New

শ্বেতপত্র

সাম্য রাইয়ানের কবিতা ‘হালকা রোদের দুপুর’


বর্ষা জাগে, একেকটি গানের ভেতর। সমূহ আলিঙ্গনের ভেতর। কতিপয় সুর— থেমে থেমে জেগে ওঠে। বর্ষা জাগে। রুটির বক্রহাসি আর মাংসে লুকিয়ে থাকা শীর্ণকায় হাড়— আমি খুঁজে পাই কান্নার পাশে। আলিঙ্গনরত ঠোঁট— আমার আত্মকথা যেন! ব্যাকুল পিয়ানো বাজে দাঁতের ছদ্মবেশে। ওকে শাস্তি দাও। ওকে শাস্তি দাও শুধুই অবসর। ঘুমের ভেতরে যা তাকে হরণ করে— অশান্তিতে। জেগে উঠে সে মেলে ধরে তুমুল বর্ষাতি। বেরিয়ে পড়ে বৃষ্টির ভেতর।

মিনিবাসে চেপে। দুপুর রঙের মিনিবাস। কতোটা বাড়ছিলো বেলা— মনে নেই। ঝলসে যাচ্ছিল বাস— ছালছাড়ানো মুরগির মতো। বিহ্বল মেহগনি গাছের পোশাক। কোথাও দু-একবার ভুলবশত ফুটে ওঠা রোদে দেখা যায়, যেন চকমকি পাথর বিশেষ৷ সারিবদ্ধ পেতলের সানকির মতো ঠোকাঠুকি লাগে— জ্বলে ওঠে আদিম আগুন। এই সুর পরিচিত। এই পথ সকলের চেনা। যার পাশে বয়ে গেছে তুমুল হর্ষধ্বণি আর বেনামী যৌবন।

একটি মন্তব্য পোস্ট করুন

50 মন্তব্যসমূহ

  1. মাথা নস্ট কবিতা মারাত্বক

    উত্তরমুছুন
  2. সাম্যদা মাত্র দুইটা দিছেন কেন? আরো দিতেন ভাল্লাগতেছিল পড়তে

    উত্তরমুছুন
  3. ভালো লাগা কবিতা। আলাদা উচ্চারণ।

    উত্তরমুছুন
  4. আব্দুল্লাহ হেল মাহমুদশনিবার, ০৬ আগস্ট, ২০২২

    আমি পাঠমুগ্ধ৷ তর্ক বাংলা অনলাইনে কয়েকটি পড়েছিলাম এই সিরিজের৷ এই দুইটি পড়া ছিল না৷
    ‘দুপুর রঙের মিনিবাস’ ভীষণ ভাবিয়ে তুলল কবি

    উত্তরমুছুন
  5. রবীন্দ্রনাথের জন্মদিনে এবার সারাদিন মন খারাপ করে বাসায় বসে ছিলাম৷ শুয়েবসে দিন গেল৷ রাতে এই কবিতা পড়লাম৷ গানের ভেতর বর্ষা জাগে৷ কাকতালীয়ভাবে তখন বৃষ্টি হচ্ছিল৷ সাম্য রাইয়ানের এই লাইন পড়ার পর কেনযেন মনেহল রবীন্দ্রনাথের কাছে যেতে হবে আমাকে৷ আমি মোবাইল বের করে আজি ঝর ঝর মুখর বাদল দিনে প্লে করলাম৷
    ধন্যবাদ সাম্যদা আমার রাতটা ভাল করে দেয়ার জন্য৷ প্রাণাম নিবেন

    উত্তরমুছুন
  6. আহা! কি অপূর্ব কবিতা। মন ঠান্ডা হইয়ে গেল।

    উত্তরমুছুন
  7. সিরাজুল ইসলাম খাঁনমঙ্গলবার, ০৯ আগস্ট, ২০২২

    বাহ্! অল্পবিদ্যাধারী গামবাট সম্পাদকের পত্রিকায় এরকম মানের লেখা পড়তে পারব ভাবিনি৷ সম্পাদকের উত্তরোত্তর মানসিক বিকাশ কামনা করি৷ শুভ কামনা

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. সকল লেখা তো সবার(সব পাঠকের) ভালো না লাগতে পারে, লেখক বা কবি পাঠকের মন মতো সব লেখাতো লেখে না। নিজস্ব ফর্মে বা নতুন ফর্মে লেখে সেটার সঙ্গে যারা পরিচিত তারা বুঝে যায়, আর যারা এরকম ধারায় অপরিচিত তখন পরিনতি হয় আপনার মতো।
      আর একটা কথা যেটা না বললেই নয় তা আপনারা পাঠক লেখা পড়ে ভালো না লাগলে যেরকম লেখক ও সম্পাদককে অশালীন বাক্যে বিদ্ধ করেন, লেখক বা সম্পাদক সেরকমটা থেকে বিরত থাকে, সম্মানের সাথে উত্তর দেয়।

      মুছুন
    2. আমি আর কত সম্মান দিব তোকে ? ???তোর মতো গামবাট সম্পাদকও এখন সন্মান চাই????? আল্লাহ্ রক্ষা করো

      মুছুন
  8. কবি ইদ্রিস আলীবুধবার, ১০ আগস্ট, ২০২২

    নাইকা আমার আলিয়া ভাট
    মোকু সম্পাদক গামবাট

    কমেন্ট করলে ডিলেট মারে
    লেখক বানায় চুক্তি করে

    সবাই তাকে ঠেলা মারে
    কবি এখন ঘরে ঘরে

    মকুর মাথায় মুত্র পাত
    গামবাট মকু নিপাত যাক

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. মূর্খ কবি ইদ্রিস আলী
      অন্যকে করে গালাগালি

      নিজে হচ্ছে কুয়োর ব্যাঙ
      ধরে শুধু জ্ঞ্যানীর ভং

      বাজে বেশি খালি কলস
      গার্বেজের মত মন-মানস।

      মুছুন
    2. ইদ্রিস আলি মিস্টি কবি,
      তাকে ভালোবাসি,
      টাক্কু মকলুর ওয়েবসাইটে
      ইদ্রিস আলির কবিতা পড়তে আসি।

      ইদ্রিস তুমি এগিয়ে চলো
      আমরা সাথে আছি,
      অপসাহিত্যের জগতে আমি
      তোমায় ভালোবাসি।

      মুছুন
    3. মকুকে সবাই দিচ্ছে ঠেলা
      মকুর বড় কষ্ট
      সম্পাদক সাজতে এসে
      মকুর জীবন নষ্ট

      হায়রে মকু মুর্খ মকু
      পড়ালেখা নাই
      অশিক্ষিত গামবাট সে
      কি আর বলব ভাই

      একবার সাজে কবি
      আবার সাজে সম্পাদক
      আল্লাহ তুমি রহম কর
      মকুর একটু বুদ্দি হোক

      মুছুন
    4. নাম না জানা এই মায়াবী
      আমাকে বল মিস্টি কবি

      আমি মিস্টি তুমিও মিস্টি
      তারও বেশি আমার সৃস্টি

      কি কমু আর দুখের কথা
      কইতে কইতে মুখ ব্যাথাাা

      মোখলেছুরের অশিক্সায়
      পএিকাটি ধ্বংস
      সাহিত্য আজ রসাতলে
      মোকুর খাব মাংস

      মুছুন
    5. ইদ্রিস আলি ভালো কবি
      মনে তাহার রঙিন ছবি
      তিনি কবিতা লিখেন ভালো
      তিনি কবিতা জগতের আলো

      মুছুন
  9. খুবই সুন্দর৷ টানাগদ্যে দারুন রিদমিক

    উত্তরমুছুন
  10. মোখলেছ তুমি উত্তর দিছ্ছ না কেন এত কমান্ডের ?

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. আর কত বচর পর তোমার সময় হবে? ? মানুষ তোমাকে লেংটু করে দিচ্চে তোমার ঘুম ভাঙ্্গে না তবু

      তমার কি গন্ডারের চামরা

      মুছুন
  11. Sammo via apni ai manhin nimnomaner potrikae lakha dilan Ata thik hoyni. Atota udar hoa apnar uchit hocce na. Era apnar karone nijeke birat balchira mone kora suru korbe.

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. করবে নয় নাজমুল ৷অলরেডি মনে করে ৷নিজেকে বিরাট বালছিড়া মনে করে বসে আছে আই এম মোখলেছ গাম্বাট

      মুছুন
    2. Tahle sammo vaier mto persn kno lakha dia nijer man niche namahen? Ai potrika ki onar kobita prokaser joggo?

      মুছুন
    3. এই মন্তব্যটি লেখক দ্বারা সরানো হয়েছে।

      মুছুন

    4. NAZMULনিজেকে মহান বালছিড়া ভাবছেন, ছিড়ুন কার কত বাল আছে ছিড়ুন। ছিড়ে ছিড়ে বোঝা বাধুন।

      বড় কবি বা লেখক( প্রতিষ্ঠিত বা নাম ডাকওয়ালা) দের লেখা ছোট বা নাম ডাকহীন পত্রিকায় ছাপালে লেখক যেমন ছোট হয় না। আবার বড় বড় স্বনামধন্য পত্রিকায় ছোট বা অপরিচিত লেখকদের লেখা ছাপালে সেই কবি বা লেখক জাতে ওঠে না। নিজ নিজ যোগ্যতায় লেখক ও পত্রিকা এগিয়ে যায়। সম্পাদক শত চেষ্টা ও শ্রমে শ্বেতপত্রকে এগিয়ে নিয়ে যাচ্ছে আর আপনার মতো নিম্নমানের পাঠকের জ্বলে?

      মুছুন
    5. প্রিয় পাঠক EMPTY আপনার শব্দ চয়ন ও বাক্য প্রয়োগ দেখে নিম্নমানের বোধ-বুদ্ধি, নিম্নমানের রুচির সাথে পরশ্রীকাতর ছাড়া অন্য কিছু পারছি না।

      মুছুন
    6. Sonun mokhles vi apnar potrika manhin sata boro ktha na. Bro ktha hlo apni akta osikito gambat. Matae gilu nai apnar ,, apuni na bujen kobita na bujen golpo na bujen sahitto. But apuni nijeke birat balcira mne kren.. this is the problem.., undestand????

      মুছুন
  12. এ তুমি কি ধরনের কাজ করছ বলত মোখলেছুরের মতো বলদকেও সম্বাদক বানাইছো 🐮

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. আপনি কে হে! বলদ যারা, তারা অন্যকে বলদ ভাবে।

      মুছুন
    2. তুই একটা গরু
      তোর মাথাত গবর ভরা
      তুই সম্পাদনাাাার কি বুজিস

      মুছুন
    3. তুই একটা ছাগল, বলদ গরু। তুই কী বুঝিস রে সম্পাদনার?

      মুছুন
    4. তুই এত বলদা কেন মকু…এত বড় বড় সাহিত্যিকের সাতে ওঠাবসা কর তবু কিচু শেখ না ??????? তুই কেন এত বলদা

      মুছুন
    5. শাবানা ইসলাম আপনি কী বোঝাতে চাচ্ছেন স্পষ্ট করেন?

      মুছুন
    6. নাজমুল ভাইয়ের কমেন্ডের উওর দে আমার দেওয়া নাগবে না

      মুছুন
    7. নাবালক সম্পাদক

      মুছুন
    8. মকলু তোক কাই সম্পাদোক বানাচে তার নাম ক মুই এবার তারে পুটকী সই করিম

      মুছুন
    9. সমপাদক চুতরি গেইচে উওর দিতে দিতেেে
      আর নাাাাাাা দেেেেয় উওর

      মুছুন
  13. মোঃ রাজু খন্দকারসোমবার, ২২ আগস্ট, ২০২২

    অসাধারণ কবিতা

    উত্তরমুছুন
  14. বালকামা সম্পাদককে লেখা দিছে সাম্য

    উত্তরমুছুন
  15. সম্বাদক নিজে বুঝেছে এই কবিতা??

    উত্তরমুছুন
  16. এসব কবিতা না গল্প?

    উত্তরমুছুন

অমার্জিত মন্তব্য করে কোনো মন্তব্যকারী আইনী জটিলতায় পড়লে তার দায় সম্পাদকের না৷