New

শ্বেতপত্র

স্বর্গীয় চামুচ হাতে শুভ্র দাড়ি চাচা / সাজেদুল ইসলাম


গড়িয়ে গড়িয়ে অবশেষে শেষ হলো ক্লান্ত বিকেল।
এখন অন্ধ সন্ধ্যা।
আমি যাচ্ছি চায়ের দোকান।
অমলিন হাসিমুখে 
কিছুটা মলিন শ্বেত পাঞ্জাবি পরা
আর শুভ্র দাড়িওয়ালা চাচা
কড়া মিষ্টি সমেত কৌটার ঘনদুধ 
আমাদের পাঁচকাপ লিকারের সাথে
ঝটপট মিশিয়ে দেবেন।

এলোমেলো আলোচনা, নানান বিষয়,
কবিতা না হয়ে উঠতে পারা কবিতার কথা
আরো কিছু ঘন হবে কাপে ও চামুচে শব্দে,
কড়া দুধচিনিচায়ে।

আমাদের দিনকাল
একটা শীতল লোহার শেকলের মতো একঘেয়ে,
ছোট ছোট ঘটনাগুলোয় জড়াজড়ি করে
ক্রমশ পেরিয়ে চলে সময়ের সীমারেখা
আর শ্বেত পাঞ্জাবি চাচা
একঘেয়ে ঘটনার মাঝে কিছুটা রিলিফ নিয়ে আসে সন্ধ্যাবেলায়
আমরা যখন কাশের ঔষধ বেশি করে গিলে
এলোমেলো থাকি, কিছুটা বধির
চোখের সামনে তখন এই চাচা তাঁর মলিনতা ঝেড়ে ফেলে 
দেবদূতের কিছু ক্ষমতা ধরেন।
মনে হয় তাঁর হাসির ছড়ানো আভা
শীতের রৌদ্রের মতো ভরে দেবে ঘরবাড়ি, 
সমস্ত উঠোন, গাছেদের শাখা। 
আমাদের শীতবোধ কিছুটা শুশ্রুষা পাবে
ক্ষণিকের জন্যে হলেও।
মনে হয়, তাঁর স্বর্গীয় চামুচ থেকে আমাদের নানাবিধ কাজে
খানিকটা ঘনদুধ, কড়া চিনি মিশিয়ে দিলেই  
ঘন স্বাদে ভরে যাবে
আমাদের প্রেমালাপ, মুঠোফোনপ্রেম।
অথবা ধরো 
তোমার বুকের সমস্ত কষ্টে
আমি মেখে দেব ভালোবাসা 
পেয়ে যাব সুগভীর উৎসাহ
যেমন
পূন্ড্রোনগর খুঁড়ে  পাওয়া আমাদের ইতিকথা, রাজনীতি
কিংবা ধরো, বাবলুর প্রেমিকার বিয়ে
সব কিছু মিশে যাবে আমাদের ভাবনায়
অনায়াসে, অনুভবে। 

একটি মন্তব্য পোস্ট করুন

29 মন্তব্যসমূহ

  1. দাড়ি ধরে মারো টান
    চাচা হবে খান খান

    উত্তরমুছুন
  2. রাজু কুড়িগ্রামশুক্রবার, ০৫ আগস্ট, ২০২২

    সাজু ভাি কেমন আছেন

    উত্তরমুছুন
  3. নাম না জানা সেই মেয়েটিশুক্রবার, ০৫ আগস্ট, ২০২২

    অন্নের পেমিকাকে নিয়ে কবিতা লেখা বাদ দিন ,,নিজের পেমিকাকে নিয়ে কবিতা লিকুন

    উত্তরমুছুন
  4. সাজু ভাইয়ের সালাম নিন
    কাস্তে মাকায় ভেট দিন৷

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. ভাই কাস্তে মার্কা কোথায় পেলেন?

      মুছুন
    2. আমাদের সাজু না এটা? কাস্তের মার্কার ??? দুনিয়ার মজদুর এক হও

      মুছুন
    3. ভাই লেখা নিয়ে সমালোচনা করেন, অন্য বিষয় কেন বুঝলাম না?

      মুছুন
    4. সবার আগে বিপ্লব বুজলা ছোটভাই

      সাহিত্টাহিত্ত পরে

      আগে বিপ্লব দির্ঘজিবি হোক

      মুছুন
    5. একথা তোমাদের বোঝাতে পারলাম না ছোটভাই শতচেস্টার পরএও,,,,তুমি এখনো ভন্ডদের সাথে আছ ্?

      মুছুন
    6. ছি ভাই সাহিত্য নিয়ে কথা না বলে, আপনি কী আবোল-তাবোল বলছেন। এমনটা আপনার কাছে আশা করিনি।

      মুছুন
  5. ভাই, কবিতা কি জিনিষ তা আগে চিনে নিলে ভাল হত না কি? পত্রিকার খবর লাইন ভেঙে পরপর সাজালে যে কবিতা হয়, সে তো পুরনো স্টাইল৷ নতুন কিছু লিখুন৷

    উত্তরমুছুন
  6. নির্মলেন্দুগুনের হুলিয়া কবিতার অনুকরন

    উত্তরমুছুন
  7. খুব সুন্দর কবিতা আমার অনেক বাল লেগছে ধন্নবাদ কবি ও সমপাদক

    উত্তরমুছুন
  8. শুভকামনা কবির জন্য

    উত্তরমুছুন
  9. এসব কি কবিতা? ্এ কেমন কবিতা-সম্্পাদক ্আর লেখকের কাজে জভাব চা্ই।

    উত্তরমুছুন
  10. যে প্রেম সর্গ থেকে,,,,,, গানের কথা মনে পরল

    উত্তরমুছুন
  11. কিছুদিন ত খুব পকাত পকাত করে লেখা প্রকান করলেন কিন্্তু থেমে গেলেন কেন? শেতপএ কি লেখা সংকটে ভুগছে ??৷ লেখকদের কোস্টকাঠিন্য হয়েছে ?????

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. লেখা নিয়মিত প্রকাশিত হচ্ছে, আপনি বোধয় সাইটে কম ঢোকেন!

      মুছুন
    2. এই বেদপ ছেলে তুমি সম পাদক হয়ে মিথ্যা বল কেন ???বিগত কয়েকদিনে অরথাত এই সাজেদুলের কবিতার পরে আর কি প্রকাশ করেছ শুনি

      মিথ্যা কম বল সত্য শিকার কর ৷ মেনে নেও যে তোমার ও তোমার লেককদের কোস্টকাঠিন্য হয়েচে ৷

      মুছুন
    3. শালীনতা ও মার্জিত মন্তব্য করুন।
      ধৈর্য ধরুন নতুন লেখা পড়তে পাবেন।

      মুছুন
    4. আমি কি বোরকা পড়ে কমেন্ট করব??????????????????????????????????????

      মুছুন
  12. নিয়মিত পকাশ করুন শেতপএ

    উত্তরমুছুন
  13. পক্ষে লিকলে মকলু উওর দেয়৷বিপক্ে লেকলে মকলু উওর দেয় না বালকামা সমপাদক

    উত্তরমুছুন

অমার্জিত মন্তব্য কাম্য নয়