উত্তরমুছুনলেখা নিয়মিত প্রকাশিত হচ্ছে, আপনি বোধয় সাইটে কম ঢোকেন!
মুছুনএই বেদপ ছেলে তুমি সম পাদক হয়ে মিথ্যা বল কেন ???বিগত কয়েকদিনে অরথাত এই সাজেদুলের কবিতার পরে আর কি প্রকাশ করেছ শুনি
মুছুনমিথ্যা কম বল সত্য শিকার কর ৷ মেনে নেও যে তোমার ও তোমার লেককদের কোস্টকাঠিন্য হয়েচে ৷
শালীনতা ও মার্জিত মন্তব্য করুন।
মুছুনধৈর্য ধরুন নতুন লেখা পড়তে পাবেন।
আমি কি বোরকা পড়ে কমেন্ট করব??????????????????????????????????????
মুছুননিয়মিত পকাশ করুন শেতপএ
উত্তরমুছুনজী
মুছুনNice laglo sajedul vai.agie jan
উত্তরমুছুনধন্যবাদ
মুছুনপক্ষে লিকলে মকলু উওর দেয়৷বিপক্ে লেকলে মকলু উওর দেয় না বালকামা সমপাদক
উত্তরমুছুনঅমার্জিত মন্তব্য করে কোনো মন্তব্যকারী আইনী জটিলতায় পড়লে তার দায় সম্পাদকের না৷